বিশ্বকাপের ফাইনাল কোন দেশ খেলবে তা স্থির হয়ে গেল। আজ ২ য় সেমিফাইনালে অস্ট্রেলিয়া দঃ আফ্রিকাকে ৩ উইকেটে হারিয়ে দিয়ে ফাইনালের টিকিট নিয়ে নিল। ১৯ তারিখ ফাইনালে আমেদাবাদে ভারতের বিরুধে নামবে অস্ট্রেলিয়া দল।
আজ ইডেনে অস্ট্রেলিয়া ও দঃ আফ্রিকা দলের ভেতের এক দুরন্ত লো স্কোর -এর খেলা দেখল সারা বিশ্ব। ভীষণ লড়াই করেও শেষ পর্যন্ত দঃ আফ্রিকাকে হারতে হল ৩ উইকেটে ।
আজ দঃ আফ্রিকা টসে জিতে প্রথেমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। কিন্ত ব্যাট করতে নেমে প্রথম থেকেই ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হয় দঃ আফ্রিকা দল।
অধিনায়ক বাভুমা ০ রানে ও ডি কক ৩ রানে আউট হয়ে যান। এবং দুসান ও মাত্র ৬ রানে আউট হয়ে ফিরা যান। দঃ আফ্রিকার প্রথম সারির প্রায় সব ব্যাটার আজ ব্যর্থ হন। ডেভিড মিলার একাই দলকে টেনে নিয়ে যান। তিনি ১১৬ বলে ১০১ রান করেন। আফ্রিকার ইনিংস মাত্র ২১২ রানে শেষ হয়ে যায়।
অস্ট্রেলিয়া ২১৩ রান স্যামনে নিয়ে খেলতে নেমে দুরন্ত শুরু করে। যদিও পরে দঃ আফ্রিকার স্পিনাররা কিছুটা লড়াই চালান এবং ম্যাচ কে শেষ পর্যন্ত টেনে নিয়ে যান। কিন্তু বোর্ডে রান ভীষণ কম ছিল । অস্ট্রেলিয়া ৩ উইকেটে ম্যাচ জিতে নেন।
অস্ট্রেলিয়া হয়ে অধিনায়ক প্যাট কমিন্স দুরন্ত বল করেন এবং মিচেল স্তাক ও ভাল বল করেন। তবে ম্যাচ শেষে প্যাট কমিন্স বলেন যে। ফাইনাল ম্যাচ অন্যরকম ভারত সহজে কিছু করতে পারবে না। আমরা ও তৈরি। আমরা লাগাতার ম্যাচ জিতে চলেছি। এটাই করে যেতে চাই।
তাই এক কথায় ভারতীয় ব্যাটিং বোলিং কে কিছুটা তিনি হুমকি দিয়ে গেলেন । এখন দেখার ভারতের বিরুধে ১৯ তারিখ কতটা লড়াই করতে পারে তারা।