“বিশ্বকাপ ভারত জিতবে, অস্ট্রেলিয়া নয় …” দক্ষিণ আফ্রিকার কোচ রব ওয়াল্টার বললেন , তার ব্যখ্যা ও দিলেন –

Rate this post

বিশ্বকাপ ২০২৩ শেষ প্রজায়ে এসে দারিয়েছেন। ১৯ নভেম্বর ফাইনাল- এ স্থির হয়ে যাবে পরের চার বছরের জন্য কে হবে ক্রিকেটের রাজা। ভারতীয় সমর্থকরা ভীষণ ভাবে আশাবাদী যে ভারতীয় দল নিজেদের দেশে কাপ জিতে ভারতীয় ক্রিকেট প্রেমিদের মনের আশা পূরণ করবেন।

১৯ নভেম্বর ফাইনাল এর ফাইনালে ২ বারের চাম্পিয়ন ভারত মুখোমুখি হচ্ছে ৫ বারের চাম্পিয়ন অস্ট্রেলিয়ার সঙ্গে।

(responsive)

ভারতীয় দল এই বিশ্বকাপে দুরন্ত খেলা তুলে ধরছে , তারা এখনও অপরাজেয় হিসাবে ফাইনাল খেলবে। ভারতীয় দল সমস্ত বিভাবে দুরন্ত খেলা উপহার দিয়েছে। ব্যাটিং ও বোলিং এ ভারতীয় দলের কাছ থেকে একের পর এক রেকর্ড তৈরি হয়েছে। ব্যাটার ও বোলাররা একের পর এক নতুন বিশ্ব রেকর্ড তৈরি করেছেন। ভারতীয় রান মেশিন বিরাট ৫০ তম সেঞ্চুরি করে বিশ্ব রেকর্ড করে ফেলেছেন। ভারতীয় পেশার মহঃ শামি ৪ বার ৫ উইকেট নিয়েছেন। সেমিফাইনালে তিনি একাই ৭ টি উইকেট নিয়ে নিউজিল্যান্ড কে একাই বধ করেন।

তবে অস্ট্রেলিয়া ও এই বিশ্বকাপে শুরুতে ভীষণ খারাপ খেললেও তার পর দুরন্ত খেলা তুলে ধরেছে । তাই লড়াই যে ভীষণ হবে তা এককথায় বলে রাখা যায়।

তবে সেমিফাইনালে অস্ট্রেলিয়া দঃ আফ্রিকা কে বেশ লড়াই করে হারিয়ে দিয়েছে। দঃ আফ্রিকা খেলার শেষ পর্যন্ত লড়াই করেছিল। কিন্তু শেষ রক্ষ্যা আর করতে পারে নি।

নিন্তু দঃ আফ্রিকা কোচ রব ওয়াল্টার কিন্তু তার ফাইনালের ভবিষ্যৎ বানী আগে থেকেই বলে দিলেন। তিনি সাংবাদিকদের বলে দিলেন যে বিশ্বকাপ ২০২৩ জেতা ভারতের পক্ষে উপযুক্ত হবে।

তিনি বলছেন যে – ভারতীয় দলের কোন খামতি তিনি খুঁজে পাননি , ভারত এই বিশ্বকাপে একটি পরিপূর্ণ দল হিসাবে খেলছে। এক জন আর এক জনের ব্যর্থতা মুছে ফেলতে সব সময় তৈরি থাকছে। তিয়া এই দলকে হারানো বেশ কঠিন ।

ভারত সবদিক থেকে বিশ্বকাপ জেতার জন্য উপযুক্ত দল। এবং দক্ষিণ আফ্রিকার কোচ রব ওয়াল্টার আইসিসি ক্রিকেট বিশ্বকাপ 2023 ফাইনালে অস্ট্রেলিয়াকে হারাতে ভারতকে সমর্থন করেছেন ।

আমাদের তরফ থেকে অনুরোধ আপনি অবশ্যই এই পোস্টটিকে লাইক দেবেন এবং যদি কোন মন্তব্য থাকে তো অবশ্যই কমেন্ট করবেন ও বন্ধুদের শেয়ার করবেন।

বন্ধুরা ক্রিকেটের সমস্ত খবর নিয়মিত পেতে

বা Dream11 বা অন্য যেকোন ফ্যান্টাসি এপ (Fantasy APP) থেকে কিভাবে আয় করবেন তার সমস্ত খবর পেতে

অবশ্যই ডান পাশে বা নিচে “join WhatsApp Group” আইকনে ক্লিক করে WhatsApp গ্রুপে জুক্ত হয়ে যান।

এই গ্রুপে ক্রিকেটের সমস্ত খবর এবং ফ্যান্টাসি এপ (Fantasy APP) থেকে আয় -এর সমস্ত খবর পেতে থাকবেন।

নিচে ও পাশে দেওয়া লিঙ্ক থেকে আমাদের  WhatsApp -এ গ্রুপে মেম্বার হতে পারেন।

Whatsapp Group Join
Telegram channel Join

Leave a Reply