You are currently viewing ICC Champions Trophy- পাকিস্তান থেকে সরছেই ভারতের ম্যাচ! হাইব্রিড মডেলে হবে আরব আমিরশাহীতে…রিপোর্ট

ICC Champions Trophy- পাকিস্তান থেকে সরছেই ভারতের ম্যাচ! হাইব্রিড মডেলে হবে আরব আমিরশাহীতে…রিপোর্ট

Rate this post

ICC Champions Trophy- পাকিস্তান থেকে সরছেই ভারতের ম্যাচ! হাইব্রিড মডেলে হবে আরব আমিরশাহীতে…রিপোর্ট

বড়সড় অঘটন না ঘটলে পাকিস্তান থেকে সরছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির পাঁচটি ম্যাচ। ভারতীয় দলের তিনটি গ্রুপ স্টেজের ম্যাচের পাশাপাশি একটি সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ পাকিস্তানের বাইরে নিয়ে যাওয়া হচ্ছে বলে এক রিপোর্টে দাবি করা হয়েছে। সম্প্রতি আইসিসি ভার্চুয়ালি নিজেদের মধ্যে বৈঠক করেছে, সেখানেই এমন প্রস্তাব উঠে এসেছে।

(responsive)

পাকিস্তান থেকে সরতে পারে পাঁচটি ম্যাচ-

২৯ নভেম্বর আইসিসির জরুরি বৈঠক রয়েছে। সেদিনই আইসিসির তরফে ক্রীড়াসূচি প্রকাশ করে দেওয়ার কথা। রিপোর্টে জানা যাচ্ছে, যাতে ভারতের তিনটি ম্যাচ এবং সেমিফাইনাল, ফাইনাল ম্যাচের মধ্যে বেশি সময় নষ্ট না হয়, সেই কারণে ভারতের ম্যাচগুলো হতে পারে সংযুক্ত আরব আমিরশাহীতে। ইতিমধ্যেই পাকিস্তানের কাছে হাইব্রিড মডেলের প্রস্তাব গেছে।

ভারত পাকিস্তানে যাবে না-

ভারত সরকার স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছে আগে, যে পাকিস্তানে তাঁদের পক্ষ দল ছাড়া সম্ভব নয়। আর বিসিসিআইয়ের পক্ষে সরকারের অনুমতি ছাড়াও দল পাঠানো অসম্ভব। এই অবস্থায় পাকিস্তানকে দুটি প্রস্তাব দেওয়া হচ্ছে। বলা ভালো দুটি প্ল্যান তৈরি রাখা হচ্ছে। ভারত যদি সেমিফাইনাল ফাইনালে ওঠে তবে সেগুলো হবে আরব আমিরশাহীতে, অন্যথায় সেই ম্যাচগুলো পাকিস্তানেই হবে। তবে ভারতের ম্যাচ পাকিস্তানে কোনওভাবেই হবে না।

পাকিস্তানের রাজধানিতে টানা বিক্ষোভ-

এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ হওয়ার কথা লাহোর, করাচি এবং রাওয়ালপিন্ডিতে। সম্প্রতি শ্রীলঙ্কা এ দলের সিরিজ স্থগিত হয়ে যায় রাজধানীতে রাজনৈতিক উত্তেজনার কারণে। এছাড়াও প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের অনুগামিদের প্রায় ১০০০ জনকে পুলিশ গ্রেফতার করে। এখনও জেলেই রয়েছেন ইমরান খান। রাজধানি ইসলামাবাদে ইমরান অনুগামিরা বিক্ষোভ দেখান, ফলে বিষয়গুলো পাকিস্তানের বিরুদ্ধেই গেছে। 

হাইব্রিড মডেলে ম্যাচ আয়োজনের জন্য ভোট-

জানা যাচ্ছে হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন নিয়ে একটা ভোটও করা হতে পারে। সেখানেই সিদ্ধান্ত হয়ে যাবে অধিকাংশ বোর্ড হাইব্রিড মডেলের পক্ষে কিনা, এরপর বল পাকিস্তানের কোর্টে ছেড়ে দেওয়া হবে। হাইব্রিড মডেলে যদি ম্যাচ হয়, তাহলেও পিসিবিকে সরকারের থেকে পর্যাপ্ত অনুমতি নিতে সময় দেবে আইসিসি। 

Whatsapp Group Join
Telegram channel Join

Leave a Reply