You are currently viewing “রোহিত নিজের জন্য খেলে না তাই শতরান কম, খেলে নিঃস্বার্থ ভাবে …..”,  গৌতম গম্ভীরের খোঁচা অনেক প্লেয়ার কে, বললেন অনেক কিছু –

“রোহিত নিজের জন্য খেলে না তাই শতরান কম, খেলে নিঃস্বার্থ ভাবে …..”, গৌতম গম্ভীরের খোঁচা অনেক প্লেয়ার কে, বললেন অনেক কিছু –

Rate this post

ভারতীয় দলের প্রাক্তন ওপেনার গৌতম গম্ভীর ২৯ তারিখ ভারত ইংল্যান্ড ম্যাচের পর বেশ কিছু মন্তব্য করলেন এই মন্তব্য থেকে সারা দেশে ভীষণ শোরগোল পড়ে গেছে।

তিনি আজ তির্যক ভাবে ভারতীয় রান মেশিন বিরাট কে নিশানা করেছেন । এবং এতে বিরাটের সমর্থক রা ভীষণ ক্ষুব্ধ । আজ প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে কোহলিকে ইঙ্গিত করেছেন গম্ভীর। আজ ভারত বনাম ইংল্যান্ড (India vs England) ম্যাচে স্টার স্পোর্টস ধারাভাষ্য প্যানেলে ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) প্রশংসা করে বিরাটকে খোঁচা মেরেছেন গম্ভীর।

(responsive)

স্টার স্পোর্টসের ধারাভাষ্য দেওয়ার সময় তিনি রোহিতের প্রচুর প্রশংসা করেন ।

তিনি বলেন –

“রোহিত শর্মা চাইলে এতদিনে ৪০-৪৫ টি সেঞ্চুরি করে নিত, কিন্তু সে সেঞ্চুরির প্রতি আচ্ছন্ন নয়। সে নিঃস্বার্থ ভাবে দলের জন্য খেলে।”

এছাড়া গৌতম গম্ভীর আর বলেন যে –

, “একমাত্র সেই প্রকৃত নেতা, যে দলকে জেতাতে চায়, নিজের ব্যাক্তিগত রেকর্ডের কথা না ভেবে। আর রোহিত বিশ্বকাপে সেটাই করে দেখাচ্ছে। বিশ্বকাপে দলকে সামনে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি সে ভালো খেলছে।”

আজ ভারত বনাম ইংল্যান্ড ম্যাচের শুরু হওয়ার সময় রান করার বিষয় নিয়ে কথাবার্তা ব্লার সময় গম্ভীর আরও বলেছেন –

“আপনাকে দেখতে হবে, আপনার লক্ষ্য ১০০ রান করা নাকি দলকে জেতানো। যদি আপনার লক্ষ্য ১০০ করা হয়, তাহলে আপনি ১০০-এর দিকে যান। আর তা না হলে, আপনাকে দলের কথা ভেবে ম্যাচে ফোকাস করতে হবে।”

তবে এই কথা বলার সময় তিনি কোন প্লেয়ার-এর নাম নেননি। কিন্তু ভক্তরা ধরে নিয়েছেন, বিষয়টি বিরাটকে ইঙ্গিত করেছেন তিনি।

চলতি বিশ্বকাপে গত দুই ম্যাচে যেভাবে বিরাট শতরানের জন্য খেলেছেন, তাই হয়তো সেই কথাকেই খোঁচা মেরে বলেছেন গম্ভীর। অন্যদিকে রোহিত নিজের অর্ধশতরান এবং শতরানের কাছে এসেও, নিজের দলের দিকে না তাকিয়ে রান বাড়ানোর জন্য বিগ শট নিতে থাকেন তিনি। শুধু গম্ভীর নন, রোহিতের এই খেলাকে ক্রিকেটমহলে আরও অনেকেই প্রশংসা করে ভরিয়ে দিয়েছেন।

বন্ধুরা অবশ্যই এই পোস্টটিকে লাইক দেবেন এবং যদি কোন মন্তব্য থাকে তো অবশ্যই কমেন্ট করবেন ও বন্ধুদের শেয়ার করবেন।

বন্ধুরা ক্রিকেটের সমস্ত খবর নিয়মিত পেতে

বা Dream11 বা অন্য যেকোন ফ্যান্টাসি এপ (Fantasy APP) থেকে কিভাবে আয় করবেন তার সমস্ত খবর পেতে

অবশ্যই ডান পাশে বা নিচে “join WhatsApp Group” আইকনে ক্লিক করে WhatsApp গ্রুপে জুক্ত হয়ে যান।

এই গ্রুপে ক্রিকেটের সমস্ত খবর এবং ফ্যান্টাসি এপ (Fantasy APP) থেকে আয় -এর সমস্ত খবর পেতে থাকবেন।

নিচে ও পাশে দেওয়া লিঙ্ক থেকে আমাদের  WhatsApp -এ গ্রুপে মেম্বার হতে পারেন।

Whatsapp Group Join
Telegram channel Join

Leave a Reply