বিশ্বকাপ টি২০ ক্রিকেট ২০২৪ সময়সূচী | ICC T20 world cup 2024 schedule in Bengali | আইসিসি ওয়ার্ল্ড কাপ ২০২৪ এর সময়সূচি
বিশ্বকাপ টি২০ ক্রিকেট ২০২৪ সময়সূচী , বিশ্বকাপ টি২০ ক্রিকেট ২০২৪ -এর দামামা বাজতে আজ বেশী বাকি নেই । আর মাত্র কয়েকটা দিন পর বিশ্বকাপ টি২০ ক্রিকেট ২০২৪-এর আসর বসবে। আমরা আজকের এই নিবন্ধে আপনাদের এই বিশ্বকাপ টি২০ ক্রিকেট ২০২৪ -এর সমস্ত খবর , সময়সূচী জানাব। আপনি যদি বিশ্বকাপ টি২০ ক্রিকেট ২০২৪ এর সম্পর্কে সমস্ত খবর যেমন –
বিশ্বকাপ টি২০ ক্রিকেট ২০২৪ কোন কোন দল খেলবে ।
বিশ্বকাপ টি২০ ক্রিকেট ২০২৪ কোথায় কোথায় খেলা হবে ।
বিশ্বকাপ টি২০ ক্রিকেট ২০২৪ খেলার সময় , খেলার মাঠ অর্থাৎ কোথায় খেলা হবে।
এছাড়া বিশ্বকাপ টি২০ ক্রিকেট ২০২৪ সম্পর্কে যাবতীয় তথ্য আপনি এই নিবন্ধে পেয়ে যাবেন ।
বিশ্বকাপ টি২০ ক্রিকেট ২০২৪ খেলার লাইভ স্কোর এবং খেলার পয়েন্ট টেবিল নিয়মিত ভাবে এই নিবন্ধে পেয়ে যাবেন।
বিশ্বকাপ টি২০ ক্রিকেট ২০২৪ সম্পর্কে এই সমস্ত তথ্য জানতে চান তবে এই নিবন্ধ শেষ পর্যন্ত ভাল করে পড়বেন , এবং যদি এই নিবন্ধ আপনার ভাল লাগে তবে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আর যদি এই সম্পর্কে আরও কিছু তথ্য আপনার লাগে তবে অবশ্যই আপনি নিচে কমেন্ট করবেন ।
বিশ্বকাপ টি২০ ক্রিকেট ২০২৪ সময়সূচী | ICC T20 world cup 2024 schedule in Bengali | আইসিসি ওয়ার্ল্ড কাপ ২০২৪ এর সময়সূচি
বিশ্বকাপ টি২০ ক্রিকেট ২০২৪ সময়সূচী | ICC T20 world cup 2024 schedule in Bengali | আইসিসি ওয়ার্ল্ড কাপ ২০২৪ এর সময়সূচি
বিশ্বকাপ টি২০ ক্রিকেট ২০২৪ অর্থাৎ টি২০ ক্রিকেট -এর সবচেয়ে বড় মহারন খুব তাড়াতাড়ি শুরু হবে।। এর আগের টি২০ বিশ্বকাপে ইংল্যান্ড আমাদের প্রতিবেশী দেশ পাকিস্থান কে হারিয়ে কাপ জয় করেছে ।
বিশ্বকাপ টি২০ ক্রিকেট ২০২৪ আমেরিকা যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে অনুষ্ঠিত হবে। এই দুই দেশ এই বিশ্বকাপ টি২০ ক্রিকেট ২০২৪ এর যৌথ আয়োজক দেশ । যদিও এর আগে আমেরিকা যুক্তরাষ্ট্রে কোন দিন ওয়ার্ল্ড কাপ হয়নি। তবে ওয়েস্ট ইন্ডিজে আগে বিশ্বকাপ ক্রিকেট হয়েছেন।
গত ওয়ার্ল্ড কাপ ক্রিকেট ২০২৩ ভারত দুরন্ত ভাবে খেলেও ফাইনালে হেরে যায়। তাই এই বিশ্বকাপ টি২০ ক্রিকেট ২০২৪ কে নিয়ে ভারতীয় ক্রিকেটপ্রেমিরা ভীষণভাবে উৎসাহিত হয়ে আছে। সমস্ত ভারতীয় ক্রিকেটপ্রেমীরা চাইছে ভারত এই বার এই কাপ জিতুক।
ভারতের সঙ্গে সঙ্গে ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশ ও ভীষণ ভাবে এই প্রতিযোগিতাকে নিয়ে উৎসাহিত হয়ে আছে। কারন এই গত টি-২০ ওয়ার্ল্ড কাপ-এ বাংলাদেশ খুব ভাল ফল করেছিল । বাংলাদেশী ক্রিকেট প্রেমীরা ও চাইছে বাংলাদেশের ছেলারা ভাল কিছু করে দেখাক।
বিশ্বকাপ টি২০ ক্রিকেট ২০২৪ সময়সূচী Summary
আয়োজক | আমেরিকা যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ |
পরিচালনায় | International Cricket Council |
ক্রিকেট Format | টি ২০ ম্যাচ |
