চেন্নাই সুপার কিংস খেলোয়াড় ২০২৪ | CSK Players 2024 in Bengali
চেন্নাই সুপার কিংস খেলোয়াড় ২০২৪: সিএসকে স্কোয়াড: চেন্নাই সুপার কিংস দল আইপিএল -এ সব সময় দুরন্ত খেলা উপহার দিয়েছে, সিএসকে(চেন্নাই সুপার কিংস) এখন পর্যন্ত ৫ বার আইপিএল ট্রফি পেয়েছে, এবং প্রতি বারে সিএসকে(চেন্নাই সুপার কিংস) একটি শক্ত প্রতিপক্ষ হিসাবে নিজেকে তুলে ধরেছে.
চেন্নাই সুপার কিংস খেলোয়াড়রা কবে কবে আইপিএল জিতেছে ?
IPL এর ইতিহাসে সিএসকে(চেন্নাই সুপার কিংস) প্রথম কাপ জেতে ২০১০ সালে, ২০১০ সালে তারা মুম্বাই ইন্দিয়ান্স কে হারিয়ে দেয়।
IPL এর ইতিহাসে সিএসকে(চেন্নাই সুপার কিংস) ২য় বার কাপ জেতে ২০১১ সালে, ২০১১ সালে তারা রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর কে হারিয়ে দেয়।
IPL এর ইতিহাসে সিএসকে(চেন্নাই সুপার কিংস) ৩য় বার কাপ জেতে ২০১৮ সালে, ২০১৮ সালে তারা সানরাইজ হায়দ্রাবাদ কে হারিয়ে দেয়।
IPL এর ইতিহাসে সিএসকে(চেন্নাই সুপার কিংস) ৪ য় বার কাপ জেতে ২০২১ সালে, ২০২১ সালে তারা কেকেআর কে হারিয়ে দেয়।
IPL এর ইতিহাসে সিএসকে(চেন্নাই সুপার কিংস) ৫ য় বার কাপ জেতে ২০২৩ সালে, ২০২৩ সালে তারা গুজরাট টাইটান্স কে হারিয়ে দেয়।
তাই এই ৫ বারের শিরোপাজয়ী, সিএসকে(চেন্নাই সুপার কিংস) ২০২৪ সালেও সেই জয়ের ধারা কে ধরে রাখতে চাইছে এবং কাপ জেতার জন্য ভীষণ ভাবে মরিয়া।
তবে চেন্নাই দল সব সময় আইপিএল-এর পয়েন্ট টেবিলের উপরের দিকেই থেকে তাদের লিগ শেষ করেছে ।
এখন দেখে নেওয়া যাক আইপিএল এর ইতিহাসে কোন কোন দল কাপ জিতেছে এবং তাদের সম্পূর্ণ তথ্য –
Year | Winner | Runner Up | Player of the Series | Venue |
IPL Winner 2023 | Chennai Super Kings | Gujrat Titans | Shubaman Gill | Ahmedabad |
IPL Winner 2022 | Gujrat Titans | Rajasthan Royals | Hardik Pandia | Ahmedabad |
IPL Winner 2021 | Chennai Super Kings | Kolkata Knight Riders | Faf du Plessis | Dubai |
IPL winner 2020 | Mumbai Indians | Delhi Capitals | Trent Boult | Dubai |
IPL winner 2019 | Mumbai Indians | Chennai Super Kings | Jasprit Bumrah | Hyderabad |
IPL winner 2018 | Chennai Super Kings | Sunrisers Hyderabad | Shane Watson | Mumbai |
IPL winner 2017 | Mumbai Indians | Rising Pune Supergiants | Krunal Pandya | Hyderabad |
IPL winner 2016 | Sunrisers Hyderabad | Royal Challengers Bangalore | Ben Cutting | Bangalore |
IPL winner 2015 | Mumbai Indians | Chennai Super Kings | Rohit Sharma | Kolkata |
