You are currently viewing বিধ্বংসী জসপ্রিত, সিরাজ ও ম্যাজিসিয়ান কুলদিপের সামনে – পাক ব্যাটসম্যানরা হামাগুড়ি দিয়ে সাজঘরে ফিরল –  ভারত অপ্রতিরোধ্য – পড়ে নিন রিপোর্ট –

বিধ্বংসী জসপ্রিত, সিরাজ ও ম্যাজিসিয়ান কুলদিপের সামনে – পাক ব্যাটসম্যানরা হামাগুড়ি দিয়ে সাজঘরে ফিরল – ভারত অপ্রতিরোধ্য – পড়ে নিন রিপোর্ট –

Rate this post

বিশ্বকাপের ১২ তম ম্যাচ ছিল প্রতিজগিতার সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ। কারণ এই ম্যাচে ভারত পাকিস্তানের মুখোমুখি হয়েছিল । আজ ১৪ অক্টোবর শনিবার ভারত ও পাকিস্থান বিশ্বকাপ ২০২৩ তে খেলতে নেমেছিল। ভারত এই বিশ্বকাপে দুরন্ত ভাবে শুরু করেছিল। এবং বিশবকাপ্র আগেও ভারত ধারাবাহিক ভাবে ভাল খেলছিল।

বিশ্বকাপের আগে ভারত এশিয়া কাপ জিতেছিল এবং এশিয়া কাপে ভারত পাকিস্থান খুব খারাপ ভাবে হারিয়ে দিয়েছিল ।এবং বিশ্বকাপ শুরুর পর ভারত প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া কে দুরন্ত ভাবে হারিয়ে দেয়। এবং তার পর ভারত আফগানিস্থান কে হারিয়ে ভারতের জয়যাত্রা অব্যহত রেখেছিল।

(responsive)

তাই ভারতের সমর্থক দের ভারতের প্রতি আশা অনেকটাই বেড়ে গিয়েছিল। এবং এই সমস্ত কারনে ভারতীয় সমর্থক রা ১৪ তারিখ ভারতকে জিততে দেখতে চেয়েছিল।

১৪ তারিখ বিশ্বকাপের ১২ তম ম্যাচে ভারত – পাকিস্থান এর মুখোমুখি হয়েছিল । এই ম্যাচে ভারত অধিনায়ক রহিত শর্মা টসে জিতে প্রথমে বল করার সিদ্ধন্ত নেয়।

এই ম্যাচে ভারতীয় দের জন্য বিশেষ ভাল খবর ছিল এই যে শুভমান গিল এই ম্যচে দলে ছিল। এবং এই ম্যচে ভারত দুই স্পিনার নিয়ে খেলছিল। দলে সুযোগ পেয়েছিল শারদুল ঠাকুর ।

পাকিস্থান ও এই বিশ্বকাপে দুরন্ত শুরু করেছিল প্রথম দুটি ম্যাচে জিতে পয়েন্ট টেবিলের প্রথম দিকে ছিল ।

প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্থান ওপেনাররা ভাল শুরু করেও বেশী রান করতে পারে নি। ভারতীয় বোলারদের দুরন্ত বোলিং এর সামনে তারা অল্প রানে আউট হয়ে যান। তার পর খেলা ধরেন বাবর আজম ও রিজুয়ান ।

তবে বাবর আজম আজ ৫০ রান করে আউট হয়ে যান । তাকে আউট করান ভারতীয় স্পিড স্টার মহঃ সিরাজ।

এবং তার পরই শুরু হয় ভারতীয় বোলারদের ভোজবাজির খেলা। পকিস্তান ব্যাটার রা হামাগুড়ি দিতে শুরু করল।

জসপ্রিত দুরন্ত বোলিং করল ।

কুলদিপ তো ম্যাজিসিয়ান । তার বল খুজে পেতে হিমশিম খেল পকিস্তান ।

ভারতীয় বোলারদের ভেতর জসপ্রিত বরাবরের মত আজ দুরন্ত বল করেন।

মহঃ সিরাজ ভারতীয় বোলারদের ভেতর প্রথম আঘাত আনেনে । জাদেজা বোলিং আজ পাকিস্থান খেলতেই পারে নি।

হার্দিক ও আজ দুরন্ত বল করেন।

হার্দিক, সিরাজ, জসপ্রিত, কুলদিপ, জাদেজা প্রত্যাকেই ২ টি করে উইকেট পান ।

পাকিস্থান ১৯১ রানে অলআউট হয়ে যান।

পাকিস্থান এর পখ্যে বাবর আজম ৫০ রান করেন, এবং রিজায়ুন ৪৯ রান করেন বাকি কেউই ভাল কিছু করতে পারে নি।

বন্ধুরা অবশ্যই একটা লাইক দেবেন , আর যদি কোন মন্তব্য থাকলে অবশ্যই করবেন।

Whatsapp Group Join
Telegram channel Join

Leave a Reply