খেলার পদ্ধতি | Round-Robin এবং Knockout |
শুরুর তারিখ | ৪ জুন ২০২৪ |
প্রথম সেমি – | TBD |
দ্বিতীয় সেমি – | TBD |
ফাইনাল | ৩০ জুন ২০২৪ |
দলের সংখ্যা | |
ম্যাচের সংখ্যা | |
অফিসিয়াল ওয়েবসাইট | https://www.cricketworldcup.com/ |
বিশ্বকাপ টি২০ ক্রিকেট ২০২৪ আয়োজক আমেরিকা যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ
বিশ্বকাপ টি২০ ক্রিকেট ২০২৪ হল আইসিসি এর টি ২০এর সবচেয়ে বড় ক্রিকেট প্রতিযোগিতা । ২০২৪ সালে এই প্রতিযোগিতার পরবর্তী অধ্যায় আমেরিকা যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ এ অনুষ্ঠিত হবে। তবে ভারতবাসীর জন্য এটা সবচেয়ে বড় কথা যে আমেরিকা যুক্তরাষ্ট্র -এ প্রচুর ভারতীয় সমর্থক থাকবে। এর আগে যদিও আমেরিকা যুক্তরাষ্ট্রতে কোন দিন বিশ্বকাপ টি২০ ক্রিকেট অনুষ্ঠিত হয় নি । তবে ওয়েস্ট ইন্ডিজে এর আগে বিশ্বকাপ টি২০ ক্রিকেট অনুষ্ঠিত হয়েছে।
বিশ্বকাপ টি২০ ক্রিকেট ২০২৪
বিশ্বকাপ টি২০ ক্রিকেট ২০২৪ হবে বিশ্বকাপ ক্রিকেটের ৯ তম সংস্করণ । বিশ্বকাপ টি২০ ক্রিকেট এমনই একটি খেলা যেখানে সারা বিশ্ব থেকে সমস্ত ক্রিকেট দল এই ওয়ার্ল্ড কাপ ক্রিকেট এর জন্য লড়াই করবে। এবারের আইসিসি বিশ্বকাপে, সারা বিশ্ব থেকে মাত্র 2০ টি দল লড়াই করার সুযোগ পাবে। এবং এই খেলা 20 ওভারের একদিনের ম্যাচের ফরমেটে খেলা হবে।
সারা বিশ্ব থেকে ক্রিকেট খেলা দেশ গুলি থেকে শীর্ষ ২০ টি দল ওয়ার্ল্ড কাপ টি২০ ক্রিকেট ২০২৪ খেলার সুযোগ পেয়েছে।
তাই সমস্ত ক্রিকেট খেলা দলগুলি এই প্রতিযোগিতায় সুযোগ না ও পেতে পারে। তবে ভারতীয়দের জন্য সবচেয়ে খুশীর বা আনন্দের খবর, ২০০৭ সালে ভারত প্রথম শুরু হওয়া টি২০ বিশ্বকাপ জিতেছিল ধোনি এর অধিনায়কত্বে। তাই এবারেও ভারতীয়দের আশা তারা কাপ জিতে নেবে।
বিশ্বকাপ টি২০ ক্রিকেট ২০২৪ কোন কোন দল খেলছে | ICC world cup 2024 Team List
বিশ্বকাপ টি২০ ক্রিকেট ২০২৪ মোট ২০ টি দল খেলতে পারবে। এই প্রথম বার টি২০ বিশ্বকাপে একগুলি দল খেলতে পারবে। এবারের বিশ্বকাপে গতবারের টি২০ – ২০২২ সালের প্রথম ৮ টি দল কে সরাসরি যোগ্যতা পেয়েছে ।
হোস্ট দল হিসাবে আমেরিকা সুযোগ পেয়েছে। এরপর বেস্ট T20I Ranking এবং বেস্ট দলের ভিত্তিতে
আমেরিকা থেকে ১ টি
এশিয়া থেকে ২ টি।
ইস্ট এশিয়া পেসিফিক থেকে ১ টি
ইউরোপ থেকে – ২ টি
আফ্রিকা থেকে – ২ টি । দল কে নেওয়া হয়েছে ।
- India
- England
- New Zealand
- Australia
- Bangladesh
- Pakistan
- Afghanistan
- South Africa
- Sri Lanka
- Netherlands
- আফগানিস্থান
- কানাডা
- ওয়েস্ট ইন্ডিজ
- আমেরিকা
- আয়ারল্যান্ড
- নামিবিয়া
- নেপাল
- ওমান
- পাপুয়া নিউ গিনিয়া
- স্কটল্যান্ড
- উগান্ডা
বিরাট কোহলি বায়োগ্রাফি, India, IPL , স্ত্রী, সন্তান, সেঞ্চুরি, কত টাকার মালিক, রেকর্ড
বিশ্বকাপ টি২০ ক্রিকেট ২০২৪ কোন দল কত বার জিতেছে ।
২০০৭ সালে এই বিশ্বকাপ ২০০৭ শুরু হয়েছিল এবং প্রথম বছর ই কাপ জিতে নিয়েছিল ভারত।
নীচে আমরা ২০২৩ পর্যন্ত কোন কোন দেশ এই কাপ জিতেছে তার একটা দিলাম –