IPL winner 2014 | Kolkata Knight Riders | Kings XI Punjab | Manish Pandey | Bangalore |
IPL winner 2013 | Mumbai Indians | Chennai Super Kings | Kieron Pollard | Kolkata |
IPL winner 2012 | Kolkata Knight Riders | Chennai Super Kings | Manvinder Bisla | Chennai |
IPL winner 2011 | Chennai Super Kings | Royal Challengers Bangalore | Murali Vijay | Chennai |
IPL winner 2010 | Chennai Super Kings | Mumbai Indians | Suresh Raina | Mumbai |
IPL winner 2009 | Deccan Chargers | Royal Challengers Bangalore | Anil Kumble | Johannesburg |
IPL winner 2008 | Rajasthan Royals | Chennai Super Kings | Yusuf Pathan | Mumbai |
গত আইপিএলে-র মরশুমের শেষ হওয়ার পর প্রতিটি দল প্রথমে তাদের দলকে পরের বছরের জন্য গোছাতে শুরু করে। তাই প্রতিটি দল গত বেশ কিছু প্লেয়ার কে ছেড়ে দেয়। বিসিসিআই এর নিয়ম অনুসারে এই প্লেয়ার তালিকা , অর্থাৎ কোন প্লেয়ারকে ধরে রাখা হবে এবং কোন প্লেয়ার কে কোন দল ছেড়ে দেবে তার তালিকা প্রকাশ করতে হবে। এবং যে সমস্ত প্লেয়ারকে ছেড়ে দেওয়া হবে তাদের আবার অক্সানে তোলা হবে। এবং বিসিসিআই এবছর বেশ কিছু নতুন প্লেয়ার কে যোগ করা হয়েছে ।
আসুন এখন জেনে নি চেন্নাই সুপার কিংস কোন কোন প্লেয়ার কে ছেড়ে দিয়েছে এবং কোন কোন প্লেয়ার কে ধরে রেখেছে আইপিএল-২০২৪ এর জন্য।
আইপিএল 2023 সময়সূচী | IPL Schedule 2023 in Bengali
চেন্নাই সুপার কিংস দল আইপিএল ২০২৪ এর জন্য বেশ কয়েক জন প্লেয়ার কে ছেড়ে দিয়ে দিয়েছে । এবং আইপিএল ২০২৪ অক্সানের আগেই এটা ঘোষণা করতে হয়েছিল। এবং এই কয়েকজন প্লেয়ার আইপিএল ২০২৪ যা চেন্নাই এর জার্সি গায়ে খেলতে পারবে না।
চেন্নাই সুপার কিংস খেলোয়াড় 202৪
সিএসকে(চেন্নাই সুপার কিংস ) কোন কোন প্লেয়ার কে ছেড়ে দিয়েছে –
বেন স্টোকস, ডোয়াইন প্রিটোরিয়াস, ভাগথ ভার্মা, শুভ্রাংশু সেনাপতি, আম্বাতি রায়ডু , আকাশ সিং, কাইল জেমিসন এবং সিসান্দা মাগালা।
অক্সানের আগে পর্যন্ত যে সমস্ত প্লেয়ার কে চেন্নাই সুপার কিংস ধরে রেখেছে তাদের নাম আমরা নীচের তালিকায় দিলাম ।
চেন্নাই সুপার কিংস রিটেনসান খেলোয়াড় ২০২৪
রুতুরাজ গায়কওয়াড়,
ডেভন কনওয়ে,
মঈন আলি,
শিবম দুবে,
রবীন্দ্র জাদেজা,
এমএস ধোনি (C, Wk),
আজিঙ্কা রাহানে,
দীপক চাহার,
মহেশ থেকশানা,
মুকেশ চৌধুরী,
মিচেল স্যান্টনার,
রাজবর্ধন হাঙ্গারগেকার,
সিমারজিৎ সিং,
মাথিশা পাথিরনা,
তুষার দেশানা,
প্রশান্ত সোলাঙ্কি,
শাইক রশিদ,
নিশান্ত সিন্ধু,
অজয় মণ্ডল।
