অস্ট্রেলিয়া – দঃ আফ্রিকাঃ ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ এর অস্ট্রেলিয়া এর ২য় ম্যাচ ভীষণ খারাপ ভাবে হারল দঃ আফ্রিকার কাছে। ব্যাটিং বা বোলিং কোন বিভাগেই লড়াই করতে পারল না দঃ আফ্রিকার এর সঙ্গে। সব বিভাগেই দুরমুস হল অস্ট্রেলিয়া ।
বিশ্বকাপ ২০২৩ এর যত ম্যাচ এগোচ্ছে একের পর এক দুরন্ত ম্যাচে আমরা দেখতে পাচ্ছি। আজ ১২ তারিখ এক গুরুত্বপূর্ণ ম্যাচে অস্ট্রেলিয়া দঃ আফ্রিকা -এর মুখোমুখি হয়েছিল।
এই বিশ্বকাপে অস্ট্রেলিয়া প্রথম ম্যাচে ভারতের কাছে হেরে গিয়েছিল এবং অস্ট্রেলিয়ার খেলা ও খুব একটা ভাল ছিল না। তাই প্রতিযোগিতায় প্রবলভাবে ফিরে আসতে হলে এই ম্যাচ জিততে জেতা খুব দরকার ছিল। কিন্তু অস্ট্রেলিয়া না বোলিং না ব্যাটিং কোন ভাবেই দঃ আফ্রিকা সামনে দাঁড়াতে পারল না।
অপরপখ্যে দঃ আফ্রিকা প্রথম খেলায় দুরন্ত জয় পেয়েছে। এবং দঃ আফ্রিকা এই মুহূর্তে দুরন্ত ফর্মে রয়েছে।
তাই আজকের খেলা যে ভীষণ তুল্য মুল্য হবে তা সবাই ভেবে নিয়েছিল আগে থেকেই। কিন্তু খেলা শুরু হতেই অস্ট্রেলিয়া বোলিং এর জীর্ণ দশা বেরিয়ে পড়ল, দঃ আফ্রিকা ওপেনার একাই অস্ট্রেলিয়া বোলারদের পিটিয়ে ছাতু করে দিল।
আজকের ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ তে অস্ট্রেলিয়া – দঃ আফ্রিকা ম্যাচে অস্ট্রেলিয়া টসে জেতে প্রথমে বল করে। উইকেট এক প্রকার Sporting ছিল তাই অস্ট্রেলিয়া চাইছিল রান চেজ করতে।
কিন্তু ব্যাট করতে নেমে দঃ আফ্রিকা এর ওপেনার ব্যাটার রা দুরন্ত খেলা শুরু করেন। ওপেনার ডি কক একাই পুরো অস্ট্রেলিয়া দল কে কচুকাটা করে দেন। তিনি প্রথম থেকেই চার ও ছয়ের ফুলঝুরি দেখাতে থাকেন। সমস্ত অস্ট্রেলিয়া বোলার ই তাকে আটকাতে হিমশিম খেয়ে যায়। তিনি ৮ টি চার ও ৫ টি ছয়ের সাহাজ্যে ১০৬ বলে ১০৯ রান করেন।
তাকে পূর্ণ সহায়তা করেন বাভুমা ও এডেন মারকারাম, দুই জনে দুরন্ত খেলা মেলে ধরেন। বাভুমা করেন ৩৫ এবং এডেন মারকারাম করেন ৫৬ রান।
শেষের দিকে মার্কও ২৬ রানের একটা দুরন্ত ইনিংস খেলেন।
দঃ আফ্রিকা ৩১১ রানে তাদের ইনিংস শেষ করেন।
৩১১ রান সামনে নিয়ে খেলতে নেমে অস্ট্রেলিয়া প্রথম থেকেই বিপদে পড়ে যায়। ওপেনার রা কেউই নামের প্রতি সুবিচার করতে পারে নি।
দুই ওপেনার আবার আজ ও ব্যর্থ হন। এমনকি তারা দঃ আফ্রিকার পেস আক্রমণ কে সামলাতেই পারছিল না।
মিচিল মার্স ৭ , ওয়ারনার ১৩ রানে আউত হন।
এরপর অস্ট্রেলিয়া এর সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটার স্মিথ এর উপর সবার নজর ছিল কিন্ত্য তিনি ও কিছুই করতে পারে নি। নিয়মিত ব্যবধানে উইকেট পড়তে থাকে।
শেষমেস ১৭৭ রানে সবাই আউট হয়ে যায়। দঃ আফ্রিকার ম্যাচ জিতে নেয় ১৩৪ রানে।
দঃ আফ্রিকা স্কোর –