You are currently viewing “চার নম্বর ব্যাটসম্যান কে চাপ সামলানো শিখতে হয়,  ও কবে শিখবে ……….” অভিভবকের শুরু ভীষণ উত্তেজিত হয়ে বকলেন  যুবরাজ সিং, ৪ নং পজিশন নিয়ে যুবি বললেন অনেক কথা –

“চার নম্বর ব্যাটসম্যান কে চাপ সামলানো শিখতে হয়, ও কবে শিখবে ……….” অভিভবকের শুরু ভীষণ উত্তেজিত হয়ে বকলেন যুবরাজ সিং, ৪ নং পজিশন নিয়ে যুবি বললেন অনেক কথা –

Rate this post

রবিবার ৮ ই অক্টোবর , ভারত বিশ্বকাপ ২০২৩ এর অভিযান শুরু করেছে , এবং প্রথম ম্যাচেই ভারত এক দুরন্ত জয় পেয়েছে। ভারতের সেই জয়ের ধারা অব্যাহত রয়েছে। যদিও প্রথম ম্যাচ বাদ দিলে বাকি ম্যাচ গুলিতে প্রথম সারির ব্যাটার রা দুরন্ত খেললেও ৪ নং ব্যাটার শ্রেয়াস আইয়ার খুব ভাল খেলতে পারেছেন না। এই নিয়ে ভারতীয় ক্রিকেট প্রেমিদের সঙ্গে সঙ্গে বিশেষজ্ঞরা ও ভীষণ ভাবে চিন্তিত। ভারতীয় ব্যাটিংয়ে শুরুটা ভীষণ ভাল হলেও ৪ নং নিয়ে , তাই নানা কুরুচিকর মন্তব্যের সামিল হতে হচ্ছে ক্রিকেটারদের এবং বিসিসিআইকে।

এবং ৪ নং ব্যাটার কে নিয়ে রীতিমতো ক্ষোভ উগড়ে দিচ্ছেন ভক্তরা।

(responsive)

N.B –

বন্ধুরা যদি Dream11 বা অন্য যেকোন ফ্যান্টাসি এপ (Fantasy APP) থেকে কিভাবে আয় করবেন তার সমস্ত খবর পেতে চান তবে অবশ্যই ডান পাশে বা নিচে “join WhatsApp Group” আইকনে ক্লিক করে WhatsApp গ্রুপে জুক্ত হয়ে যান। এই গ্রুপে আমরা এই বিশয়ে সমস্ত তথ্য দেব, সামনেই বিশ্বকাপ আপনারা এখান থেকে আয় করতে পারেন ।

তবে বিশেষজ্ঞরা সবচেয়ে বেশী চিন্তিত ৪ নং পজিশন নিয়ে । ভারতের এক সফল অলরাউন্ডার , এবং ২০১১ এর বিশ্বকাপজয়ী তথা প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার যুবরাজ সিং (Yuvraj Singh) ভীষণ ভাবে রেগে আছেন শ্রেয়াস আইয়ার -এর উপর ।

যদিও বিশ্বকাপ শুরুর কিছুদিন আগেই চার নম্বরে শ্রেয়াসকে নেওয়ার জন্য তিনি বলেছিলেন। তবে অস্ট্রেলিয়া ম্যাচে শ্রেয়াস খুব বাজে ভাবে আউট হয়ে যান । তার সট সিলেক্সান ভীষণ ভুল ছিল। কঠিন সময়ে তিনি দায়িত্ব জ্ঞানহীন সট নিয়ে আউট হন।

এবং এই ব্যাপারে যুবরাজ ভীষণ ভাবে রেগে যান। তিনি শ্রেয়াস প্রথম ম্যাচে ব্যর্থ হতেই, তাকে বসিয়ে বিসিসিআইকে বিকল্প খুঁজে নেওয়ার পরামর্শ দিচ্ছেন ।

যুবরাজ দীর্ঘদিন চার নম্বরের দায়িত্ব সামলেছেন । এবং এটা যে অনেক কঠিন কাজ তা যুবরাজ অবসর ঘোষণার পর সেটা সকলেই বুঝতে পেরেছেন।

যুবরাজ সিং সোশ্যাল মিডিয়ার একটি প্লাটফর্ম এক্স অ্যাপে লিখেছেন, “চার নম্বর ব্যাটারকে চাপ সামলাতে হয়। যখন দল নতুন করে ইনিংসের ভিত গড়ে তোলার চেষ্টা করছে, ওই পরিস্থিতিতে দাঁড়িয়ে শ্রেয়াস আইয়ারের থেকে আরও ভালো ভাবনাচিন্তা কাম্য করি। এখনও বুঝছে পারছি না যে, পাকিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরি করার পরেও কেন চার নম্বরে কেএল রাহুল ব্যাটিং করছে না।”

অনেকে এর পরিপ্রেক্ষিতে মনে করছেন, একটি ম্যাচে খেলোয়াড় দিন ভালো না যাতেই পারে। এমনটিতে শ্রেয়াস গত কিছু বছরে ওডিআই ক্রিকেটে কি করেছেন, সেটা প্রায় সকল ক্রিকেটপ্রেমীরই জানা। কিন্তু এক ম্যাচে খারাপ পারফরমেন্স যেতেই তার জায়গা নিয়ে প্রশ্ন তুলছেন সকলে। চার নম্বরে বাকি পারফর্মারদের থেকে ভালো পারফর্ম করা সত্ত্বেও, একটি ম্যাচ দেখে অনেকে শ্রেয়াসকে বিচার করছে বলেও দাবী একদল ভক্তের।

বন্ধুরা ক্রিকেটের সমস্ত খবর নিয়মিত পেতে

বা Dream11 বা অন্য যেকোন ফ্যান্টাসি এপ (Fantasy APP) থেকে কিভাবে আয় করবেন তার সমস্ত খবর পেতে

অবশ্যই ডান পাশে বা নিচে “join WhatsApp Group” আইকনে ক্লিক করে WhatsApp গ্রুপে জুক্ত হয়ে যান।

এই গ্রুপে ক্রিকেটের সমস্ত খবর এবং ফ্যান্টাসি এপ (Fantasy APP) থেকে আয় -এর সমস্ত খবর পেতে থাকবেন।

নিচে ও পাশে দেওয়া লিঙ্ক থেকে আমাদের  WhatsApp -এ গ্রুপে মেম্বার হতে পারেন।

Whatsapp Group Join
Telegram channel Join

Leave a Reply