ইশান্তের শেষ ৬টি অবিশ্বাস্য বল-IPL 1st Boy হারিয়ে দিল- ব্যর্থ মহম্মদ শামি-র IPL-২৩ এর সেরা বোলিং
মহম্মদ শামি এর দুরন্ত বোলিং এবং হার্দিকের দায়িত্বপূর্ণ ব্যাটিং দিল্লী কে হারাতে পারল না। ইশান্তের শেষ ৬টি অবিশ্বাস্য বল-IPL 1st Boy হারিয়ে দিল- ব্যর্থ মহম্মদ শামি-র IPL-২৩ এর সেরা বোলিং
মহম্মদ শামি এর দুরন্ত বোলিং এর স্যামনে প্রায় দিশেহারা হয়ে গেছিল DC এর ব্যাটসম্যান রা। তিনি একাই প্রায় অর্ধেক ইনিন্স কে শেষ করে দেন। মুলত তার দুরন্ত বোলিং উপর ভর করে DC কে অল্প রানে বেঁধে ছিল GT। এবং বাকি কাজটা করে দিচ্ছিল অধিনায়ক হার্দিক , কিন্তু ইশান্তের শেষ ওভারে ম্যচে কে নিজের পকেটে নিয়ে নিল।
আজকের আইপিএল -এর এক গুরুত্ব পূর্ণ ম্যাচে GT এবং DC মুখোমুখি হয়েছিল , GT এর নিজেদের মাঠে।
নিজেদের মাঠের দর্শকদের সমর্থন -এর পূর্ণ সঠিক ব্যাবহার করে দুরন্ত বোলিং করল GT। আজকের এই খেলায় DC প্রথমে ব্যাট করে। প্রথম থেকেই খেলার রাশ GT এর হাতে চলে যায় । GT বোলার -রা প্রথম থেকেই চেপে ধরে DC কে।মহম্মদ শামি একাই একটার পর একটা উইকেট নিতে থাকে।
DC এর প্রথম শারির সমস্ত ব্যাটারদের প্রায় নিজেই আউট করে দেন। তিনি আজ স্বপ্নের বোলিং করেন। তিনি ৪ অভার বল করে ১১ রান দিয়ে ৪ টি উইকেট নিয়ে নেন।
তার এই দুরন্ত বোলিং এর উপর ভর করে GT , DC কে মাত্র ১৩০ রানে বেঁধে দেয়।
DC স্কোর –
DC এর 130 রানের স্কোর সামনে নিয়ে খেলতে নেমে GT এর ওপেনার রা ভাল শুরু করতে পারে নি। প্রথম দিকে GT এর দুই ওপেনার খুব তাড়াতাড়ি আউট হয়ে যান।
কিন্তু অধিনায়ক হার্দিক তার পর খেলা কে ধরে নেন। এবং অভিনব ও রাহুল কে সঙ্গে নিয়ে লড়াই চালিয়ে যান।
কিন্তু শেষ ওভারে ম্যাচ কে নিজের হাতে নিয়ে নেন দিল্লির অভিজ্ঞ বোলার ইশান্ত শর্মা । তিনি শেষ বলে দিল্লী কে জিতিয়ে দেন।
শেষ বলে দরকার ছিল ৭ রান। GT ১ রান মাত্র করে।
DC ৫ রানে ম্যাচ জিতে যায় ।
GT স্কোর –