বিশবকাপের পর ভারত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি ২০ সিরিজ খেলছে , এবং ভারত দুরন্ত ফর্মে পরের পর ম্যাচ জিতে j যাচ্ছিল , কিন্তু আজ হটাত ছন্দ পতন ঘটল। রবিবার অস্ট্রেলিয়াকে হারিয়ে টি-২০ সিরিজে একটানা দুটি জয় নিজেদের নামে করেছে ভারতীয় দল। বিশ্বকাপ (World Cup 2023) ফাইনালে হারের পরেও ভারত দুরন্ত ভাবে T 20 সিরিজে অজিদের বীরুধে প্রথম ২ টি ম্যাচ জিতেনিয়ে ছিল। তাই আজ এই ম্যাচ জিতলে সিরিজ নিজেদের পকেটে নিয়ে নিত ভারত।
আজকের গুয়াহাটি বাসরাপারা স্টেডিয়ামে অস্ট্রেলিয়া টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠায় । ভারতীয় ওপেনার জয়সয়াল ০ রানে ফিরে গেলেও , অপর ওপেনার ঋতুরাজ ও সূর্য কুমারের দাপটে ভারত ২০ ওভারে ২২২ রান করে।
ঋতুরাজ আজ ছিলনে একাই একশ। তিনি একাই করেন ৫৭ বলে ১২৩ রান, তাতে ছিল ১৩ টি চার এবং ৭ টি ছয়।
২২২ রান সামনে নিয়ে খেলতে নেমে অস্ট্রেলিয়া ব্যাটার রা খুব একটা ভাল শুরু না করতে পারলে ও ম্যক্সওয়েল আজ দুরন্ত ব্যাট করেন। তিনি আজ একাই অজিদের ম্যাচ জিতিয়ে দেন। তিনি ৪৮ বলে করেন ১০৪ রান।
৫ উইকেটে ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া ।
এই ম্যাচ জিতে অস্ট্রেলিয়া এই সিরিজ -এ এখনও টিকে থাকল। আরও দুটি ম্যাচ খেলা হবে।
এইসবের পাশাপাশি বর্তমানে টি-২০ ক্রিকেটে প্রথম স্থানে রয়েছে ভারতীয় দল। এছাড়া টি-২০ ক্রিকেটের বর্তমানে সেরা ব্যাটার হলেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। ২০২৪ টি-২০ বিশ্বকাপের আগে এই সংখ্যা ১৩৫ থেকে অনেক বেড়ে দাঁড়াবে বলে ভারতীয় ক্রিকেটপ্রেমীরা মনে করছেন। ভারতীয় দলের এই রেকর্ডও আর পাঁচটি রেকর্ডের মতো ইতিহাসের পাতাতে লেখা থাকবে।