সাল | কে জিতেছে | Runner কে হয়েছে | সেরা প্লেয়ার কে হয়েছে | সবচেয়ে বেশী উইকেট | কোথায় খেলা হয়েছিল |
2022 | England | Pakistan | Sam Curran | Wanindu Hasaranga | Australia |
2021 | Australia | New Zealand | — | Wanindu Hasaranga | Oman & UAE |
2016 | West Indies | England | Virat Kohli | Mohammad Nabi | India |
2014 | Sri Lanka | India | Virat Kohli | Ahsan Malik and Imran Tahir | Bangladesh |
2012 | West Indies | Sri Lanka | Shane Watson | Ajantha Mendis | Sri Lanka |
2010 | England | Australia | Kevin Pietersen | Dirk Nannes | West Indies |
2009 | Pakistan | Sri Lanka | Tillakaratne Dilshan | Umar Gul | England |
2007 | India | Pakistan | Shahid Afridi | Umar Gul | South Africa |
বিশ্বকাপ টি২০ ক্রিকেট ২০২৪ Venue | ICC world cup 2023 Venue
বিশ্বকাপ টি২০ ক্রিকেট ২০২৪ সময়সূচী | ICC T20 world cup 2024 schedule in Bengali | আইসিসি ওয়ার্ল্ড কাপ ২০২৪ এর সময়সূচি
বিশ্বকাপ টি২০ ক্রিকেট ২০২৪ এখনও প্রকাশিত হয় নি প্রকাশিত হওয়া মাত্র আমরা এই ওয়েবসাইটে প্রাকশ করে দেব।
বিশ্বকাপ টি২০ ক্রিকেট ২০২৪ শুরু তারিখঃ | ৪-৬-২০২৪ |
বিশ্বকাপ টি২০ ক্রিকেট ২০২৪ শেষ তারিখঃ | ৩০-৬-২০২৪ |
মোট দল সংখ্যা – | ২০ টি |
আয়োজক দেশ – | USA, West Indies |
বিশ্বকাপ টি২০ ক্রিকেট ২০২৪ সময়সূচী গ্রুপ বিন্যাস
এখন আমরা জেনে নিই বিশ্বকাপ T20 2024 তে কোন গ্রুপে কে আছে । এবারের বিশ্বকাপ T20 2024 তে মোট ২০ দল অংশগ্রহণ করছে। এবং এই ২০ দলকে মোট ৪ টি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতি গ্রুপে রয়েছে ৫ টি করে দল।
Group A | Group B | Group C | Group D |
India | England | New Zealand | South Africa |
Pakistan | Australia | West Indies | Sri Lanka |
Ireland | Namibia | Afghanistan | Bangladesh |
Canada | Scotland | Uganda | Netherlands |
USA | Oman | Papua New Guinea | Nepal |
বিশ্বকাপ টি২০ ক্রিকেট ২০২৪ সময়সূচী —
বিশ্বকাপ টি২০ ক্রিকেট ২০২৪ সময়সূচী তে এবার আমরা জেনে নেব কোন দলের খেলা কোন দিন অনুষ্ঠিত হবে।
Date | Match | Venue |
01-Jun-24 | USA vs Canada | Florida |
02-Jun-24 | West Indies vs Papua New Guinea | Guyana |
02-Jun-24 | Namibia vs Oman | Barbados |
03-Jun-24 | Sri Lanka vs South Africa | New York |
03-Jun-24 | Afghanistan vs Uganda | Guyana |
04-Jun-24 | England vs Scotland | Barbados |
04-Jun-24 | Netherlands vs Nepal | Dallas |
05-Jun-24 | India vs Ireland | New York |
05-Jun-24 | Papua New Guinea vs Uganda | Guyana |
05-Jun-24 | Australia vs Oman | Barbados |
06-Jun-24 | USA vs Pakistan | Dallas |
06-Jun-24 | Namibia vs Scotland | Barbados |
07-Jun-24 | Canada vs Ireland | New York |
07-Jun-24 | New Zealand vs Afghanistan | Guyana |
