আজকের মুম্বই ইন্ডিয়ান্স কে কে খেলছেন আইপিএল ২০২৩? | Today Mumbai Indiance player list 11 in Bengali
আজকের মুম্বই ইন্ডিয়ান্স-এ কে কে খেলছেন আইপিএল ২০২৩ কি হতে পারে তা নিয়ে সমস্ত MI সমর্থকরা ভীষণ উৎসাহিত , ঈশান কিশানের সঙ্গে রহিত শর্মা শুরু করবেন তার পর কে আসবেন …।
আইপিএল শুরু হওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত ক্রিকেট প্রেমিরা প্রায় ক্রিকেট জ্বরে আচ্ছন্ন হয়ে পড়েছেন । এবারের আইপিএল -এর ১০ টিম খেলছে। এবং এই ১০ টি টিম -এর মান প্রায় সমান । অর্থাৎ যে কেউ যে কোন দলকে হারিয়ে দিতে পারে। সমস্ত সমর্থকরা ক্রীড়াসুচি হাতে নিয়েই বসে আছেন, কার খেলা কবে ।
সমস্ত দলেই দুরন্ত সমস্ত প্লেয়ার আছে। কোন দলই ভাল বা মন্দ সেই হিসাবে বিচার করা যাবে না। যেকোনো দল দল যে কোন দিন অন্য দলকে হারিয়ে দেবে।
আমরা প্রথম ম্যাচেই দেখেছি যে শক্তিশালি চেন্নাই কে গুজরাট হারিয়ে দিয়েছে। কিন্তু আবার পরের ম্যাচেই চেন্নাই ঘুরে দাঁড়িয়েছে, এবং দল জয় পেয়েছে।
মুম্বই ইন্ডিয়ান্স আইপিএল এর ইতিহাসে অনেক বড় দল। মুম্বই ইন্ডিয়ান্স কোন অংশে কোন দলের থেকে কম শক্তিশালি নয় ।সমস্ত বিভাগে মুম্বই ইন্ডিয়ান্স ভীষণ ভাল ভাল প্লেয়ার কে দলে রেখেছে। এই দল ট্রফি জেতার দাবিদার।
আজকের মুম্বই ইন্ডিয়ান্স কে কে খেলছেন আইপিএল ২০২৩? (Today kkr player list 11 in Bengali)
এখন দেখে নেওয়া যাক আজকের মুম্বই ইন্ডিয়ান্স দলে কে কে খেলতে পারে। যদিও সরকারি ভাবে এখনও দল ঘোষণা করা হয় নি। তাও আপনাদের আজকের সম্ভাব্য মুম্বই ইন্ডিয়ান্স এর প্রথম একাদশ জানাচ্ছি –
আজকের মুম্বই ইন্ডিয়ান্স কে কে খেলছেন আইপিএল ২০২৩? (Today kkr player list 11 in Bengali)
ইশান কিশান, নেহাল ওয়াধেরা , রমনদীপ সিং , রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, ক্যামেরন গ্রীন, আরশাদ খান, পীযুষ চাওলা, ঋত্বিক শকিন, জেসন বিহানড্রপ।
আজকের মুম্বই ইন্ডিয়ান্স দলে কে কে খেলছেন আইপিএল ২০২৩? (Today kkr player list 11 in Bengali)
আজকের মুম্বই ইন্ডিয়ান্স এর ঘোষিত দল –
দল ঘোষণার পর আপডেট করা হবে।
আজকের মুম্বই ইন্ডিয়ান্স এর ঘোষিত দল–
ইশান কিশান, নেহাল ওয়াধেরা , টিম ডেভিড, অর্জুন তেন্দুলকর, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, ক্যামেরন গ্রীন, পীযুষ চাওলা, ঋত্বিক শকিন, ডুইয়ান জনসন, রিলি মেরিডিথ।
Faq
মুম্বই ইন্ডিয়ান্স কত বার আইপিএল জিতেছে?
মুম্বই ইন্ডিয়ান্স ৫ বার আইপিএল জিতেছে
মুম্বই ইন্ডিয়ান্স দলের বর্তমান অধিনায়ক কে ?
আইপিএল ২০২৩ মুম্বই ইন্ডিয়ান্স দলের বর্তমান অধিনায়ক – রহিত শর্মা