রবিবার শেষ হয় দলীপ ট্রফির প্রথম রাউন্ডের লড়াই। মনে করা হচ্ছিল বুঝি সোমবার জাতীয় নির্বাচকরা বাংলাদেশ সিরিজের জন্য ভারতের টেস্ট স্কোয়াড বেছে নেবেন। তবে সোমবার পর্যন্ত অপেক্ষা করার প্রয়োজনীয়তা অনুভব করেননি অজিত আগরকররা। রবিবার রাতেই বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টের জন্য ভারতের স্কোয়াড ঘোষণা করে বিসিসিআই।
উল্লেখযোগ্য বিষয় হল, দলীপের প্রথম রাউন্ডে নজরকাড়া ক্রিকেটাররাও জায়গা পেয়েছেন বাংলাদেশ সিরিজের প্রথম টেস্টে। প্রত্যাশা মতোই ভারতের টেস্ট স্কোয়াডে কামব্যাক করেন ঋষভ পন্ত। তবে ১৬ জনের স্কোয়াডে পন্ত একা উইকেটকিপার নন। বরং দ্বিতীয় উইকেটকিপার হিসেবে জায়গা পেয়েছেন ধ্রুব জুরেল।
দলীপ ট্রফির প্রথম রাউন্ডের ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৯টি উইকেট ও ৫৪ রান সংগ্রহ করা আকাশ দীপ ঢুকে পড়েন প্রথম টেস্টের স্কোয়াডে। দলীপের প্রথম রাউন্ডের ম্যাচে সাকুল্যে ৪টি উইকেট নেওয়া যশ দয়াল প্রথমবার ডাক পান ভারতের টেস্ট স্কোয়াডে।
বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের জন্য ভারতের স্কোয়াড
রোহিত শর্মা (ক্যাপ্টেন), যশস্বী জসওয়াল, শুভমন গিল, বিরাট কোহলি, লোকেষশ রাহুল, সরফরাজ খান, ঋষভ পন্ত (উইকেটকিপার), ধ্রুব জুরেল (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, আকাশ দীপ, জসপ্রীত বুমরাহ ও যশ দয়াল।