গ্রুপ লিগের চারটি ম্যাচের মধ্যে ৩টিতে জয় তুলে নেয় ভারত। টিম ইন্ডিয়ার ১টি ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায়। এ-গ্রুপের এক নম্বর দল হিসেবে সুপার এইট রাউন্ডের যোগ্যতা অর্জন করে ভারত। রোহিতরা সুপার এইট রাউন্ডের প্রথম ম্যাচে হারিয়ে দেন আফগানিস্তানকে। এবার সুপার এইটের দ্বিতীয় ম্যাচে ভারতের প্রতিপক্ষ ছিল বাংলাদেশ। গ্রুপ লিগে বাংলাদেশও তাদের ৩টি ম্যাচে জয় তুলে নেয়। তবে ১টি ম্যাচে হারের মুখ দেখতে হয় নাজমুল হোসেন শান্তদের। ডি-গ্রুপের দুই নম্বর দল হিসেবে সুপার এইটে ওঠে বাংলাদেশ। তবে তারা সুপার এইটের প্রথম ম্যাচে হেরে যায় অস্ট্রেলিয়ার কাছে। এবার ভারতের কাছে হেরে টুর্নামেন্ট থেকে কার্যত বিদায় নিশ্চিত করে ফেলেন শাকিব আল হাসানরা। বাংলাদেশকে হারিয়ে ভারত সেমিফাইনালের দিকে এক পা বাড়িয়ে রাখে।
প্রথমে ব্যাট হাতে ২৭ বলে অপরাজিত ৫০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন হার্দিক পান্ডিয়া। পরে ৩ ওভার বল করে ৩২ রানের বিনিময়ে ১টি উইকেট দখল করেন তিনি। সঙ্গত কারণেই ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন হার্দিক।
বিরাট জয় ভারতের
১৯.৫ ওভারে আর্শদীপ সিংয়ের বলে অক্ষর প্যাটেলের হাতে ধরা পড়েন মাহমুদুল্লাহ। ১৫ বলে ১৩ রান করেন তিনি। মারেন ১টি চার। বাংলাদেশ ১৪৫ রানে ৮ উইকেট হারায়। ব্যাট করতে নামেন তানজিম হাসান শাকিব। তিনি ওভারের শেষ বলে ১ রান নেন। ভারতের ৫ উইকটে ১৯৬ রানের জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৪৬ রানে আটকে যায়। ৫০ রানের বিরাট ব্যবধানে ম্যাচ জেতে টিম ইন্ডিয়া