07-Jun-24 | Sri Lanka vs Bangladesh | Dallas |
08-Jun-24 | Netherlands vs South Africa | New York |
08-Jun-24 | Australia vs England | Barbados |
08-Jun-24 | West Indies vs Uganda | Guyana |
09-Jun-24 | India vs Pakistan | New York |
09-Jun-24 | Oman vs Scotland | Antigua |
10-Jun-24 | South Africa vs Bangladesh | New York |
11-Jun-24 | Pakistan vs Canada | New York |
11-Jun-24 | Sri Lanka vs Nepal | Lauderhill |
11-Jun-24 | Australia vs Namibia | Antigua |
12-Jun-24 | USA vs India | New York |
12-Jun-24 | West Indies vs New Zealand | Trinidad |
13-Jun-24 | England vs Oman | Antigua |
13-Jun-24 | Bangladesh vs Netherlands | St. Vincent |
13-Jun-24 | Afghanistan vs Papua New Guinea | Trinidad |
14-Jun-24 | USA vs Ireland | Lauderhill |
14-Jun-24 | South Africa vs Nepal | St. Vincent |
14-Jun-24 | New Zealand vs Uganda | Trinidad |
15-Jun-24 | India vs Canada | Florida |
15-Jun-24 | Namibia vs England | Antigua |
15-Jun-24 | Australia vs Scotland | Saint Lucia |
16-Jun-24 | Pakistan vs Ireland | Lauderhill |
16-Jun-24 | Bangladesh vs Nepal | St. Vincent |
16-Jun-24 | Sri Lanka vs Netherlands | Saint Lucia |
17-Jun-24 | New Zealand vs Papua New Guinea | Trinidad |
17-Jun-24 | West Indis vs Afghanistan | Saint Lucia |
19-Jun-24 | A2 vs D1 | Antigua |
19-Jun-24 | B1 vs C2 | Saint Lucia |
20-Jun-24 | C1 vs A1 | Barbados |
20-Jun-24 | B2 vs D2 | Antigua |
21-Jun-24 | B1 vs D1 | Saint Lucia |
21-Jun-24 | A2 vs C2 | Barbados |
22-Jun-24 | A1 vs D2 | Antigua |
22-Jun-24 | C1 vs B2 | St. Vincent |
23-Jun-24 | A2 vs B1 | Barbados |
23-Jun-24 | C2 vs D1 | Antigua |
24-Jun-24 | B2 vs A1 | Saint Lucia |
24-Jun-24 | C1 vs D2 | St. Vincent |
26-Jun-24 | Semi-final 1 | Guyana |
27-Jun-24 | Semi-final 2 | Trinidad |
29-Jun-24 | Final | Barbados |
গ্রুপ পর্বের পরের খেলাগুলো আমরা বিশ্বকাপ শুরু হওয়ার পর যেভাবে আপডেট পাব সেভাবে এই লিস্টে update করে দেব।
Read Also – Jasprit Bumrah Biography, Stats , ODI Wickets, wiki, Born, Wife, Children, Age, Career, Net worth
ওয়ার্ল্ড কাপ ক্রিকেট -এর কিছু তথ্য জেনে নিন
এখন পর্যন্ত অস্ট্রেলিয়া দল সবচেয়ে বেশী বার ওয়ার্ল্ড কাপ ক্রিকেট জিতেছে। তারা 5 বার ক্রিকেট এই সবচেয়ে বড় ট্রফি জিতেছে। এবং এর সঙ্গে সঙ্গে তারা 1996 সালে একবার রানার্সআপ হয়েছে।
তার পরেই আছে ওয়েস্ট ইন্ডিজ দল তারা পর পর দুইবার আইসিসি বিশ্বকাপ ক্রিকেট জিতেছে এবং তার সঙ্গে সঙ্গে তারা একবার রানার্সআপ হয়েছে।
পাকিস্তান, শ্রীলঙ্কা ও ইংল্যান্ড ক্রিকেট বিশ্বকাপ একবার করে জিতেছে ।
