ভারতীয় দল নতুন এক মিঃ ফিনিসার কে পেয়ে গেছেন। তিনি প্রতি ম্যাচে নিজের দলকে জেতাছেন। ব্যাট করতে নামলেই ক্রিজে এসে তিনি তাঁর ধ্বংস লিলা শুরু করে দিচ্ছেন। এবং ফিরছেন ম্যাচ জিতিয়ে।
ভারতীয় দল এমন একজন ব্যাটার কে অনেক দিন ধরে খুঁজছিল , অনেকের ধারনা ভারতের এই তরুণ প্রতিভা রিংকু সিং এর ভেতর এই সমস্ত গুন বর্তমান ,আরা রিংকু যেভাবে খেলছে তাতে যে তিনি মেন ভারতীয় দলে খুব তাড়াতাড়ি সুযোগ পাবেন টা কিন্তু বলতে হয় না।
চীনের হ্যাংজুতে এশিয়ান গেমস ২০২৩-এর কোয়ার্টার ফাইনাল ম্যাচে মঙ্গলবার নেপালের বিরুদ্ধে তার বিস্ফোরক ব্যাটিংয়ের ট্রেলার দেখিয়েছেন রিংকু সিং। রিংকু, ১৫ বলে ৩৭ রান করেন, যার মধ্যে ২টি চার এবং ৪টি ছক্কা ছিল। রিংকু সিংয়ের এমন ব্যাটিং দেখে সবাই আশা করে যে আগামী দিনে তিনি এককভাবে টিম ইন্ডিয়ার জন্য ধ্বংসযজ্ঞ তৈরি করবেন।
রিংকু সিং বেশ কয়েক বছর ধরে এভাবেই দুরন্ত ভাবে খেলে যাচ্ছেন । দলের উপর যতই চাপ থাকুক না কেন রিংকু সিং থাকলে ম্যাচ যে জেতা যায় তা তিনি বহুবার প্রামান করে দিয়েছেন।
তিনি স্পিন এবং ফাস্ট বোলিং ভালো খেলেন। আগামী দিনে টিম ইন্ডিয়ার সবচেয়ে প্রাণঘাতী অস্ত্র হতে পারে রিঙ্কু সিং। এই ক্রিকেটার বর্তমানে খুব ভালো ফর্মে আছেন।
আইপিএল এর ফল –
আইপিএল ২০২৩-এ, রিংকু সিং ১৪ ম্যাচে ৪৭৪ রান করেছিলেন। রিঙ্কু সিংকে ২০১৮ সালে কেকেআর (KKR) দল ৮০ লক্ষ টাকায় কিনেছিল।
রাজ্যস্তরে খেলা –
রিংকু সিং উত্তরপ্রদেশের হয়ে ৪২টি প্রথম শ্রেণীর ম্যাচে ৩০০৭ রান করেছেন, যার মধ্যে ৭টি সেঞ্চুরি এবং ১৯টি হাফ সেঞ্চুরি রয়েছে।
লিস্ট এ ম্যাচে ফলাফল –
রিংকু সিং ৫৫টি লিস্ট এ ম্যাচে ১৮৪৪ রান করেছেন। তিনি লিস্ট এ-তে ১টি সেঞ্চুরি ও ১৭টি হাফ সেঞ্চুরি করেছেন।
রিংকু সিং তার আইপিএল কে কে আর এর হয়ে দুরন্ত খেলার জন্য বিসিসিআই (BCCI) তাকে টিম ইন্ডিয়াতে সুযোগ দিতে বাধ্য হয়েছিল।