শুভমান গিলঃ আইপিএল ২০২৩ হিরো, আইপিএল থেকে মোট কত টাকা আয় করেছেন জেনে নিন –
শুভমান গিলের সামনে যেন এবারের আইপিএল -এ কোন বোলার ই ভাল অবস্থায় ছিল না। সমস্ত দলের বোলারদের তিনি অবলীলায় মেরে গেছেন।
তা দেশীয় বোলার হোক বা বিদেশী বোলার হোক। শুভমান গিল কোন বোলার কে রেয়াদ করেন নি। এমন কি সমস্ত রকমের পিচে তিনি ছিলনে এই আইপিএল- এ দুরন্ত। বাকি ব্যাটাররা যখন খেলতে পারছে না তখন শুভমান গিল একাই দলকে টেনে নিয়ে গেছেন। আমার অনেক ম্যাচেই তাই এই সাহসী খেলা দেখেছি।

যদি ২০২৩ সালে আইপিএল গুজরাট জিতে নেয় তবে হার্দিক দের শুভমান গিলের কাছে অনেকটাই ঋণী থাকতে হবে।
আইপিএল থেকে মোট কত টাকা আয় করেছেন শুভমান গিল
শুভমান গিল আইপিএল -এ বেশ কয়েক বছর খেলছেন এবং এই কয়েক বছরে তিনি প্রচুর টাকা আয় করেছেন।
তবে একটা মজার ব্যাপার শুভমান গিল তার আইপিএল -এর প্রথম ৪ বছর কলকাতা নাইট-এর দলে ছিলেন।

তবে শেষ দুই বছর তাকে KKR ছেড়ে দেয় । এবং আজ GT দল তার লাভ পেয়ে যাচ্ছে ।
KKR সমর্থকরা নিশ্চই আপশোষ করছেন ।যদি দলে শুভমান গিল কে রাখা যেত তবে হয়ত অন্য রকম হত KKR এর অবস্থা।
এখন জানি কোন বছর তিনি কত টাকা আয় করেছেন আই পি এল থেকে –
2018 সালে তিনি ছিলেন কলকাতা নাইট রাইডারস দলে তিনি পান 1.8 Crore টাকা ।
2019 সালে তিনি ছিলেন কলকাতা নাইট রাইডারস দলে তিনি পান 1.8 Crore টাকা ।
2020 সালে তিনি ছিলেন কলকাতা নাইট রাইডারস দলে তিনি পান 1.8 Crore টাকা ।
2021 সালে তিনি ছিলেন কলকাতা নাইট রাইডারস দলে তিনি পান 1.8 Crore টাকা ।
2022 সালে তিনি ছিলেন GT দলে তিনি পান 8 Crore টাকা ।
2023 সালে তিনি ছিলেন GT দলে তিনি পান 8 Crore টাকা ।
শুভমান গিলের আইপিএল ২০২৩ এ কত রান কার বিরুধে করলেন তার বিবরণ –
| MATCH | OPPOSITION | RUNS | 
| 1 | Chennai | 63 | 
| 7 | Delhi | 14 | 
| 13 | Kolkata | 39 | 
| 18 | Punjab | 67 | 
| 23 | Rajasthan | 45 | 
| 30 | Lucknow | 0 | 
| 35 | Mumbai | 56 | 
| 39 | Kolkata | 49 | 
| 44 | Delhi | 6 | 
| 51 | Lucknow | 94 | 
| 62 | Hyderabad | 101 | 
| 70 | Bangalore | 104* | 
| Qualifier | Chennai | 42 | 
| Eliminator | Mumbai | 129 | 
শুভমান গিল আপিএল থেকে কত টাকা আয় করেছেন টেবিল আকারে
| YEAR | Price | TEAM | 
| 2018 | 1.8 Crore | Kolkata | 
| 2019 | 1.8 Crore | Kolkata | 
| 2020 | 1.8 Crore | Kolkata | 
| 2021 | 1.8 Crore | Kolkata | 
| 2022 | 8 Crore | Gujarat Titans | 
| 2023 | 8 Crore | Gujarat Titans | 
 
 
							 
							