ইডেন গার্ডেন পিচ রিপোর্ট আজকের | Narendra Modi Stadium Ahmedabad Pitch Report in Bengali
ইডেন গার্ডেন পিচ রিপোর্ট আজকের: কলকাতা ইডেন গার্ডেন এই মুহূর্তে বিশ্বের অন্যতম ক্রিকেট স্টেডিয়াম।ইডেন গার্ডেন ভারতের একটি প্রাচীন এবং ভারতের ২য় বড় স্টেডিয়াম ।
আজকের এই নিবন্ধে আমরা আপনাকে ইডেন গার্ডেন পিচ রিপোর্ট আজকের সম্পর্কে বিস্তারিত আলোচনা করব । আপনি জদি ইডেন গার্ডেন পিচ রিপোর্ট আজকের সম্পর্কে সম্পূর্ণ তথ্য জানতে চান তবে এই নিবন্ধ পড়লে আপনি সমস্ত তথ্য পেয়ে জাবেন।
ইডেন গার্ডেন পিচ রিপোর্ট আজকের
ক্রিকেট খেলাতে পিচ একটা অনেক বড় ফ্যাক্টর হিসাবে কাজ করে। কারন বিভিন্ন মাঠের পিচের ধরন বিভিন্ন রকমের হয়। কোন কোন মাঠের পিচের ধরন বোলিং সহায়ক আবার কোন কোন মাঠের পিচের ধরন ব্যাটিং সহায়ক হয়। এবং এই বোলিং সহায়ক পিচ গুলির আবার বিভিন্ন রকমের হয়ে থাকে।
ইডেন গার্ডেন পিচ রিপোর্ট কতটা গুরুত্ব পূর্ণ
কোন কোন পিচ জোরে বোলারদের সহায়তা করে আবার কোন কোন পিচ স্পিন বোলারদের সহায়তা করে। তাই পিচ নিয়ে প্রতি দলের খেলোয়াড় , কোচ এবং তার সমর্থকদের ভীষণ চিন্তা থাকে। এবং একথা ঠিক যে এই পিচ অনেক সময় অনেক দলকে ভীষণ ভাবে ম্যাচ জিততে সহায়তা করে। তাই যে সমস্ত দল ইডেন গার্ডেন এ খেলবে তাদের ক্ষেত্রে ইডেন গার্ডেন পিচ রিপোর্ট ভীষণ দরকারি ।
ইডেন গার্ডেন ভারতের অন্যতম ক্রিকেট স্টেডিয়াম
ইডেন গার্ডেন ভারতের একটি গর্বের বিষয় । ইডেন গার্ডেন এ বর্তমানে ৬৮০০০ জন দর্শক বসতে পারবেন।ইডেন গার্ডেন স্টেডিয়াম পশ্চিমবঙ্গের CAB ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল দ্বারা পরিচালিত হয় ।
পশ্চিমবঙ্গের এই স্টেডিয়ামে বর্তমানে টেস্ট ম্যাচ , একদিনের ম্যাচ,এবং টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচ হতে পারে।
ইডেন গার্ডেন স্টেডিয়াম টি প্রথম তৈরি হয়েছিল 1864 সালে । তবে এই স্টেডিয়াম টি পরে আবার অনেকবার সংস্কার হয়েছে ।
ইডেন গার্ডেন স্টেডিয়াম কে এশিয়ার লর্ডস বলা হয়। ইডেন গার্ডেন স্টেডিয়াম MCG সহ বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামগুলির মধ্যে একটি।
ইডেন গার্ডেন স্টেডিয়াম বিশদ বিবরণ
স্টেডিয়াম পুরো নাম: ইডেন গার্ডেন স্টেডিয়াম
স্থান : কলকাতা , পশ্চিমবঙ্গ, ভারত।
কারা পরিচালনা করে : CAB বা ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল
দর্শক আসন: ৬৮০০০
মাঠের আকার: 76m straight , offside 66 Meters and onside 69 Meters,
মাঠে কি ধরনের ঘাসের ব্যাবহার : ঘাস-এর ব্যাবহার
ফ্লাডলাইট-এর ব্যাবস্থা : ফ্লাডলাইট-এর ব্যাবস্থা আছে
আপিএল এর হোম দল: কেকেআর
কারা তৈরি করেছে (ঠিকাদার): HCP Design, Planning, and Management Pvt. Ltd
ইডেন গার্ডেন স্টেডিয়াম -এর রেকর্ড এবং পরিসংখ্যান
ইডেন গার্ডেন স্টেডিয়াম -এর T20 পরিসংখ্যান
এখনও পর্যন্ত মোট খেলা: ১০ টি
প্রথম ব্যাট করে জয় পেয়েছে : ৪ বার
পরে ব্যাট করে জয়: ৬
টাই: 0
প্রথম ব্যাট করে গড় স্কোরঃ ১৫৩
সবচেয়ে বেশি স্কোর: পাকিস্থান ২০১/৫
সর্বনিম্ন স্কোর: বাংলাদেশ ৭০/১০
স্কোরিং প্যাটার্ন
150 নিচের স্কোর : 4 বার
150 এবং 169 মধ্যে স্কোর: 3 বার
