You are currently viewing রিঙ্কু সিং- ভগবানের কাছে যা চেয়েছেন তা পেয়েছেন, এবার ভগবানকে উৎসর্গ করে নিজ খরচায় মন্দির বানাতে ১১ লক্ষ টাকা দান করলেন –

রিঙ্কু সিং- ভগবানের কাছে যা চেয়েছেন তা পেয়েছেন, এবার ভগবানকে উৎসর্গ করে নিজ খরচায় মন্দির বানাতে ১১ লক্ষ টাকা দান করলেন –

Rate this post

ভারতীয় নতুন যুবা তারকা রিঙ্কু সিং এখন সমস্ত ভারতবাসীর কাছে অনেক বড় নাম। তিনি গত একবছরে টি ২০ ক্রিকেটে দুরন্ত খেলা উপহার দিয়েছেন সমগ্র ভারতবাসীকে ।

এশিয়ান গেমসে (Asian Games 2023) রিঙ্কু সিং এর পারফরমেন্স ছিল অসাধারণ। এই ভারতীয় তরুণ ক্রিকেটাররা সমগ্র বিশেষজ্ঞ মহলের মন জয় করে নিয়েছে। তিনি সবাই কে ভরসা দিয়েছেন।দেশ যে এক দারুন তারকা কে পেয়ে গেছে তা সবাই মেনে নিয়েছে।

(responsive)

গত আইপিএল (IPL) এবং ঘরোয়া ক্রিকেট থেকে এক বছরে জাতীয় মঞ্চ জায়গা করে নিয়েছে এই রিঙ্কু সিং। এই বছর এশিয়ান গেমস সহ আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) হয়ে অসাধারণ পারফরমেন্স করা রিঙ্কু সিং (Rinku Singh)-এর জনকল্যাণমূলক কাজ সামনের সারি তে এসে পড়েছেন।

এশিয়ান গেমসে দুরন্ত পারফরমেন্স রিঙ্কু সিং এর

এবারের এশিয়ান গেমসে ক্রিকেটের টি ২০ ফরমেটে খেলা ছিল। ভারতীয় দল সরাসরি কোয়ার্টার ফাইনালে নেপালের সঙ্গে খেলছিল। এই ম্যাচে ভারতীয় ব্যাটাররা প্রথমে দুর্দান্ত ব্যাটিং করে ২০২ রান সংগ্রহ করে। যশস্বী জয়সওয়ালের (Yashasvi Jaiswal) ব্যাট থেকে মাত্র ৪৯ বলে ১০০ রান করেন।

রিঙ্কু সিং এর এই ম্যাচে পারফরমেন্স চোখে পড়ার মত, তিনি মাত্র ১৫ বল খেলেন এবং এই ১৫ বল খেলে ৪ টি ছয় এবং ২ টি চার এর সাহাজ্যে ৩৭ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। অর্থাৎ অর্ধেক বলেই ৪ বা ছয় মারেন।

এর আগে এই বছর আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে ব্যাটিং করে তিনি আলোচনায় উঠে এসেছিলেন। গুজরাট টাইটান্সের (Gujarat Titans) বিপক্ষে শেষ ওভারের শেষ ৫ বলে রিঙ্কু সিং ৫ টি ছয় মারেন। তাকে এর পর থেকে ম্যাচ ফিনিসার হিসাবে সবাই বলতে শুরু করেছিল।

রিঙ্কু সিং এর জনকল্যাণ মূলক কাজ

তবে এর মাঝেই রিঙ্কু সিং এর নতুন ধরণের জনকল্যাণ মূলক কাজের নমুনা পাওয়া গেল। রিঙ্কু সিং সম্প্রতি উত্তর প্রদেশের আলিগড় জেলার কমলপুর গ্রামে মন্দির স্থাপনের জন্য টাকা অনুদান হিসাবে দিয়েছেন।

রিঙ্কু সিং ভীষণ রকম ভাবে ভগবানে বিশ্বাসী । কুলদেবী মা চৌধুরী দেবীর কাছে আইপিএল ম্যাচের আগে আশীর্বাদ চেয়েছিলেন এবং প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি ভালো পারফরমেন্স করলে নিজের টাকা দিয়ে একটি মন্দির তৈরি করবেন।

সুত্রের খবর অনুযায়ী রিঙ্কু সিং-এর ভাই সোনু সিং, সংবাদ মাধ্যম কে বলেছেন যে ইতিমধ্যেই মন্দির নির্মাণের জন্য প্রায় ১১ লক্ষ টাকা খরচ হয়েছে। মন্দির নির্মাণ এর কাজ প্রায় সম্পূর্ণ । তবে মন্দির নির্মাণ হয়ে গেলেও এখনও উদ্বোধন করা হয়নি।

সামনের ১৬ অক্টোবর রিঙ্কু সিং-এর পরিবারের দ্বারা মন্দিরটি উন্মোচন করা হবে। রিঙ্কু সিং পরিবার এর সুত্রে এই খবর পাওয়া গেছে। অন্যদিকে দলীপ ট্রফির ম্যাচ নিয়ে রিঙ্কু সিং ভীষণ ব্যাস্ত থাকার কারনে তিনি এই অনুষ্ঠানে থাকবেন না। দীপাবলির সময় রিঙ্কু বাড়িতে আসবেন বলে আশা করা হচ্ছে।

প্রথম জীবনে তিনি অত্যন্ত দারিদ্রের মধ্যে দিয়ে কাটিয়েছেন। রিঙ্কুর বাবা বাড়ি বাড়ি সিলেন্ডার সরবরাহের কাজ করতেন। তিনি এখনও পর্যন্ত দেশের হয়ে ৫ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৭৫ রান করেছেন। এছাড়াও ৩১ টি আইপিএল ম্যাচে রিঙ্কুর ৭২৫ রান আছে।

Whatsapp Group Join
Telegram channel Join

Leave a Reply