নরেন্দ্র মোদী স্টেডিয়াম আহমেদাবাদ পিচ রিপোর্ট | Narendra Modi Stadium Ahmedabad Pitch Report in Bengali
আহমেদাবাদ পিচ রিপোর্ট
নরেন্দ্র মোদী স্টেডিয়াম আহমেদাবাদ পিচ রিপোর্টঃ নরেন্দ্র মোদি স্টেডিয়াম এই মুহূর্তে বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম। এই স্টেডিয়াম টি গুজরাটের আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল স্পোর্টস এনক্লেভে অবস্থিত। নরেন্দ্র মোদি স্টেডিয়াম এর আগের নাম ছিল মোতেরা স্টেডিয়াম।
আজকের এই নিবন্ধে আমরা আপনাকে নরেন্দ্র মোদী স্টেডিয়াম আহমেদাবাদ পিচ রিপোর্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব । আপনি জদি নরেন্দ্র মোদী স্টেডিয়াম আহমেদাবাদ পিচ রিপোর্ট সম্পর্কে সম্পূর্ণ তথ্য জানতে চান তবে এই নিবন্ধ পড়লে আপনি সমস্ত তথ্য পেয়ে জাবেন।
নরেন্দ্র মোদী স্টেডিয়াম আহমেদাবাদ পিচ রিপোর্ট
ক্রিকেট খেলাতে পিচ একটা অনেক বড় ফ্যাক্টর হিসাবে কাজ করে। কারন বিভিন্ন মাঠের পিচের ধরন বিভিন্ন রকমের হয়। কোন কোন মাঠের পিচের ধরন বোলিং সহায়ক আবার কোন কোন মাঠের পিচের ধরন ব্যাটিং সহায়ক হয়। এবং এই বোলিং সহায়ক পিচ গুলির আবার বিভিন্ন রকমের হয়ে থাকে।
নরেন্দ্র মোদী স্টেডিয়াম আহমেদাবাদ পিচ রিপোর্ট কতটা গুরুত্ব পূর্ণ
কোন কোন পিচ জোরে বোলারদের সহায়তা করে আবার কোন কোন পিচ স্পিন বোলারদের সহায়তা করে। তাই পিচ নিয়ে প্রতি দলের খেলোয়াড় , কোচ এবং তার সমর্থকদের ভীষণ চিন্তা থাকে। এবং একথা ঠিক যে এই পিচ অনেক সময় অনেক দলকে ভীষণ ভাবে ম্যাচ জিততে সহায়তা করে।
নরেন্দ্র মোদী স্টেডিয়াম আহমেদাবাদ
নরেন্দ্র মোদি স্টেডিয়াম ভারতের একটি গর্বের বিষয় । নরেন্দ্র মোদি স্টেডিয়াম এ বর্তমানে 132,000 জন দর্শক বসতে পারবেন।নরেন্দ্র মোদি স্টেডিয়াম গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশন দ্বারা পরিচালিত হয় ।
গুজরাটের এই স্টেডিয়ামে বর্তমানে টেস্ট ম্যাচ , একদিনের ম্যাচ,এবং টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচ হতে পারে।
নরেন্দ্র মোদি স্টেডিয়াম টি প্রথম তৈরি হয়েছিল 1983 সালে । তবে এই স্টেডিয়াম টি পরে আবার নতুন তৈরি করা হয় 2006 সালে ।
তবে স্টেডিয়ামটি 2015 সাল থেকে 2020 সাল এর মধ্যে আবার নতুন করে সাজিয়ে তোলা হয়। 2020 সালের ফেব্রুয়ারি তে 800 কোটি (US$110 মিলিয়ন) টাকা ব্যায়ে এই স্টেডিয়াম টি আবার দর্শকদের কাছে আনা হয়।
নরেন্দ্র মোদি স্টেডিয়াম বিশদ বিবরণ
স্টেডিয়াম পুরো নাম: নরেন্দ্র মোদি স্টেডিয়াম
স্টেডিয়াম -এর পূর্বের নাম: মোতেরা ক্রিকেট স্টেডিয়াম এবং সর্দার প্যাটেল স্টেডিয়াম
স্থান : মোতেরা, আহমেদাবাদ, গুজরাট, ভারত।
কারা পরিচালনা করে : গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশন
দর্শক আসন: 132,000
মাঠের আকার: 180 গজ x 150 গজ
মাঠে কি ধরনের ঘাসের ব্যাবহার : অস্ট্রেলিয়ান ঘাস
ফ্লাডলাইট-এর ব্যাবস্থা : ফ্লাডলাইট-এর ব্যাবস্থা আছে
আপিএল এর হোম দল: গুজরাট লায়ন্স
কারা তৈরি করেছে (ঠিকাদার): Populous (reconstruction) , Shashi (former structure)
স্টেডিয়াম কে বেশ কিছু নামে বলা হয় – আহমেদাবাদ ক্রিকেট গ্রাউন্ড | গুজরাট ক্রিকেট স্টেডিয়াম | গুজরাট ক্রিকেট গ্রাউন্ড | নরেন্দ্র মোদী স্টেডিয়াম | নরেন্দ্র মোদী ক্রিকেট গ্রাউন্ড | নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়াম