170 – 189 এর মধ্যে স্কোর: 2 বার
190 উপরের স্কোর: 1 বার
ইডেন গার্ডেন স্টেডিয়াম -এর ওডিআই পরিসংখ্যান
এখনও পর্যন্ত মোট খেলা: 29টি
প্রথম ব্যাট করে জয় পেয়েছে: 18
পরে ব্যাট করে জয়: 11
টাই: 0
প্রথম ব্যাট করে গড় স্কোরঃ 257
সবচেয়ে বেশি স্কোর: India 404/5
সর্বনিম্ন স্কোর: India 120/10
স্কোরিং প্যাটার্ন
২০০ নিচের স্কোর : 5 বার
২০০ থেকে ২৪৯ এর মধ্যে – 7বার
250 এবং 299 মধ্যে – 11 বার
300 উপরে স্কোর : 6
ইডেন গার্ডেন স্টেডিয়াম পিচ রিপোর্ট
ইডেন গার্ডেন স্টেডিয়াম এর পিচ টি – ২০ ম্যাচের জন্য বরাবর ব্যাটিং সহায়ক হয় বা একে আপনি Sporting সহায়ক পিচ বলতে পারেন। এই পিচে বোলারদের থেকে ব্যাটসম্যানরা সবসময় ভাল খেলেন। এবং আপনি পরিসংখ্যান দেখলে বুঝতে পারেবেন যে এই পিচে সমসময় হাই স্কোর হয়ে থাকে। তবে ম্যচের শুরুর দিকে ফাস্ট বোলাররা অনেকটা উপকৃত হবেন। বরাবর সারফেসে বেশি বাউন্স থাকে।
তবে মজার বা আনন্দের কথা কেকেআর টিম CSK ম্যাচে হেরে গেলেও তার পরে আবার দুরন্ত জয় পেয়েছে। টিমের বোলিং এবং ব্যাটিং সব বিভাগ খুবই ভাল। এই কেকেআর দলে বিশ্বের প্রথম সারির ফাস্ট বোলার যেমন আছে। তেমন স্পিন বিভাগ ও দুরন্ত।
তাই সমস্ত দিক থেকে বিবেচনা করলে এই ম্যাচ কেকেআর এর সঙ্গে জেতে পারে।
তবে সুত্রের খবর অনুযায়ী কেকেআর আজকের স্পিন নির্ভর দল গঠন করতে, পারে কারন বিপরীত দলে স্পিন দুর্বলতা আগে দেখা গেছে। এবং কেকেআর দলে বেশ কিছু নির্ভরযোগ্য স্পিনার আছে।
কেকেআর এর ক্ষেত্রে সুবিধা কেকেআর টিমে বরুণ , নারিন- দের মত দুরন্ত স্পিনার আছে , সেক্ষেত্রে ক্লকাতার দলটি বাড়তি সুভিধা পাবে।
এখন দেখার বিষয় পিচ কোন দলকে বেশী সাহায্য করে ।
ইডেন গার্ডেন স্টেডিয়াম তথ্য
পরিচালন কমিটি – CAB বা ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল ।
কবে তৈরি হয় – 1864
ঠিকানা – Maidan, B.B.D. Bagh, Kolkata, West Bengal 700021
অফিসিয়াল ওয়েবসাইট – www.cricketassociationofbengal.com
যোগাযোগের নম্বর: টেলিফোন: (033) 2248 0411,(033) 2248 2447
ই-মেইল: [email protected]
Tenants
- India national cricket team
- Bengal cricket team
- Kolkata Knight Riders
ইডেন গার্ডেন স্টেডিয়াম এর আন্তর্জাতিক ম্যাচের ইতিহাস
- First Test: 5–8 January 1934: India v England
- Last Test: 22–24 November 2019: India vs Bangladesh
- First ODI: 18 February 1987, India vs Pakistan
- Last ODI: 21 September 2017: India vs Australia
- First T20I: 29 October 2011 : India vs England
- Last T20I: 21 November 2021, India vs New Zealand
- First women’s ODI: 1 January 1978: India vs England
- Last women’s ODI: 9 December 2005: India vs England
ইডেন গার্ডেন স্টেডিয়াম পিচ রিপোর্ট বোলিং না ব্যাটিং ?
ইডেন গার্ডেন স্টেডিয়াম পিচ পিচ এ সাধারনত ব্যাটসম্যান সাহায্য পেলেও পুরো ব্যাটিং সহায়ক উইকেট হয় না। পরের দিকে স্পিনাররা বেশ ভাল সহায়তা পায় ।
ইডেন গার্ডেন স্টেডিয়াম পিচ লো স্কোর না হাই স্কোর ম্যাচ হয় ?
ইডেন গার্ডেন স্টেডিয়াম পিচ -এ খুব একটা হাই স্কোর ম্যাচ হয় না, পিচ স্পিন সহায়ক হয়।