বিশ্বকাপ ২০২৩ কে অনেকে রেকর্ডের বিশ্বকাপ বলে অভিহিত করছেন। নতুন নতুন রেকর্ড প্রতিদিন তৈরি হচ্ছে। প্রতিটি খেলোয়াড় নিজদের উজার করে দেওয়ার জন্য তারা সবরকম প্রচেষ্টা চালাচ্ছেন।বিশ্বকাপে গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার পরস্পরের বিরুদ্ধে খেলছিল।এবং এই ম্যাচেই দঃ আফ্রিকান তারাকা ব্যাটার-উইকেট কিপার কুইন্টন ডি কক ১৬ বছরের পুরনো বিশ্বকাপের রের্কড ভেঙেদিলেন।
কুইন্টন ডি কক বিশ্বকাপের পর আর তিনি একদিনের ক্রিকেট খেলবেন না, এটা তিনি আগেই জানিয়ে দিয়েছিলেন । এই বিশ্বকাপে তিনি প্রতি দলের বিরুদ্ধে তিনি ব্যাট হাতে রীতিমতো তান্ডব চালাচ্ছেন।
বিশবকাপের এক গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা প্রথমে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। দুই ওপেনার কুইন্টন ডি কক এবং রিজা রাফায়েল ওপেনিং করতে আসেন। রিজা ব্যাট হাতে ব্যার্থ হলেও কুইন্টন ডি কক বাংলাদেশের বোলারদের কচুকাটা করতে থাকেন।
তিনি এই গুরুত্বপূর্ণ ম্যাচে ১৪০ বলে ১৫ টি চার এবং ৭ টি ছয়ের মাধ্যমে ১৭৪ রানের এক অবিশ্বাস্য ইনিংস খেলেন। এরফলে ডি কক ১৬ বছরের পুরনো অস্ট্রেলিয়ান তারকা অ্যাডাম গিলক্রিস্টের বিশ্বকাপ রেকর্ড ভেঙে দেন। তিনি এই মুহূর্তে উইকেট কিপার হিসাবে বিশ্বকাপে এক ইনিংসে সর্বোচ্চ রান সংগ্রহকারী। অ্যাডাম গিলক্রিস্ট ২০০৭ সালের বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ১৪৯ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন।
এছাড়াও কুইন্টন ডি কক দক্ষিণ আফ্রিকার প্রথম ব্যাটসমান যিনি এক বিশ্বকাপে ৩ টি শতরান করলেন। এর আগে এই বছর বিশ্বকাপে তিনি শ্রীলঙ্কার এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত শতরান করেছেন। অন্যদিকে ডি কক এখনও পর্যন্ত দেশের হয়ে ১৪৯ ম্যাচে ৬৪০৯ রান করেছেন। এই পারফরম্যান্সের দেখে সমর্থক থেকে বিশেষজ্ঞরা মনে করছেন তিনি আরও কয়েক বছর একইভাবে অবসর না নিয়ে একদিনের ক্রিকেট খেলে যেতে পারবেন।
বন্ধুরা অবশ্যই এই পোস্টটিকে লাইক দেবেন এবং যদি কোন মন্তব্য থাকে তো অবশ্যই কমেন্ট করবেন ও বন্ধুদের শেয়ার করবেন।
বন্ধুরা ক্রিকেটের সমস্ত খবর নিয়মিত পেতে –
বা Dream11 বা অন্য যেকোন ফ্যান্টাসি এপ (Fantasy APP) থেকে কিভাবে আয় করবেন তার সমস্ত খবর পেতে
অবশ্যই ডান পাশে বা নিচে “join WhatsApp Group” আইকনে ক্লিক করে WhatsApp গ্রুপে জুক্ত হয়ে যান।
এই গ্রুপে ক্রিকেটের সমস্ত খবর এবং ফ্যান্টাসি এপ (Fantasy APP) থেকে আয় -এর সমস্ত খবর পেতে থাকবেন।
নিচে ও পাশে দেওয়া লিঙ্ক থেকে আমাদের WhatsApp -এ গ্রুপে মেম্বার হতে পারেন।