You are currently viewing IPL 2024-এ এই বিদেশি  উইকেট কিপারদের-এর জন্য ঝাঁপাচ্ছে  কলকাতা নাইট রাইডার্স  –

IPL 2024-এ এই বিদেশি উইকেট কিপারদের-এর জন্য ঝাঁপাচ্ছে কলকাতা নাইট রাইডার্স –

Rate this post

ককাতার আইপিএল এর দল কলকাতা নাইট রাইডার্স বা কে কে আর ২০২৪ আইপিএলে শক্তিশালী একাদশ তৈরি করতে চাইছে, গত বেশ কয়েক বছর তাদের খেলা সমর্থকদের খুব একটা মন ভরাতে পারে নি। এবারে তারা দলের বেশ কিছু পরিবর্তন করতে চাইছে।

ইতিমধ্যেই নাইট শিবিরে একাধিক প্রতিভাবান ক্রিকেটার থাকলেও আসন্ন আইপিএল নিলামে তারা বিদেশি মিডল অর্ডার ব্যাটসম্যানের ওপর মনযোগ দিচ্ছে। নাইটরা একজন ভাল উইকেট কিপার ব্যাটার কে দলে নিতে চাইছে। যদিও কলকাতা নাইট রাইডার্সে এখন বিদেশী উইকেটকিপার ব্যাটসম্যান হিসাবে একমাত্র আফগানিস্তানের রহমানুল্লাহ গুরবাজ (Rahmanullah Gurbaz) আছেন। কিন্তু গত বছর তিনি ধারাবাহিক ভাবে ভাল খেলতে পারেন নি। আজ আমরা এমন ৩ জন বিদেশি উইকেটকিপার ব্যাটসম্যানকে নিয়ে কথা বলবো যারা ২০২৪ আইপিএলে কলকাতা দলে আসতে পারেন।

(responsive)

জশ ইংলিশ (Josh Inglis)

জশ ইংলিশ অস্ট্রেলিয়ার জাতীয় দলের হয়ে বিশ্বকাপে খুব ভাল খেলা উপহার দিয়েছেন। ইংল্যান্ডে জন্মগ্রহণকারী জশ ইংলিশ বর্তমানে অস্ট্রেলীয় দলের প্রধান উইকেট কিপার হিসাবে খেলছেন। উইকেট কিপিংয়ের সঙ্গে ব্যাট হাতে তিনি ভীষণ ভাল খেলা দেখাচ্ছেন । এই বছর বিশ্বকাপ জয়ী দলের হয়েও জশ ইংলিশকে অন্যতম ভূমিকা পালন করতে দেখা গেছে। তিনি এখনও পর্যন্ত দেশের হয়ে ১৫ টি টি-টোয়েন্টি ম্যাচে ৩৮৭ রান সংগ্রহ করেছেন। তাই জশ ইংলিশকে কলকাতা নাইট রাইডার্স মিডল অর্ডার ব্যাটসম্যান এবং উইকেটকিপার হিসাবে দলে নিতে পারে।

ফিলিপ সল্ট (Philip Salt)

ইংল্যান্ডের ২৭ বছর বয়সী ফিলিপ সল্ট আক্রমনাত্মক ব্যাটিং করার জন্য পরিচিত। পাওয়ারপ্লেতে তার বিস্ফোরক পারফরম্যান্স আলাদাভাবে চিহ্নিত হয়েছে। সাম্প্রতিক সময় ফিলিপ সল্টের টি-টোয়েন্টি ব্লাস্টে এবং গ্লোবাল লিগের অভিজ্ঞতা তাকে আরও পরিনত করেছে। ভেঙ্কটেশ আইয়ারের (Venkatesh Iyer) পাশাপাশি সল্ট দলে ওপেনিং বা মিডল-অর্ডারে স্থিতিশীলতা দিতে পারেন। এই কারণে দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) এই উইকেটকিপার ব্যাটসম্যানকে নিলামের আগে ছেড়ে দেওয়ায় কলকাতা ২০২৪ আইপিএলের জন্য ফিলিপ সল্টকে নিজেদের দলে আনতে পারে।

জর্ডান কক্স (Jordan Cox)

ইংল্যান্ডের জর্ডান কক্স ফিলিপ সল্টের মতো টি-টোয়েন্টি ক্রিকেটে নিজেকে তৈরি করেছেন। উইকেটকিপিং দক্ষতা খুব ভালো না হলেও তার বিধ্বংসী ব্যাটিং ভক্তদের মুগ্ধ করে আসছে। জর্ডান কক্স এখনও পর্যন্ত ৭৩ টি টি-টোয়েন্টি ম্যাচে ১৪৩৯ রান করেছেন। এই বছর অনেক আইপিএল ফ্রাঞ্চাইজি দল জর্ডান কক্সে নেওয়ার জন্য নিলামে ঝাঁপাতে পারেন। অন্যদিকে তিনি যদি কলকাতা দলে আসেন দলকে ব্যাট হাতে ভরসা দেওয়ার সঙ্গে সঙ্গে উইকেট কিপিং করে গুরুত্বপূর্ণ সময় সাহায্য করবেন।

Whatsapp Group Join
Telegram channel Join

Leave a Reply