নরেন্দ্র মোদি স্টেডিয়াম -এর রেকর্ড এবং পরিসংখ্যান
নরেন্দ্র মোদি স্টেডিয়াম -এর T20 পরিসংখ্যান
এখনও পর্যন্ত মোট খেলা: 6টি
প্রথম ব্যাট করে জয় পেয়েছে : ৩ বার
পরে ব্যাট করে জয়: 3
টাই: 0
প্রথম ব্যাট করে গড় স্কোরঃ ১৭৪
সবচেয়ে বেশি স্কোর: ভারত 224/2
সর্বনিম্ন স্কোর: ভারত 124/7
স্কোরিং প্যাটার্ন
150 নিচের স্কোর : 1 বার
150 এবং 169 মধ্যে স্কোর: 2 বার
170 – 189 এর মধ্যে স্কোর: 1 বার
190 উপরের স্কোর: 2 বার
নরেন্দ্র মোদি স্টেডিয়াম -এর ওডিআই পরিসংখ্যান
এখনও পর্যন্ত মোট খেলা: 26টি
প্রথম ব্যাট করে জয় পেয়েছে: 14
পরে ব্যাট করে জয়: 12
টাই: 0
প্রথম ব্যাট করে গড় স্কোরঃ ২৪২
সবচেয়ে বেশি স্কোর: দক্ষিণ আফ্রিকা 365/2
সর্বনিম্ন স্কোর: জিম্বাবুয়ে ৮৫/১০
স্কোরিং প্যাটার্ন
২০০ নিচের স্কোর : ৬ বার
২০০ থেকে ২৪৯ এর মধ্যে – ৭ বার
250 এবং 299 মধ্যে – 9 বার
300 উপরে স্কোর : 4
নরেন্দ্র মোদী স্টেডিয়াম আহমেদাবাদ পিচ রিপোর্ট
নরেন্দ্র মোদি স্টেডিয়াম এর পিচ বরাবর ব্যাটিং সহায়ক বা একে আপনি Sporting সহায়ক পিচ বলতে পারেন। এই পিচে বোলারদের থেকে ব্যাটসম্যানরা সবসময় ভাল খেলেন। এবং আপনি পরিসংখ্যান দেখলে বুঝতে পারেবেন যে এই পিচে সমসময় হাই স্কোর হয়ে থাকে। তবে ম্যচের শুরুর দিকে ফাস্ট বোলাররা অনেকটা উপকৃত হবেন। বরাবর সারফেসে বেশি বাউন্স থাকে। তবে ম্যাচের শেষের দিকে স্পিন কিছুটা কাজ করেতে পারে। তবে পিচ ব্যাটার দের যে সুবিধা দেবে তা আর বলার নয় । তবে এই মাঠ বেশ বড় , সে ক্ষেত্রে ছয়ের চেয়ে চার বেশি দেখা দেয় । T20 ম্যাচে পরের দিকে কিছুটা স্পিন সহায়ক পিচ হলেও টসে জিতে সব দলের অধিনায়ক প্রথমে বল করতে চায় ।
নরেন্দ্র মোদি স্টেডিয়াম তথ্য
পরিচালন কমিটি – গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশন।
কবে তৈরি হয় – 12 নভেম্বর 1983
ঠিকানা – স্টেডিয়াম Rd, Motera, আহমেদাবাদ, গুজরাট। PIN- 380005
অফিসিয়াল ওয়েবসাইট – www.gujaratcricketassociation.com
যোগাযোগের নম্বর: টেলিফোন: 079-35201090/91 +91 9909088112
ই-মেইল: [email protected]
Tenants
- Indian Cricket Team
(1983–present) - Gujarat cricket team
(1983–present) - Rajasthan Royals
(2010 & 2014) - Gujrat Lions (2022-present)
নরেন্দ্র মোদী স্টেডিয়াম আহমেদাবাদ এর আন্তর্জাতিক ম্যাচের ইতিহাস
- First Test: 12–16 November 1983: India v West Indies
- Last Test: 4–8 March 2021 India vs England
- First ODI: 5 October 1984, India vs Australia
- Last ODI: 6 November 2014: India vs Sri Lanka
- First T20I: 28 December 2012 : India vs Pakistan
- Last T20I: 20 March 2021, India vs England
- First women’s ODI: 12 March 2012: India vs Australia
- Last women’s ODI: 12 April 2013: Australia Vs Bangladesh
- First women’s T20: 22 January 2011: India v West Indies
- Last women’s T20: 24 January 2011: India v West Indies
নরেন্দ্র মোদী স্টেডিয়াম আহমেদাবাদ পিচ রিপোর্ট বোলিং না ব্যাটিং ?
নরেন্দ্র মোদী স্টেডিয়াম আহমেদাবাদ পিচ এ সাধারনত ব্যাটসম্যান দের সহায়তা করে।
নরেন্দ্র মোদী স্টেডিয়াম আহমেদাবাদ পিচ লো স্কোর না হাই স্কোর ম্যাচ হয় ?
নরেন্দ্র মোদী স্টেডিয়াম আহমেদাবাদ পিচ -এ হাই স্কোর ম্যাচ হয়