You are currently viewing “বিশ্বকাপে শচিনকে কাঁধে বয়ে নিয়ে যাওয়া বিরাট আজ শচিনের কাঁধে কাঁধ মিলিয়ে ভারতেকে এগিয়ে নিয়ে যাচ্ছে  ….. ” আবেগে চীৎকার করে ধারাভাষ্য -এ বলে উঠলেন – ইরফান পাঠান –

“বিশ্বকাপে শচিনকে কাঁধে বয়ে নিয়ে যাওয়া বিরাট আজ শচিনের কাঁধে কাঁধ মিলিয়ে ভারতেকে এগিয়ে নিয়ে যাচ্ছে ….. ” আবেগে চীৎকার করে ধারাভাষ্য -এ বলে উঠলেন – ইরফান পাঠান –

Rate this post

ভারতীয় রান মেশিন , চেজ মাস্টার, বিরাট ছুয়ে ফেললেন ক্রিকেটের ঈশ্বরকে, আজ ৪৯ তম সেঞ্চুরি করে তিনি এই অসম্ভব কে সম্ভব করলেন। তিনি আজ ১১৯ বলে ১০ টি চার এর সাহাজ্যে এই সেঞ্চুরি করেন।

শনিবার, 05 নভেম্বর ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে আইসিসি বিশ্বকাপ 2023 ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তার 49তম ওডিআই সেঞ্চুরি করার সময় বিরাট কোহলি শচীন টেন্ডুলকারের সমান করেন। মাইলফলক ছুঁতে তিনি 119 বলে সেঞ্চুরি করেন। যেখানে শচীন 452 ইনিংসে এটি অর্জন করেছিলেন, কোহলি মাত্র 277 ইনিংসে করেছিলেন। নিউজিল্যান্ডের রস টেলর এবং অস্ট্রেলিয়ার মিচেল মার্শের পর জন্মদিনে বিশ্বকাপে সেঞ্চুরি করা কোহলি মাত্র তৃতীয় ব্যাটার। ইডেন গার্ডেনের এই মাঠেই কোহলি তার প্রথম সেঞ্চুরি করেছিলেন।

(responsive)

কোহলিও এক ক্যালেন্ডার বছরে 1000 রানের মাইলফলক ছুঁয়েছেন। এর সাথে তিনি শচীনকে ছাড়িয়ে আরও একটি রেকর্ড গড়েছিলেন কারণ এটি অষ্টমবার যে কোহলি একটি ক্যালেন্ডার বছরে 1000 ওয়ানডে রানে পৌঁছেছিলেন। শচীন তার ক্যারিয়ারে মাত্র ৭ বার এক ক্যালেন্ডার বছরে 1000 রান করেছিলেন।

বিশ্বকাপ ২০২৩ ভারতীয় ক্রিকেটের জন্য ভীষণ উৎসবের একটা বিশ্বকাপে পরিণত হছে। ভারতীয় দল এই বিশ্বকাপে দুরন্ত গতিতে এগিয়ে চলেছে .। ভারত এখন পর্যন্ত কোন ম্যাচে না হেরে সেমিটে পৌঁছে গেছে। বলতে বলতে বিশ্বকাপ ২০২৩ অর্ধেক রাস্তা অতিক্রম করে লিগ পর্যায়ের শেষের দিকে চলে এসেছে, বিশ্বকাপ এখন রুদ্ধশ্বাস যায়গায় এসেছে। প্রতিদিন এখন নতুন নতুন রেকর্ড তৈরি হচ্ছে। প্রতিদিন কোন না কোন অঘটন ঘটছে । সমস্ত ক্রিকেট বিশ্ব তকিয়ে আছে পয়েন্ট টেবিলের দিকে। কোন ৪টি দল সেমিফাইনালে যাবে যাবে তার জন্য জমজমাট লড়াই চলছে। নীচের সারির দল গুলো ও ভীষণ লড়াই করছে, ৩ নং এবং ৪ নং স্থানের জন্য প্রায় প্রতিটি নীচের সারির দলই লড়াই করছে । তবে ভারতীয় সমর্থকদের জন্য আর এসব নিয়ে চিন্তা নেই , তাদের চিন্তা ভারত অজেয় থেকে বিশ্বকাপ ঘরে আনতে পারবে কিনা।

আজকের এক ভীষণ গুরুত্বপূর্ণ ম্যাচে ভারত ও দঃ আফ্রিকা পরস্পরের মুখোমুখি হয়েছিল। কোলকাতার মাঠে ভারতীয় দল আজকের খেলায় টসে জিতে প্রথমে ব্যাট করার সিধান্ত নেয়।

ভারতীয় দল ব্যাট করতে নেমে দুরন্ত শুরু করে অধিনায়ক রোহিত ও গিল প্রথম থেকেই আক্রমণাত্মক ঢঙে ব্যাট করতে থাকে।

রোহিত ২৪ বলে ৪০ রান করে আউট হয়ে যান এবং শুভমান গিল ২৪ বলে ২৩ রান করে বোল্ড হয়ে যান।

এর পরে ভারতীয় রান মেশিন বিরাট ও শ্রেয়স ব্যাটিং এর দায়িত্ব নেনে এবং ভারতকে বড় রানের দিকে নিয়ে যেতে থাকেন।

শ্রেয়াস আজ ছিল দুরন্ত প্রথমে স্লত শুরু করলেও কিছু সময় পড়ে তাঁর আসল মূর্তি দেখতে পায় দঃ আফ্রিকান বোলাররা যেখানে পিচে বেশ বল ঘুরছে সেই জায়গাতে ৮৭ বলে ৭৭ রান করেন তাঁর মধ্যে ছিল ৭ টি ৪ ও ২ ছয়ের মার।

রান মেশিন বিরাট ছিলেন আজ তাঁর নিজের ফর্মে কোন বোলারকেই তিনি রেয়াত করেন নি ।

তিনি ১১৯ বলে তাঁর সেঞ্চুরি করে ফেলেন এবং বিশ্বকাপে শচিন কে ছুঁয়ে ফেলেন।

বন্ধুরা অবশ্যই এই পোস্টটিকে লাইক দেবেন এবং যদি কোন মন্তব্য থাকে তো অবশ্যই কমেন্ট করবেন ও বন্ধুদের শেয়ার করবেন।

বন্ধুরা ক্রিকেটের সমস্ত খবর নিয়মিত পেতে

বা Dream11 বা অন্য যেকোন ফ্যান্টাসি এপ (Fantasy APP) থেকে কিভাবে আয় করবেন তার সমস্ত খবর পেতে

অবশ্যই ডান পাশে বা নিচে “join WhatsApp Group” আইকনে ক্লিক করে WhatsApp গ্রুপে জুক্ত হয়ে যান।

এই গ্রুপে ক্রিকেটের সমস্ত খবর এবং ফ্যান্টাসি এপ (Fantasy APP) থেকে আয় -এর সমস্ত খবর পেতে থাকবেন।

নিচে ও পাশে দেওয়া লিঙ্ক থেকে আমাদের  WhatsApp -এ গ্রুপে মেম্বার হতে পারেন।

Whatsapp Group Join
Telegram channel Join

Leave a Reply