You are currently viewing নিউজিল্যান্ড বোলারদের সামনে আত্মসমর্পণ আফগানদের , ১৪৯ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জিতল নিউজিল্যান্ড- দেখুন ম্যাচ রিপোর্ট –

নিউজিল্যান্ড বোলারদের সামনে আত্মসমর্পণ আফগানদের , ১৪৯ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জিতল নিউজিল্যান্ড- দেখুন ম্যাচ রিপোর্ট –

Rate this post

বিশ্বকাপ ২০২৩ দুরন্ত গতিতে এগোচ্ছে, প্রতিদিন নতুন নতুন কিছু রেকর্ড তৈরি হচ্ছে। সাড়া বিশ্বের ক্রিকেট প্রেমীরা ক্রিকেট কে চেটেপুটে খাচ্ছে। ক্রিকেট জ্বরে সাড়া বিশ্ব এখন সত্যিই কাবু হয়ে পড়েছে।

আজকের বিশ্বকাপ ২০২৩ এর এক গুরুত্বপূর্ণ ম্যাচে নিউজিল্যান্ড ও আফগানিস্থান পরস্পরের মুখোমুখি হয়েছিল । এই আফগানদের জন্য ছিল ভীষণ এক গুরুত্বপূর্ণ ম্যাচ। কারণ গত ম্যাচে আফগানরা ইংল্যান্ড কে হারিয়ে বিশ্বকাপে সবচেয়ে বড় অঘটন ঘটিয়ে ফেলেছিল । এবং আফগান সমর্থক রা ভেবেছিল যে আজকেও তারা নতুন কিছু অঘটন ঘটাবে । এবং আফগানরা জিতলে তারা সেমিফাইনালের দিকে এক পা এগিয়ে যাবে।

(responsive)

অপরপক্ষে নিউজিল্যান্ড এই বিশ্বকাপ ২০২৩ খুব ভাল অবস্থায় আছে। তারা এই বিশ্বকাপ ২০২৩ দুরন্ত ফর্মে খেলছে। এবং পয়েন্ট টেবিলে ভারতের পরেই তাদের স্থান । তাই তারা ও এই ম্যাচে জিতে সেমিফাইনাল কে পাকা করতে চাইছে।

আজকের ম্যাচে আফগানিস্থান দল টসে জিতে বল করার সিধান্ত নেয়।

নিউজিল্যান্ড দল শুরু থেকে খেলা নিজেদের হাতে রাখে, তারা ওপেনার ইয়ং দুরন্ত ব্যাট করেন। যদিও আফগান বোলাররা বেশ ভাল বল করছিল এবং নিউজিল্যান্ড ব্যাটার দের দ্রুত রান নেওয়া থেকে বিরত রাখছিলেন। নিউজিল্যান্ড হয়ে টম ল্যাথাম ও ফিলিপ্স দুরন্ত খেলেন।

নিউজিল্যান্ড দল তাদের ইনিংস ২৮৮ রানে শেষ করে।

গ্লেন ফিলিপ্স ৭১ এবং টম ল্যাথাম করেন ৬৮ রান

২৮৮ রান সামনে নিয়ে খেলতে নেমে আফগানিস্থান দল নিয়মিত ব্যাবধানে আউট হতে থাকে। আফগানিস্থান কোন ব্যাটসম্যান আজ ভাল খেলতে পারে নি।

আফগানিস্থান এর ইনিংস ১৩৯ রানে শেষ হয়ে যায়।

নিউজিল্যান্ড ১৪৯ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জিতে নেয়।

নিউজিল্যান্ড এর পখ্যে ফারগুন্সন ৩ টি,

স্নাটনার – ৩ টি , ট্রেন্ট – ২ উইকেট নেন।

ম্যান অফ দা ম্যাচ – গ্লেন ফিলিপ্স

বন্ধুরা পোস্টটিকে অবশ্যই কিন্তু একটা লাইক দেবেন, কোন মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করবেন।

Whatsapp Group Join
Telegram channel Join

Leave a Reply