You are currently viewing ভারত-পাকিস্তান ম্যাচেই জমকালো উদ্বোধনী অনুষ্ঠান, থাকছেন- অরিজিত সিং থেকে নেহা কক্কর – আরও বহু স্টার – জেনে নিন পুরো রিপোর্ট –

ভারত-পাকিস্তান ম্যাচেই জমকালো উদ্বোধনী অনুষ্ঠান, থাকছেন- অরিজিত সিং থেকে নেহা কক্কর – আরও বহু স্টার – জেনে নিন পুরো রিপোর্ট –

Rate this post

ভারতে বিশ্বকাপ ক্রিকেট শুরু হয়ে গেছে ৫ তারিখ থেকে। বিশ্বকাপ শুরুর পরেই ক্রিকেটবিশ্বে বিরাট আলোড়নের সৃষ্টি করেছিল , এবং নানা কথা উঠেছিল । সেটি হল এবারের বিশ্বকাপের উদ্ধোধনী ম্যাচে কোনোরকম বড় অনুষ্ঠান না হওয়া।

যদিও বিগত বেশ কয়েকটি বিশ্বকাপে উদ্ধোধনী ম্যাচে বেশ জমকালো অনুষ্ঠানের আয়োজন হচ্ছে। তাহলে এবারে হঠাৎ করে এই অনুষ্ঠান বন্ধ করে দেওয়ার কারণ কি, সেটাই বুঝতে পারছিলেন না ক্রিকেটপ্রেমীরা। কিন্তু এই মুহূর্তে ভারতীয় তথা বিশ্বের সমস্ত ক্রিকেট প্রেমী মানুষের কাছে এল এক খুশির আপডেট।

(responsive)

গত কয়েকঘন্টা ধরে সোশ্যাল মিডিয়ায় যে বিষয়টি সকলের নজর কাড়ছে, সেটি আর কিছু নয়, সেটি হল আগামী ১৪ অক্টোবর তথা শনিবার আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারত বনাম পাকিস্তান (India vs Pakistan) হাইভোল্টেজ ম্যাচ শুরুর আগে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হবে। এই বিষয়টি নিয়ে ক্রিকেটপ্রেমীদের মনে আলাদায় জায়গা করে নিয়েছে।

সূত্র মারফত খবর অনুসারে উদ্ধোধনী ম্যাচে বাতিল হয়ে যাওয়া ওই অনুষ্ঠান , BCCI এই প্রতিজগিতার সের ম্যাচ ভারত বনাম পাকিস্তান ম্যাচের দিন করবে বলে জানা গেছে।

আমেদাবাদে ১ লক্ষ্য ৩২ হাজার দর্শককে সাক্ষী রেখে এই ম্যাচ, এবং অনুষ্ঠান ও প্রতিযোগিতা কে আরও বেশি চিরস্মরণীয় করতে চাইছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

সুত্র মারফত খবর অনুযায়ী বৃহস্পতিবার রাতে জানানো হল কে কে উপস্থিত থাকবেন ওই অনুষ্ঠানে। বিসিসিআই তার সোশ্যাল মিডিয়ার পোস্টার জানিয়েছে , ওই ইভেন্টে থাকছেন ভারতের সেরা বলিউড স্টার রা।

এখন জেনে নি কে কে থাকছেন এই অনুষ্ঠানে –

বর্তমানের অন্যতম শ্রেষ্ঠ গায়ক অরিজিত সিং (Arijit Singh),

ভারতের বিশিষ্ট শুরকার ও সংগীত শিল্পী, ২০১১ বিশ্বকাপের থিম সিংগার শঙ্কর মহাদেবান (Shankar Mahadevan),

বিশিষ্ট গায়ক সুখবিন্দর সিং (Sukhwinder Singh),

বিশিষ্ট গায়িকা থাকছেন নেহা কক্কর (Neha Kakkar)

এবং সুনিধী চৌহান (Sunidhi Chauhan)।

এখনো পর্যন্ত জানা খবর অনুযায়ী এই কয়েকজনের নাম জানা গেছে। তবে লিস্ট যে আরও বড় হবে তা বলা যাচ্ছে। গায়ক থেকে শুরু করে ড্যানসারের ও আনার চেষ্টা করা হচ্ছে।

এবন এই ব্যাপারে আগাম জানিয়ে দেবে বিসিসিআই।

এদিকে বিশেষ অতিথি হিসাবে ওই হাইভোল্টেজ ম্যাচে উপস্থিত থাকবেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan), রজনীকান্ত (Rajini Kanth) এবং শচীন তেন্ডুলকর (Sachin Tendulkar)। এছাড়া স্টেডিয়ামের আবহাওয়া বদলে দিতে সেখানে নানারকম আলোকসজ্জার ব্যাবহার করা হবে।

Whatsapp Group Join
Telegram channel Join

Leave a Reply