ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ এগিয়ে চলেছে দুরন্ত গতিতে , সমস্ত ক্রিকেটপ্রেমী -এর চোখ এখন সর্বদা পয়েন্ট টেবিলের দিকে, কোন দল প্রথমে থাকবে এবং কোন কোন দল প্রথম চারে থাকবে।
আজ বিশ্বকাপ ২০২৩ এর এক গুরুত্বপূর্ণ ম্যাচে ভারত ও নিউজিল্যান্ড মুখোমুখি হয়েছে । এই দুই দলই বিশ্বকাপ ২০২৩ এর উপরের সারির দল, শেষ ৪ টি ম্যাচে কোন দলই হারেনি।কিন্তু রান রেটের জন্য নিউজিল্যান্ড ভারতের থেকে উপরে আছে।
N.B –
বন্ধুরা যদি Dream11 বা অন্য যেকোন ফ্যান্টাসি এপ (Fantasy APP) থেকে কিভাবে আয় করবেন তার সমস্ত খবর পেতে চান তবে অবশ্যই ডান পাশে বা নিচে “join WhatsApp Group” আইকনে ক্লিক করে WhatsApp গ্রুপে জুক্ত হয়ে যান। এই গ্রুপে আমরা এই বিশয়ে সমস্ত তথ্য দেব, সামনেই বিশ্বকাপ আপনারা এখান থেকে আয় করতে পারেন ।
তাই ভারতীয় দল চাইছে যে করেই হোক নিউজিল্যান্ড কে হারিয়ে এক নং দলের শিরোপা ছিনিয়ে নিতে।এবং এই জন্য রোহিত ব্রিগেড আজ সর্বশক্তি দিয়ে ঝাপাচ্ছে নিউজিল্যান্ড কে হারানোর জন্য।
কিন্তু ভারতীয় দলে গুরুত্বপূর্ণ সদস্য হার্দিক না খেলায় রোহিত ব্রিগেড কিছুটা সমস্যায়। হার্দিক না খেলায় ভারত কে দুটি পরিবর্তন করতে হয়েছে। ব্যাটিং এর জন্য সূর্য কুমার যাদব এবং বোলিং এর জন্য মহঃ সামি কে নিতে হয়েছে ।
কিন্তু আজকের খেলায় ভারত যে ভীষণ রকম ভাবে ছক ও পরিকল্পনা করে এসেছে তার প্রমান মিলল ৪ নং ওভারে। রোহিত এর দুরন্ত ফিল্ড পপ্লেসমেন্ট এবং সেই অনুযায়ী ভারতের স্পিড স্টার মহঃ সিরাজের বোলিং ভারত কে প্রথম সাফল্য এনে দিল ।
মহ সিরাজের বলে ডেভিড কেনওএর দুরন্ত ক্যাচ নিলেন ভারতের দুরন্ত ফিল্ডার শ্রেয়স আইয়ার। প্রায় এক কথায় বাজ পাখির মত তিনি বল টা ছোঁ মেরে তুলে নিলেন। এক দুরন্ত ক্যাচের সাক্ষী থাকল সারা বিশ্ব।
ভারতীয় ধারাভাষ্য কারদের মতে এই ধরণের ঘটনা পরিকল্পনা না করে করা যায় না। কারণ ফিল্ডারদের এমন রকম ভাবে রাখা হয়েছিল এবং সেই মোতাবেক বল ও করা হয়েছিল যে ব্যাটার বাধ্য হয় ভুল শট খেলতে।
বন্ধুরা অবশ্যই এই পোস্টটিকে লাইক দেবেন এবং যদি কোন মন্তব্য থাকে তো অবশ্যই কমেন্ট করবেন।
বন্ধুরা ক্রিকেটের সমস্ত খবর নিয়মিত পেতে –
বা Dream11 বা অন্য যেকোন ফ্যান্টাসি এপ (Fantasy APP) থেকে কিভাবে আয় করবেন তার সমস্ত খবর পেতে
অবশ্যই ডান পাশে বা নিচে “join WhatsApp Group” আইকনে ক্লিক করে WhatsApp গ্রুপে জুক্ত হয়ে যান।
এই গ্রুপে ক্রিকেটের সমস্ত খবর এবং ফ্যান্টাসি এপ (Fantasy APP) থেকে আয় -এর সমস্ত খবর পেতে থাকবেন।
নিচে ও পাশে দেওয়া লিঙ্ক থেকে আমাদের WhatsApp -এ গ্রুপে মেম্বার হতে পারেন।