You are currently viewing ICC চ্যাম্পিয়ন ট্রফির ক্রিড়াসুচি -কবে-কোথায়  ভারত-পাক মহারণ, দেখুন পুরো সময়সূচি –

ICC চ্যাম্পিয়ন ট্রফির ক্রিড়াসুচি -কবে-কোথায় ভারত-পাক মহারণ, দেখুন পুরো সময়সূচি –

Rate this post

ভারতের টি-২০ বিশ্বকাপ জয়ের রেশ এখনও তাজা। এরই মাঝে সামনে এল পরবর্তী আইসিসি ইভেন্টের ক্রীড়াসূচি। যদিও সরকারিভাবে ঘোষণার আগেই প্রকাশ হয়ে গেল খসড়া ফিক্সচার। ২০২৫ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোন দল কবে-কোথায়-কাদের বিরুদ্ধে মাঠে নামবে, জানা গেল দিনক্ষণ।

আগামী বছর পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত হওয়ার কথা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি, যা মিনি বিশ্বকাপ নামেও পরিচিত। সুতরাং, টুর্নামেন্টের সব ম্যাচ যদি পাক ভূ-খণ্ডে আয়োজিত হয়, তবে ভারতকে খেলতে যেতে হবে ওদেশে। ভারত সরকার টিম ইন্ডিয়াকে পাকিস্তানের মাটিতে পা দেওয়ার অনুমতি দেয় কিনা সেটা জানতে অপেক্ষা করতে হবে আরও কয়েক মাস। তবে রোহিতরা খেলতে যাবেন ধরে নিয়েই ক্রীড়াসূচি তৈরি করেছে আয়োজক পাকিস্তান ক্রিকেট বোর্ড।

(responsive)

২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি শুরু হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। দ্য টেলিগ্রাফে প্রকাশিত সূচি অনুযায়ী করাচির উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে নিউজিল্যান্ড ও আয়োজক পাকিস্তান। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ খেলা হবে ৯ মার্চ। খেতাবি লড়াইয়ের আসর বসবে লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে। ৮ দলের টুর্নামেন্টে খেলা হবে মোট ১৫টি ম্যাচ।

পাকিস্তান ক্রিকেট বোর্ড টুর্নামেন্ট আয়োজন করতে চলেছে তিনটি শহরে। লাহোর ও করাচি ছাড়া রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ। ১৯ দিনের টুর্নামেন্টের ৭টি ম্যাচ আয়োজিত হওয়ার কথা লাহোরে। ৫টি ম্যাচ খেলা হবে রাওয়ালপিন্ডিতে এবং ৩টি ম্যাচ আয়োজিত হওয়ার কথা করাচিতে। ২টি সেমিফাইনাল খেলা হওয়ার কথা করাচি ও রাওয়ালপিন্ডিতে।

ভারত যদি পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যায়, তবে তারা সব ম্যাচ খেলবে লাহোরে। টিম ইন্ডিয়া যদি সেমিফাইনালে ওঠে, সেক্ষেত্রে সূচি বদলে ভারতের শেষ চারের ম্যাচটিও খেলা হবে লাহোরেই, এমনই পরিকল্পনা রয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের।

চ্যাম্পিয়ন্স ট্রফির এ-গ্রুপে রয়েছে ভারত। গ্রুপ লিগে তাদের লড়াই নিউজিল্যান্ড, বাংলাদেশ ও আয়োজক পাকিস্তানের বিরুদ্ধে। টুর্নামেন্টের হাই-ভোল্টেজ ভারত-পাক ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ১ মার্চ। রোহিতরা একই মাঠে সব ম্যাচ খেলবেন বলে স্বাভাবিকভাবেই ভারত-পাক লড়াই অনুষ্ঠিত হবে লাহোরে।

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর ক্রীড়াসূচি:-

১. পাকিস্তান বনাম নিউজিল্যান্ড- ১৯ ফেব্রুয়ারি, করাচি।
২. ভারত বনাম বাংলাদেশ- ২০ ফেব্রুয়ারি, লাহোর।
৩. আফগানিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা- ২১ ফেব্রুয়ারি, করাচি।
৪. অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড- ২২ ফেব্রুয়ারি, লাহোর।
৫. ভারত বনাম নিউজিল্যান্ড- ২৩ ফেব্রুয়ারি, লাহোর।
৬. পাকিস্তান বনাম বাংলাদেশ- ২৪ ফেব্রুয়ারি, রাওয়ালপিন্ডি।
৭. আফগানিস্তান বনাম ইংল্যান্ড- ২৫ ফেব্রুয়ারি, লাহোর।
৮. অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা- ২৬ ফেব্রুয়ারি, রাওয়ালপিন্ডি।
৯. বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড- ২৭ ফেব্রুয়ারি, লাহোর।
১০. আফগানিস্তান বনাম অস্ট্রেলিয়া- ২৮ ফেব্রুয়ারি, রাওয়ালপিন্ডি।
১১. ভারত বনাম পাকিস্তান- ১ মার্চ, লাহোর।
১২. দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ড- ২ মার্চ, রাওয়ালপিন্ডি।
১৩. প্রথম সেমিফাইনাল- ৫ মার্চ, করাচি।
১৪. দ্বিতীয় সেমিফাইনাল- ৬ মার্চ, রাওয়ালপিন্ডি।
১৫. ফাইনাল- ৯ মার্চ, লাহোর।

Whatsapp Group Join
Telegram channel Join

Leave a Reply