এখন আমরা জেনে নিলাম ২০২৪ সালে এই প্লেয়ার রা CSK দলের হয়ে আইপিএল ২০২৪-এর অধীনে খেলতে পারবেন।
চেন্নাই সুপার কিংস খেলোয়াড় ২০২৪ নিলামে কোন কোন প্লেয়ার কে কিনেছে
রাচিন রবীন্দ্র – চেন্নাই সুপার কিংস – 1.80 কোটি টাকা
শার্দুল ঠাকুর – চেন্নাই সুপার কিংস – 4 কোটি রুপি
ড্যারিল মিচেল – চেন্নাই সুপার কিংস – 14 কোটি রুপি
সমীর রিজভী – চেন্নাই সুপার কিংস – 8.40 কোটি টাকা
মুস্তাফিজুর রহমান – চেন্নাই সুপার কিংস – 2 কোটি রুপি
চেন্নাই সুপার কিংস খেলোয়াড় ২০২৪
এমএস ধোনি (সি), মঈন আলি, দীপক চাহার, ডেভন কনওয়ে, তুষার দেশপান্ডে, শিবম দুবে, রুতুরাজ গায়কওয়াড়, রাজবর্ধন হাঙ্গারগেকর, রবীন্দ্র জাদেজা, অজয় মন্ডল, মুকেশ চৌধুরী, মাথিশা পাথিরানা, আজিঙ্কা রাহানে, শেইক রশিদ সিং, মিচেল সিং, রবিন্দ্র জাদেজা , নিশান্ত সিন্ধু, প্রশান্ত সোলাঙ্কি, মহেশ থেকশানা, রাচিন রবীন্দ্র, শার্দুল ঠাকুর, ড্যারিল মিচেল, সমীর রিজভি, মুস্তাফিজুর রহমান, অবনীশ রাও আরেভেলি।
চেন্নাই সুপার কিংস খেলোয়াড় ২০২৪
আইপিএল ২০২৪ সিএসকে(চেন্নাই সুপার কিংস ) ভারতীয় খেলোয়াড় – (CSK Team 2024)
update latter
চেন্নাই সুপার কিংস খেলোয়াড় ২০২৪
আইপিএল ২০২৪ সিএসকে(চেন্নাই সুপার কিংস ) বিদেশী খেলোয়াড় – (CSK Team 2024)
update latter
সিএসকে(চেন্নাই সুপার কিংস ) এর সম্পূর্ণ তথ্য ( CSK / Chennai Super Kings Team details)
Name of the Team | Chennai Super Kings CSK |
Represents | Chennai (Tamil Nadu) |
Owned By | India Cements |
Owner | N. Srinivasan |
Chief Executive Officer | Kasinath Viswanathan |
Founded On | 2008 |
Home Ground | M. A. Chidambaram or Chepuak Stadium, Chennai |
Team Manager | Russell Radhakrishnan |
Team Consultant | Sundar Raman |
Head Coach | Stephen Flemming |
Batting Coach | Michael Hussey |
Bowling Coach | Dwayne Bravo |
Fielding coach | Rajiv Kumar |
Captain | Mahendra Singh Dhoni |
Seasons Played | 13: 2008 – 2015, and 2018 – 2022 |
Titles Won | 4 times- 2010, 2011, 2018, and 2021 |
Win Percentage | 57.86% |
Colour | Yellow |
Kit Manufacturer | Seven |
সিএসকে(চেন্নাই সুপার কিংস ) টিম সোশ্যাল মিডিয়া ( CSK Team 2023 Social Media Handles )
Official Website | Coming |
Facebook Page | Coming |
Twitter Handle | Coming |
Instagram Account | Coming |
IPL 2023: আইপিএল 2023 কেকেআর এর দল , কেকেআর কি আইপিএল ২০২৩ জিততে পারবে?
অর্জুন টেন্ডুলকারঃ শচিন টেন্ডুলকার -এর পুত্র Education, পরিবার জন্ম স্ত্রী |