You are currently viewing আজকের রাজস্থান রয়্যালস-এ কে কে খেলছেন আইপিএল ২০২৩? | Today Rajasthan Royals player list 11 in Bengali

আজকের রাজস্থান রয়্যালস-এ কে কে খেলছেন আইপিএল ২০২৩? | Today Rajasthan Royals player list 11 in Bengali

Rate this post

আজকের রাজস্থান রয়্যালস-এ কে কে খেলছেন আইপিএল ২০২৩? | Today Rajasthan Royals player list 11 in Bengali

আজকের রাজস্থান রয়্যালস- এ কে কে খেলছেন আইপিএল ২০২৩ কি হতে পারে তা নিয়েসমস্ত RR সমর্থকরা ভীষণ উৎসাহিত , অধিনায়ক সঞ্জু কি শুরুতে আসবেন না অন্য কে শুরু করবেন …।

(responsive)

আইপিএল শুরু হওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত ক্রিকেট প্রেমিরা প্রায় ক্রিকেট জ্বরে আচ্ছন্ন হয়ে পড়েছেন । এবারের আইপিএল -এর ১০ টিম খেলছে। এবং এই ১০ টি টিম -এর মান প্রায় সমান । অর্থাৎ যে কেউ যে কোন দলকে হারিয়ে দিতে পারে। সমস্ত সমর্থকরা ক্রীড়াসুচি হাতে নিয়েই বসে আছেন, কার খেলা কবে ।

সমস্ত দলেই দুরন্ত সমস্ত প্লেয়ার আছে। কোন দলই ভাল বা মন্দ সেই হিসাবে বিচার করা যাবে না। যেকোনো দল দল যে কোন দিন অন্য দলকে হারিয়ে দেবে।

আমরা প্রথম ম্যাচেই দেখেছি যে শক্তিশালি চেন্নাই কে গুজরাট হারিয়ে দিয়েছে। কিন্তু আবার পরের ম্যাচেই চেন্নাই ঘুরে দাঁড়িয়েছে, এবং দল জয় পেয়েছে।

চেন্নাই সুপার কিংস আইপিএল এর ইতিহাসে অনেক বড় দল।চেন্নাই সুপার কিংস কোন অংশে কোন দলের থেকে কম শক্তিশালি নয় ।সমস্ত বিভাগে চেন্নাই সুপার কিংস ভীষণ ভাল ভাল প্লেয়ার কে দলে রেখেছে। এই দল ট্রফি জেতার দাবিদার।

আজকের রাজস্থান রয়্যালস-এ কে কে খেলছেন আইপিএল ২০২৩?

এখন দেখে নেওয়া যাক আজকের রাজস্থান রয়্যালস দলে কে কে খেলতে পারে। যদিও সরকারি ভাবে এখনও দল ঘোষণা করা হয় নি। তাও আপনাদের আজকের সম্ভাব্য রাজস্থান রয়্যালস এর প্রথম একাদশ জানাচ্ছি –

আজকের রাজস্থান রয়্যালস -এ কে কে খেলছেন আইপিএল ২০২৩?

সঞ্জু স্যামসন (C), যশস্বী জয়সওয়াল, শিমরন হেটমায়ার, জস বাটলার, ধ্রুব জুরেল, রিয়ান পরাগ, ট্রেন্ট বোল্ট, আর অশ্বিন, সন্দীপ শর্মা, জেসন হোল্ডার, যুজবেন্দ্র চাহাল।

আজকের রাজস্থান রয়্যালস-এ কে কে খেলছেন আইপিএল ২০২৩? | Today Rajasthan Royals player list 11 in Bengali

আজকের রাজস্থান রয়্যালস-এ দলে কে কে খেলছেন আইপিএল ২০২৩? (Today kkr player list 11 in Bengali)

আজকের রাজস্থান রয়্যালস এর ঘোষিত দল –

দল ঘোষণার পর আপডেট করা হবে।

আজকের রাজস্থান রয়্যালস এর ঘোষিত দল

সঞ্জু স্যামসন (C), যশস্বী জয়সওয়াল, শিমরন হেটমায়ার, জস বাটলার, ধ্রুব জুরেল, রিয়ান পরাগ, ট্রেন্ট বোল্ট, আর অশ্বিন, সন্দীপ শর্মা, জেসন হোল্ডার, যুজবেন্দ্র চাহাল।

Faq

রাজস্থান রয়্যালস কত বার আইপিএল জিতেছে?

রাজস্থান রয়্যালস 2 বার আইপিএল জিতেছে

রাজস্থান রয়্যালস দলের বর্তমান অধিনায়ক কে ?

আইপিএল ২০২৩ চেন্নাই সুপার কিংস দলের বর্তমান অধিনায়ক – সঞ্জু স্যামসন

Whatsapp Group Join
Telegram channel Join

Leave a Reply