“ফিল সল্ট এক দুরন্ত ইনিস খেলে KKR এর ৪র্থ জয় এনে দিল ।তিনি মাত্র ৪৭ বল খেলে ৮৯ রানের অপরাজিত ইনিংস খেলেন। এই নিয়ে ২ টি ৫০ রান করে ফেললেন , এবং KKR হয়ে এক ইনিসে সবচেয়ে বেশি রান করেন। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে রবিবার দাপটের সঙ্গে জিতল কলকাতা নাইট রাইডার্স। সেই জয়ে বড় ভূমিকা ছিল ফিল সল্টের। ইংল্যান্ডের এই ওপেনার ম্যাচ শেষে জানালেন, খেলতে নেমে গলেই যাচ্ছিলেন।
ইডেনে ৪৭ বলে ৮৯ রান করেন সল্ট। চার মেরে ম্যাচ জেতান তিনিই। ম্যাচ শেষে সল্ট বলেন, “খুব গরম। মনে হচ্ছিল গলে যাব। তবে ঘরের মাঠে জিতে ভাল লাগছে। সূর্য যত ক্ষণ ছিল, পিচটা স্লো ছিল। মাঠের ফ্লাডলাইট জ্বলার পর আদ্রতা বাড়ে। তাতে বল ঠিক মতো ব্যাটে আসতে শুরু করে।” ইডেনে ব্যাট করতে নেমে দারুণ উপভোগ করেছেন সল্ট। তিনি বলেন, “দারুণ লাগল এখানে ব্যাট করে। ওদের দলে বেশ কিছু ভাল বিদেশি ক্রিকেটার রয়েছে। ভাল কোচ রয়েছে। তেমনই আমাদের দলে গৌতম গম্ভীর রয়েছে।”
ম্যাচে প্রথমে ব্যাট করে ১৬১ রান করে লখনউ। সুনীল নারাইনের দাপটে বেশি রান তুলতে পারেনি তারা। ৪ ওভারে মাত্র ১৭ রান দেন তিনি। তবে কেকেআরের দ্রুত রান তোলার নেপথ্যে ছিলেন সল্ট। তিনটি ছক্কা মারেন তিনি। সেই সঙ্গে মারেন ১৪টি চার। ম্যাচের সেরার পুরস্কার নিয়ে সল্ট হাসতে হাসতে বলেন, “খুব বেশি দৌড়তে হয়নি আজকে।” ৭৪ রান বাউন্ডারি মেরেই তোলেন সল্ট। মাত্র ১৫ রান দৌড়ে নেন তিনি।