You are currently viewing শুভমান-ঝড়ে শুরু, তারপর  বিরাট-সুনামির ধ্বংসলীলা,  বাংলাদেশ ডুবল পদ্মার জলে, ভারত সেমিফাইনালে – পড়ুন বিস্তারিত ম্যাচ রিপোর্ট

শুভমান-ঝড়ে শুরু, তারপর বিরাট-সুনামির ধ্বংসলীলা, বাংলাদেশ ডুবল পদ্মার জলে, ভারত সেমিফাইনালে – পড়ুন বিস্তারিত ম্যাচ রিপোর্ট

4.5/5 - (4 votes)

ভারত বাংলাদেশ কে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করল। বিশ্বকাপের আজকের গুরুত্বপূর্ণ ম্যাচে বিরাটের দুরন্ত ব্যাটিং দেখল সারা বিশ্ব, এবং সেই ব্যাটিং এ ঝলসে গেল বাংলাদেশ। বাংলাদেশ কে হারিয়ে ভারত ভাল চলে গেল সেমিফাইনালে।

আজকের মায়চে দুরন্ত সেঞ্চুরি করেন বিরাট তিনি ৬ টি ৪ এবং ৪ টি দুরন্ত ছয়ের সাহায্যে ১০৩ রানে অপরাজিত থেকে যান। তিনি খেলেন মাত্র ৯৭ বল।

(responsive)

বিশ্বকাপ ২০২৩ শুরু হয়েছে ৫ অক্টোবর থেকে, এবং তার পর থেকে বিশ্বকাপ ২০২৩ দুরন্ত গতিতে এগোচ্ছে, প্রতিদিন নতুন নতুন কিছু রেকর্ড তৈরি হচ্ছে। সাড়া বিশ্বের ক্রিকেট প্রেমীরা ক্রিকেট কে সুন্দর ভাবে উপভোগ করেছনে। ক্রিকেট জ্বরে সাড়া বিশ্ব এখন সত্যিই কাবু হয়ে পড়েছে।

N.B –

বন্ধুরা যদি Dream11 বা অন্য যেকোন ফ্যান্টাসি এপ (Fantasy APP) থেকে কিভাবে আয় করবেন তার সমস্ত খবর পেতে চান তবে অবশ্যই ডান পাশে বা নিচে “join WhatsApp Group” আইকনে ক্লিক করে WhatsApp গ্রুপে জুক্ত হয়ে যান। এই গ্রুপে আমরা এই বিশয়ে সমস্ত তথ্য দেব, সামনেই বিশ্বকাপ আপনারা এখান থেকে আয় করতে পারেন ।

আজকের বিশ্বকাপ ২০২৩ এর এক গুরুত্বপূর্ণ ম্যাচে ভারত ও বাংলাদেশ পরস্পরের মুখোমুখি হয়েছিল । এই ম্যাচ ভারতের থেকে ও বাংলাদেশ জন্য ছিল ভীষণ এক গুরুত্বপূর্ণ ম্যাচ। কারণ পরের পর্যায়ে যেতে হলে এই ম্যাচ বাংলাদেশ কে জিততে হতো।

অপরপক্ষে বাংলাদেশ এই বিশ্বকাপ ২০২৩ খুব ভাল অবস্থায় আছে। তারা এই বিশ্বকাপ ২০২৩ দুরন্ত ফর্মে খেলছে। এবং পয়েন্ট টেবিলে উপরের দিকে তাদের স্থান । তাই তারা ও এই ম্যাচে জিতে সেমিফাইনাল কে পাকা করতে চাইছে।

আজকের ম্যাচে বাংলাদেশ দল টসে জিতে ব্যাট করার সিধান্ত নেয়।

বাংলাদেশ দলের শুরুটা কিন্তু বেশ ভালই হয় । দুই ওপেনার ব্যাটার দুরন্ত শুরু করেন। শুরুতে জসপ্রিত ছাড়া বাকি সব ভারতীয় বোলার কে এই দুই ব্যাটার ভালই খেলেন।

কিন্তু এই দুই ব্যাটার আউট হতেই ভারতীয় বোলাররা ম্যাচ নিজেদের হাতে নিয়ে নেয়। নিয়মিত ব্যবধানে আউট হতে থাকে পরের ব্যাটাররা।

কিন্তু যখন ভারতীয় বোলাররা মার খচ্ছিল তখন জল পানের সময় রোহিত সমস্ত প্লেয়ার কে নিয়ে একটি মিটিং করতে দেখা যায়, এবং এর পরই বাংলাদেশের এক এক করে ব্যাটার আউট হতে থাকে।

ভারতীয় স্পিনাররা দুরন্ত বল করেন। স্পিনাররা আসার পর বাংলাদেশ ব্যাটিং হুড়মুড়িয়ে পড়তে থাকে।

বাংলাদেশের হয়ে তাঞ্জিত হাসান ৫১ এবং লিটন দাস ৬৬ রান করেন।

ভারতীয় বোলারদের মধ্যে রবিন্দ্র জাদেজা ২ টি এবং

জসপ্রিত – ২

সিরজ – ২ টি

কুলদিপ – ১

বাংলাদেশ ইনিংস রানে শেষ হয়ে যায় ২৫৬ রানে । বাংলাদেশ ৮ উইকেট হারিয়ে করে ২৫৬ রান

২৫৬ রান সামনে রেখে খেলতে নেমে ভারত শুরু থেকেই দুরন্ত ব্যাটিং শুরু করে।

শুভমান, রোহিত দুই জনেই আজ মারমুখি মেজাজে ছিলেন। শুভমান ঝড়ে বাংলাদেশ বোলাররা প্রথমেই শুয়ে পড়ে। তার পর শুরু হয় বিরাট তাণ্ডব এবং ম্যাচ জিতিয়ে চেজ মাস্টার ফেরেন সাজঘরে।

Shubman Gill Father in law wife, Cricketer Biography, Birth, Wife, Family, Salary, Net Worth | Shubman Gill Wife

শুভমান – ৫৩,

রোহিত – ৪৮

বিরাট – ১০৩ .

ভারত ৪১.৩ বলে ৩ উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয় ।

৭ উইকেটে ভারত বাংলাদেশ কে হারিয়ে দেয়।

বন্ধুরা পোস্টটিকে অবশ্যই কিন্তু একটা লাইক দেবেন, কোন মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করবেন।

বন্ধুরা অবশ্যই এই পোস্টটিকে লাইক দেবেন এবং যদি কোন মন্তব্য থাকে তো অবশ্যই কমেন্ট করবেন।

বন্ধুরা ক্রিকেটের সমস্ত খবর নিয়মিত পেতে

বা Dream11 বা অন্য যেকোন ফ্যান্টাসি এপ (Fantasy APP) থেকে কিভাবে আয় করবেন তার সমস্ত খবর পেতে

অবশ্যই ডান পাশে বা নিচে “join WhatsApp Group” আইকনে ক্লিক করে WhatsApp গ্রুপে জুক্ত হয়ে যান।

এই গ্রুপে ক্রিকেটের সমস্ত খবর এবং ফ্যান্টাসি এপ (Fantasy APP) থেকে আয় -এর সমস্ত খবর পেতে থাকবেন।

নিচে ও পাশে দেওয়া লিঙ্ক থেকে আমাদের  WhatsApp -এ গ্রুপে মেম্বার হতে পারেন।

Whatsapp Group Join
Telegram channel Join

Leave a Reply