You are currently viewing ভারতের T20 দল ঘোষণা, হার্দিককে নয়  ক্যাপ্টেন সূর্য, VC- গিল, দলে প্রচুর চমক , জেনে নিন পুর দল –

ভারতের T20 দল ঘোষণা, হার্দিককে নয় ক্যাপ্টেন সূর্য, VC- গিল, দলে প্রচুর চমক , জেনে নিন পুর দল –

5/5 - (1 vote)

অবশেষে সামনে এল শ্রীলঙ্কা সফরের ২টি সীমিত ওভারের সিরিজের ভারতীয় দল। বৃহস্পতিবার জাতীয় নির্বাচকরা শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ ও ওয়ান ডে সিরিজের জন্য টিম ইন্ডিয়ার স্কোয়াড ঘোষণা করেন। প্রত্যাশা মতোই টি-২০ সিরিজের ক্যাপ্টেন নির্বাচিত হলেন সূর্যকুমার যাদব। এক্ষেত্রে তিনি প্রতিদ্বন্দ্বিতায় হারিয়ে দিলেন হার্দিক পান্ডিয়াকে। সুতরাং, শ্রীলঙ্কা সফরের টি-২০ সিরিজে সূর্কুমারের নেতৃত্বে মাঠে নামবেন হার্দিক।

রোহিত শর্মা আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরে ভারতীয় দলকে স্থায়ী টি-২০ ক্যাপ্টেন খুঁজে নিতে হতো। প্রাথমিকভাবে দৌড়ে এগিয়ে ছিলেন হার্দিক। তবে শেষ ল্যাপে হার্দিককে টেক্কা দেন সূর্য। আরও চমকপ্রদ বিষয় হল, হার্দিক দলে থাকলেও তিনি ভাইস ক্যাপ্টেন নন। বরং এক্ষেত্রে সূর্যকুমারের ডেপুটি নির্বাচিত হয়েছেন শুভমন গিল।

(responsive)

জিম্বাবোয়ে সিরিজে প্রথমবার জাতীয় দলে ডাক পাওয়া রিয়ান পরাগ শ্রীলঙ্কা সফরের টি-২০ স্কোয়াডে জায়গা ধরে রেখেছেন। তিনি ওয়ান ডে স্কোয়াডেও মাথা গলিয়ে দিয়েছেন। তবে জিম্বাবোয়ে সফরে সেঞ্চুরি করা সত্ত্বেও শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে জায়গা হয়নি অভিষেক শর্মার।

প্রত্যাশা মতোই বিশ্রামে রয়েছেন জসপ্রীত বুমরাহ। স্কোয়াডে নাম নেই জিম্বাবোয়ে সফরে দারুণ বল করা মুকেশ কুমার ও আবেশ খানের। দুই উইকেটকিপার হিসেবে স্কোয়াডে নাম রয়েছে ঋষভ পন্ত ও সঞ্জু স্যামসনের। যদিও জায়গা ধরে রেখেছেন খলিল আহমেদ।

অক্ষর প্যাটেল, মহম্মদ সিরাজ ও আর্শদীপ সিং বিশ্বকাপের পরে মাঠে ফিরছেন। স্পিনার অল-রাউন্ডার হিসেবে ওয়াশিংটন সুন্দর রয়েছেন স্কোয়াডে। ওয়াশিংটন জিম্বাবোয়ে সফরে অসাধারণ বল করেন। টি-২০ স্কোয়াডে জায়গা ধরে রেখেছেন রবি বিষ্ণোইও। যদিও লোকেশ রাহুল, শ্রেয়স আইয়ারের মতো সিনিয়রদের জায়গা হয়নি টি-২০ স্কোয়াডে। হর্ষিত রানা, সাই সুদর্শন, জিতেশ শর্মাদের নাম সঙ্গত কারণেই বিবেচনা করেননি জাতীয় নির্বাচকরা।

ভারতীয় দলের দায়িত্ব ছাড়ার পর কোন আইপিএল দলে ফিরতে পারেন রাহুল দ্রাবিড়, কথা নাকি অনেকটাই পাকা –

শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজের ভারতীয় স্কোয়াড

সূর্যকুমার যাদব (ক্যাপ্টেন), শুভমন গিল (ভাইস ক্যাপ্টেন), যশস্বী জসওয়াল, রিঙ্কু সিং, রিয়ান পরাগ, ঋষভ পন্ত (উইকেটকিপার), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, আর্শদীপ সিং, খলিল আহমেদ ও মহম্মদ সিরাজ।

আরো জেনে নিন –

ভারতীয় দলের দায়িত্ব ছাড়ার পর কোন আইপিএল দলে ফিরতে পারেন রাহুল দ্রাবিড়, কথা নাকি অনেকটাই পাকা –

শ্রীলঙ্কা সফরের জন্য ODI দল ঘোষণা, দলে কামব্যাক শ্রেয়শের, ডাক পেলেন হর্ষিত রানা- দেখে নিন পুরো দল –

Whatsapp Group Join
Telegram channel Join

Leave a Reply