ভারত এই ট্রফি দুবার জিতেছে অর্থাৎ ২য় বার ক্রিকেট বিশ্বকাপ তারা জিতে নিয়েছে প্রথম 1983 সালে এবং তারপর 2011 সালে। ভারত 2003 সালে রানার্সআপ হয়েছিল।
ODI ওয়ার্ল্ড কাপ ক্রিকেট কোন দল কত বার জিতেছে ।বিশ্বকাপ ক্রিকেট চ্যাম্পিয়ন তালিকা । Worlds cup Cricket Champions list in Bengali
এখন আমরা জেনে নি কোন দল কতবার ওয়ার্ল্ড কাপ ক্রিকেট জিতেছে এবং কোন কোন দল বিজেতা হিসাবে থেকেছে।
World cup SL. | World Cup Version | World Cup Starting Date | World Cup Ending Date | World Cup Winner Team | World Cup Runner-up Team |
13th | 2023 ODI World Cup | October | 26-11-2023 | Comming | Comming |
12th | 2019 Cricket World Cup | 30-05-2019 | 14-07-2019 | England | New Zealand |
11th | 2015 Cricket World Cup | 14-02-2015 | 29-03-2015 | Australia | New Zealand |
10th | 2011 Cricket World Cup | 19-02-2011 | 02-04-2011 | India | Sri Lanka |
9th | 2007 Cricket World Cup | 13-03-2007 | 28-04-2007 | Australia | Sri Lanka |
8th | 2003 Cricket World Cup | 09-02-2003 | 23-03-2003 | Australia | India |
7th | 1999 Cricket World Cup | 14-05-1999 | 20-06-1999 | Australia | Pakistan |
6th | 1996 Cricket World Cup | 14-02-1996 | 17-03-1996 | Sri Lanka | Australia |
5th | 1992 Cricket World Cup | 22-02-1992 | 25-03-1992 | Pakistan | England |
4th | 1987 Cricket World Cup | 08-10-1987 | 08-11-1987 | Australia | England |
3rd | 1983 5050 World Cup | 09-06-1983 | 25-06-1983 | India | West Indies |
2nd | 1979 Cricket WC | 09-06-1979 | 23-06-1979 | West Indies | England |
1st | 1975 CWC | 07-06-1975 | 21-06-1975 | West Indies | Australia |
ওয়ার্ল্ড কাপ ক্রিকেট ২০২৩ সময়সূচি | ICC world cup 2023 schedule | বিশ্বকাপ ক্রিকেট ২০২3 সময়সূচী
FAQ
প্রশ্নঃ আইসিসি ক্রিকেট বিশ্বকাপ কত বছর অন্তর অনুষ্ঠিত হয়?
উঃ আইসিসি ক্রিকেট বিশ্বকাপ প্রতি চার বছর অন্তর অনুষ্ঠিত হয়।
Q. T20 ওয়ার্ল্ড কাপ ক্রিকেট 2024 কোন কোন দল খেলছে ?
Ans. T20 ওয়ার্ল্ড কাপ ক্রিকেট 2024 মোট 20 টি দল খেলবে , 4 টি গ্রুপে , প্রতিটি গ্রুপে ৫ টি করে দল থাকবে।
প্রশ্নঃ আইসিসি ক্রিকেট T20 বিশ্বকাপে এবারে কয়টি দল অংশগ্রহণ করবে ?
উত্তর: আইসিসি ক্রিকেট T20 বিশ্বকাপে এবারে মোট ২0 টি দল অংশগ্রহণ করেছে।
প্রশ্নঃ আইসিসি ক্রিকেট বিশ্বকাপের ফরম্যাট কিভাবে হয়?
উত্তর: বিশ্বকাপের ফরম্যাটে সাধারণত রাউন্ড-রবিন গ্রুপ পর্ব থাকে যার পরে নকআউট পর্ব হয়।
T20 ওয়ার্ল্ড কাপ ক্রিকেট ২০২৪ কবে হবে ?
T20 ওয়ার্ল্ড কাপ ক্রিকেট ২০২৪ ১ জুন ২০২৪ থেকে শুরু হবে।
২০২৪ T20 ক্রিকেট বিশ্বকাপ কোথায় হবে?
২০২৪ T20 ক্রিকেট বিশ্বকাপ অয়েস্ট ইন্ডিজ ও অ্যামেরিকা তে অনুষ্ঠিত হবে ।
T20 ওয়ার্ল্ড কাপ ক্রিকেট ২০২৪ প্রথম খেলা কোথায় হবে ?
T20 ওয়ার্ল্ড কাপ ক্রিকেট ২০২৪ প্রথম খেলা ১ জুন ২০২৪ , Florida, USA হবে।