ভারতীয় U19 ব্রিগেডের ব্যাট ও বলের সাইক্লোনে উড়ে গেল বাংলাদেশ, দুরন্ত জয় দিয়ে শুরু U-19 বিশ্বকাপ, ম্যাচ রিপোর্ট পড়ে পড়ে নিন –

1/5 - (1 vote)

U-19 বিশ্বকাপের শুরুটা দুরন্ত করল ভারত। বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দলকে হারিয়ে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের (ICC U19 World Cup 2024) যাত্রা শুরু করলো ভারতীয় তরুণ দল । আজ বাংলাদেশকে ৮৪ রানে হারালো ভারতীয় বাহিনী। এই জয়ের সাথে সাথে পয়েন্ট তালিকায় ২ পয়েন্টের সাথে দ্বিতীয় স্থান অর্জন করলো ভারতীয় দল। আজকের এই ম্যাচে একসময় বাংলাদেশ ম্যাচে প্রাণ বাঁচিয়ে রাখলেও, হঠাৎ করে একগুচ্ছ উইকেট পতনের কারণে তাদের থেকে মূল্যবান ২ টি পয়েন্ট হাতছাড়া হল।

আজ টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ তরুণ দল। কিন্তু ভারতীয় ব্যাটার রা দুরন্ত ব্যাট করে । ভারতীয় তরুণদের প্রথমে ব্যাট করতে দিয়ে অল্প রানে আটকে রাখতে চেয়েছিল বাংলাদেশ । কিন্তু বাংদেশের বোলারদের সামনে ২৫১ রান স্কোরবোর্ডে তোলে ভারতীয় বাহিনী। যার মধ্যে ভারতীয় দলের ওপেনার আদর্শ সিংয়ে দুরন্ত ব্যাট করেন , তিনি করেন ৭৬ রান। অন্যদিকে ভারতীয় অনুর্ধ্ব-১৯ দলের অধিনায়ক উদয় সাহারানও ৬৪ রানের ইনিংস খেলেন। এছাড়া প্রিয়াংশু মোলিয়া (Priyanshu Moliya), আরাবেল্লি অবানিশ (Aravelly Avanish) ও শচীন ধাসের (Sachin Dhas) কিছুটা কিছুটা সহযোগিতায় ওই রানে পৌঁছায় ভারত।

(responsive)

বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দলকে জিততে হলে ৫০ ওভারে ২৫২ রান তুলতে হতো। যার জবাবে ব্যাট করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি বাংলাদেশের। প্রথমেই পাওয়ারপ্লের মধ্যে ভারতীয়দের সামনে তিন উইকেট হারান তারা। এরপর মাত্র ৫০ রানে ৪ উইকেট হারায় বাংলাদেশ৷ তারপর থেকে একটু একটু করে ম্যাচকে কঠিন পরিস্থিতি থেকে দলকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা জারি রাখেন আরিফুল ইসলাম (Ariful Islam) ও মহম্মদ শিহাব জেমস (Mohammad Shihab James)। ওই ৫০ রানে ৪ উইকেট থেকে মূল্যবান ৭৭ রানের পার্টনারশিপ করেন এই জুটি।

তারপরে ব্যাক্তিগত ৪১ রানে আউট হন আরিফুল, তখনও ম্যাচটি বাংলাদেশ তরুণদের হাতে ছিল। কিছুক্ষণ পর আসে আরও একটি উইকেট। মহম্মদ শিহাবও ৫৪ রান করে আউট হয়ে যান। এরপর বোঝা যায়, ম্যাচটি এবার বাংলাদেশের হাত থেকে বেরিয়ে যেতে শুরু করেছে। তা বুঝতে না বুঝতেই ভারতীয় তরুণদের দুরন্ত বোলিংয়ের সামনে ঝড়ো গতিতে অলআউট হয়ে যায় বাংলাদেশ। আজ বল হাতে ৪ উইকেট নিয়ে ভক্তদের মনের কোণে জায়গা করে নেন সৌম পান্ডে (Saumy Pandey)।

স্কোরকার্ড:

ভারত: ২৫১/৭ (৫০ ওভার)

বাংলাদেশ: ১৬৭ (৪৫.৫ ওভার)

ম্যাচটি ভারতীয় অনুর্ধ্ব-১৯ দল ৮৪ রানে জয়লাভ করেছে।

Whatsapp Group Join
Telegram channel Join

Leave a Reply