ভারতীয় ক্রিকেট দল-এর নতুন জার্সি , তিন ফরম্যাটেই তিন রকমের নতুন জার্সির উদ্বোধন হল
ভারতীয় ক্রিকেট দল আবার জার্সি রঙে কিছু পরিবর্তন আনল, ভারতীয় ক্রিকেট বোর্ড তার তার তিন রকমের ফরম্যাটের ক্রিকেটের জন্য আলাদা আলাদা রকমের জার্সি প্রকাশ করল ।
ভারতীয় ক্রিকেট বোর্ড টেস্ট , একদিনের ম্যাচ এবং টি২০ খেলার জন্য আলাদা আলাদা জার্সি এর প্রাকাশ করল। গতকাল মুম্বাইতে এক অনুষ্ঠানে এটা প্রকাশ করা হয়েছে।
এই মুহূর্তে ভারতীয় দলের জন্য কিটস Sponsors করেন আন্তর্জাতিক সংস্থা Adidas .
তাদের প্রকাশিত এক ভিডিও তে দেখা গেছে যে মুম্বাই এর অয়ানখেড় স্টেডিয়ামে দ্রোণ এর সাহায্যে আকাশে ভাসছে অনেক বড় আকারের ৩ টি জার্সি।
তিনটি জার্সির রং তিন রকমের। ভারতীয় দলের জার্সির রঙের পরিবর্তন নতুন কিছু নয়। আমরা আগেও দেখেছি ভারতীয় দলের জার্সির পরিবর্তন হতে। তবে আমরা দেখেছি একদিনের ম্যাচের জন্য ভারতীয় দলের জার্সির রং সব সময় নীল রঙের আসে আসে পাসে থাকে।
এবারেও তার অন্যথা হয় নি। টেস্ট দলের জন্য যে জার্সি ব্যাবহার করা হবে তা সাদা কিন্তু বুকের কাছে নীল রঙের India লেখা।
বাকি জার্সি নীল রঙের।