রুদ্ধশ্বাস দমবন্ধ করা ম্যাচে জিতে সিরিজে লড়াইয়ে থাকল অস্ট্রেলিয়া, ঋতুরাজের দুরন্ত ব্যাটিং – ১৩ টি ৪ , ৭টি ছয় কাজে লাগল না –

Rate this post

বিশবকাপের পর ভারত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি ২০ সিরিজ খেলছে , এবং ভারত দুরন্ত ফর্মে পরের পর ম্যাচ জিতে j যাচ্ছিল , কিন্তু আজ হটাত ছন্দ পতন ঘটল। রবিবার অস্ট্রেলিয়াকে হারিয়ে টি-২০ সিরিজে একটানা দুটি জয় নিজেদের নামে করেছে ভারতীয় দল। বিশ্বকাপ (World Cup 2023) ফাইনালে হারের পরেও ভারত দুরন্ত ভাবে T 20 সিরিজে অজিদের বীরুধে প্রথম ২ টি ম্যাচ জিতেনিয়ে ছিল। তাই আজ এই ম্যাচ জিতলে সিরিজ নিজেদের পকেটে নিয়ে নিত ভারত।

রুদ্ধশ্বাস দমবন্ধ করা ম্যাচে জিতে সিরিজে লড়াইয়ে থাকল অস্ট্রেলিয়া, ঋতুরাজের দুরন্ত  ব্যাটিং - ১৩ টি ৪ , ৭টি ছয় কাজে লাগল না -

আজকের গুয়াহাটি বাসরাপারা স্টেডিয়ামে অস্ট্রেলিয়া টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠায় । ভারতীয় ওপেনার জয়সয়াল ০ রানে ফিরে গেলেও , অপর ওপেনার ঋতুরাজ ও সূর্য কুমারের দাপটে ভারত ২০ ওভারে ২২২ রান করে।

(responsive)

ঋতুরাজ আজ ছিলনে একাই একশ। তিনি একাই করেন ৫৭ বলে ১২৩ রান, তাতে ছিল ১৩ টি চার এবং ৭ টি ছয়।

২২২ রান সামনে নিয়ে খেলতে নেমে অস্ট্রেলিয়া ব্যাটার রা খুব একটা ভাল শুরু না করতে পারলে ও ম্যক্সওয়েল আজ দুরন্ত ব্যাট করেন। তিনি আজ একাই অজিদের ম্যাচ জিতিয়ে দেন। তিনি ৪৮ বলে করেন ১০৪ রান।

৫ উইকেটে ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া ।

এই ম্যাচ জিতে অস্ট্রেলিয়া এই সিরিজ -এ এখনও টিকে থাকল। আরও দুটি ম্যাচ খেলা হবে।

এইসবের পাশাপাশি বর্তমানে টি-২০ ক্রিকেটে প্রথম স্থানে রয়েছে ভারতীয় দল। এছাড়া টি-২০ ক্রিকেটের বর্তমানে সেরা ব্যাটার হলেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। ২০২৪ টি-২০ বিশ্বকাপের আগে এই সংখ্যা ১৩৫ থেকে অনেক বেড়ে দাঁড়াবে বলে ভারতীয় ক্রিকেটপ্রেমীরা মনে করছেন। ভারতীয় দলের এই রেকর্ডও আর পাঁচটি রেকর্ডের মতো ইতিহাসের পাতাতে লেখা থাকবে।

Whatsapp Group Join
Telegram channel Join

Leave a Reply