You are currently viewing ‘ কেন সিঙ্গেল নিচ্ছ না, এটা বিশ্বকাপ, অনেক বড় মঞ্চ, চাই না আমার …… ’, কোহলির সেঞ্চুরির জন্য রান না নেওয়ায় রাহুলকে কোহলি খুব ধমক দিয়েছিলেন – বললেন রাহুল সে সব কথা –

‘ কেন সিঙ্গেল নিচ্ছ না, এটা বিশ্বকাপ, অনেক বড় মঞ্চ, চাই না আমার …… ’, কোহলির সেঞ্চুরির জন্য রান না নেওয়ায় রাহুলকে কোহলি খুব ধমক দিয়েছিলেন – বললেন রাহুল সে সব কথা –

4.5/5 - (2 votes)

বিশ্বকাপে ভারত তার ৪ ন ম্যাচ বাংলাদেশ কে সহজে হারিয়ে দিল এবং ভারত সেমিফাইনালের রাস্তা প্রায় পাকা করে নিল। দিন্তু আজকের এই ম্যাচে ভারত তার সমর্থকদের দুরন্ত এক ক্রিকেট উপহার দিল, যা ভারতবাসী বেশ কিছু দিন মনে রাখবে।

সমস্ত বিশ্ব এক রুপকথার ম্যাচের সাক্ষী হয়ে থাকলো । বিশ্বকাপ ২০২৩ এর গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত-বাংলাদেশ । বাংলাদেশ প্রথমে ব্যাট করে ২৫৬ রান করে ছিল। ২৫৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারত ৭ উইকেটে ম্যাচ জিতে নেয়। ছক্কা মেরে ম্যাচ ফিনিশ করেন ভারতের রান মেশিন বিরাট কোহলি । এবং এর সঙ্গে সঙ্গে তিনি নিজের ৪৮ তম ওডিআই সেঞ্চুরিটি পূর্ণ করে ফেলেন।

(responsive)

বিরাটের এই সেঞ্চুরিতে সাড়া বিশ্ব খুবই আনন্দিত । কিন্তু তার এই সেঞ্চুরির জন্য অবশ্যই কৃতিত্ব দিতে হবে নন স্টাইকে থাকা কেএল রাহুলকেও ।

এই ম্যাচে ভারত প্রথম থেকেই দুরন্ত খেলছিল। যখন ভারতের জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র ২৮ রান। বিরাট কোহলি তখন ও সেঞ্চুরি থেকে বেশ কিছু রান দূরে, তখন ব্যাক্তিগত ৭৩ রানে ব্যাট করছেন বিরাট। তাকে সেঞ্চুরি অবধি পৌঁছাতে গেলে ২৭ রান করতে হতো। কিন্তু ব্যাক্তিগত মাইলফলকের কথা একেবারেও ভাবছিলেন না বিরাট। তিনি ননস্টাইকে থাকা রাহুলকে নিজের মতো খেলে যেতে বলেছিলেন। কিন্তু উত্তরে রাহুল তাকে যা বলেছেন, তা সারা বিশ্বকে আবেগে ভরিয়ে দিয়েছে। অধিকাংশ ক্রিকেটপ্রেমী রাহুল কে ধন্য ধন্য করছে।

যখন বিরাটের সেঞ্চুরির জন্য এই কয়েকটা রান বাকি ছিল, তখন রাহুল একটি রান নিচ্ছিলেন না। তখন বিরাট ও রাহুলের মধ্যে যে কথোপকথনটি হয়, ম্যাচ শেষে কনফারেন্সে সেই কথায় বলেছেন রাহুল, তাতে তাকে বলতে শোনা গেছে,

“ও (বিরাট কোহলি) আসলে খুবই বিভ্রান্ত হয়েছিলেন, ও আমাকে বলেছিলো, সিঙ্গেল না নেওয়াটা খুব একটা ভালো দেখাবে না, এমনিতে এটা একটা বিশ্বকাপ, এটা এখন একটা বড় মঞ্চ এবং আমি এমনটা দেখতে চাই না আমার মাইলফলক সম্পূর্ণ করার জন্য আমি চেষ্টা করছি।”

বিরাট

জবাবে রাহুল নিজে যেকথা বিরাটকে বাইশ গজের মধ্যে দাঁড়িয়ে বলেছিলেন, সেকথাও তিনি স্টারস্পোর্টসকে জানিয়েছেন। জবাবে রাহুল বলেছেন,

“আমি বলেছিলাম, তুমি সিঙ্গেল নিও না। এটা এখনো আমরা জিতিনি, কিন্তু আমি বলতে চেয়েছি যে আমরা এখান থেকেও ম্যাচটি খুবই সহজে জিতবো। তুমি যদি মাইলফলক পেতে চাও, তবে তার জন্য অবশ্যই তোমাকে চেষ্টা করতে হবে এবং শেষ পর্যন্ত ও তা করে দেখিয়েছে।”

কে এল রাহুল

ভারতীয়রা যে এতটাই আবেগ দিয়ে ক্রিকেট কে খেলে তা আজকের এই খেলা দেখে সারা বিশ্ব জানতে পারল। ভারতীয়দের কাছে ক্রিকেট শুধু একটা খেলা নয় এটা একটা ভীষণ আবেগ ও আত্মমর্যাদা ।

বন্ধুরা পোস্টটিকে অবশ্যই কিন্তু একটা লাইক দেবেন, কোন মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করবেন।

Whatsapp Group Join
Telegram channel Join

Leave a Reply