You are currently viewing ইশান কিশান, দ্রুততম ডবল সেঞ্চুরির মালিক, জন্ম পিতা মাতা স্কুল কলেজ গার্ল ফ্রেন্ড ক্রিকেট কেরিয়ার

ইশান কিশান, দ্রুততম ডবল সেঞ্চুরির মালিক, জন্ম পিতা মাতা স্কুল কলেজ গার্ল ফ্রেন্ড ক্রিকেট কেরিয়ার

Rate this post

Table of Contents

ইশান কিশান, দ্রুততম ডবল সেঞ্চুরির মালিক, ভারতের প্রতিভাবান স্টার ক্রিকেটার, জন্ম পিতা মাতা স্কুল কলেজ গার্ল ফ্রেন্ড ক্রিকেট কেরিয়ার

ইশান কিশান, ভারতের আর এক প্রতিভাবান ক্রিকেটার সবচেয়ে দ্রুততম ডবল সেঞ্ছুরি-এর মালিক তিনি । ভারতের ঝাড়খণ্ডের এই দুরন্ত প্রতিভাবান এই ক্রিকেটার বাংলাদেশের বিরুধে সবচেয়ে দ্রুততম ডবল সেঞ্ছুরি করেছিলেন।বাংলাদেশের বিরুদ্ধের এই ম্যাচে ইশান কিশান নিজে করে ফেলেন সবচেয়ে কম বলে ২শত রান। এবং দলকে নিয়ে যান ৪০০ রানের উপরে ।

(responsive)

মাত্র ২৪ বছর বয়সের এই ব্যাটসম্যান বিশ্বের সমস্ত তাবড় তাবড় ব্যাটসম্যানদের হারিয়ে নিজের নামে লিখে নিয়েছেন এই রেকর্ড।

ইশান কিশান বেশ কিছুদিন ধরে দুরন্ত খেলা উপহার দিয়ে চলেছেন। আইপিএল তার পারফ্রম্যান্স ছিল দুরন্ত। তিনি মুম্বাই এর হয়ে বেশিরভাগ খেলাতে ভাল খেলেছেন। এবং কে এল রাহুলে অনুপস্থিতে ভারতীয় দলের হয়ে তার খেলা সবার নজর পড়েছে ।

বিশ্বকাপে তার উপর দলের অনেক আশা ভরসা । এবং এশিয়া কাপের প্রথম ম্যাচে তিনি তার জাত আবার প্রমান করে দিয়েছেন। দলের ভীষণ বিপদের সময় তিনি প্রায় একাই রুখে দিয়েছেন পাকিস্থান কে।

ইশান কিশান, দ্রুততম ডবল সেঞ্চুরির মালিক, ভারতের প্রতিভাবান স্টার ক্রিকেটার, জন্ম পিতা মাতা স্কুল কলেজ গার্ল ফ্রেন্ড ক্রিকেট কেরিয়ার

ইশান কিষান ভারতীয় দলের প্রতিভাবান ক্রিকেটার –

ইশান প্রণব কিষাণ একজন ভারতীয় দলের এই প্রতিভাবান ক্রিকেটার ভারতীয় আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেন। ইশান কিষান ভারতীয় ক্রিকেট দল বা ভারতের ঘরোয়া লিগে একজন উইকেট-রক্ষক ব্যাটসম্যান হিসেবে খেলে থাকেন। ঘরোয়া ক্রিকেটে ইশান কিষান ভারতের ঝাড়খণ্ড রাজ্যের হয়ে খেলে থাকেন। এবং এই ঘরোয়া ক্রিকেটে তার প্রচুর ভাল ইনিংস আছে।

ইশান কিষান-এর জন্ম –

ভারতের এই প্রতিভান ব্যাটসম্যান ইশান কিষান -এর জন্ম হয় ১৮ই জুলাই ১৯৯৮ সালে ।

ইশান কিষান-এর পিতার নাম কি –

ভারতের এই প্রতিভান ব্যাটসম্যান ইশান কিষান পিতার নাম হল প্রনব কুনার ।

ইশান কিষান-এর মাতার নাম কি –

ভারতের এই প্রতিভান ব্যাটসম্যান ইশান কিষান এর মাতার নাম হল সুচিত্রা ।

ইশান কিষান-এর স্কুল –

ভারতের এই প্রতিভান ব্যাটসম্যান ইশান কিষান এর স্কুল হল দিল্লি পাবলিক স্কুল, পাটনা

ইশান কিষান-এর কলেজ –

ভারতের এই প্রতিভান ব্যাটসম্যান ইশান কিষান এর কলেজ হল কলেজ অফ কমার্স পাটনা ।

ইশান কিষান-এর রাশি –

ভারতের এই প্রতিভান ব্যাটসম্যান ইশান কিষান এর রাশি হল ক্যানসার বা কর্কট

ইশান কিষান-এর বাড়ির ঠিকানা –

ভারতের এই প্রতিভান ব্যাটসম্যান ইশান কিষান এর বারির ঠিকানা নয়দা জেলা, বিহার, ভারত

ইশান কিষান-এর পরিবারের সদস্য –

ইশান কিষান-এর পরিবারে বাবা – প্রনব কুমার , মাতা – সুচিত্রা, ভাই – রাজ কিশান

ইশান কিষান কি বিবাহিত ?

ইশান কিষান এর প্রেম বা মহিলা বন্ধু নিয়ে আমরা অনেক সময় খবেরের আলোচনাতে পাই, তবে তার সত্যতা সঠিকভাবে সামনে আসে নি। ইশান কিষান এখনও বিবাহিত নন ।

ইশান কিষান-এর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক –

ইশান কিষান-এর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক 2021 সালের মার্চে ইংল্যান্ডের বিপক্ষে হয়।

ইশান কিষান-এর ঘরোয়া ক্রিকেট কেরিয়ার –

ইশান কিষান 2016-17 রঞ্জি ট্রফিতে দিল্লির বিরুদ্ধে 2016, 6 নভেম্বর 273 রান করেন, রঞ্জি ট্রফিতে তিনি প্রথম ঝাড়খণ্ডের খেলোয়াড়ের জন্য একটি নতুন রেকর্ড তৈরি করেন।

ইশান কিষান 2017-18 রঞ্জি ট্রফিতে ঝাড়খণ্ডের হয়ে ৬ ম্যাচ খেলে 484 রান করেন।

ইশান কিষান 2018-19 বিজয় হাজারে ট্রফিতে ৯ ম্যাচে 405 রান করেন এবং ওই বছর বিজয় হাজারে ট্রফিতে সবচেয়ে বেশী রান করার রেকর্ড করেন।

2018, অক্টোবর – ইশান কিষান 2018-19 দেওধর ট্রফিতে ভারত- সি দলে তাকে নেওয়া হয়, এবং এই টুর্নামেন্টের ফাইনালে তিনি এক দুরন্ত সেঞ্চুরি করেন।

ফেব্রুয়ারি, 2019 – 2018-19 মরশুমের সৈয়দ মুশতাক আলী ট্রফিতে, জম্মু ও কাশ্মীরের বিপক্ষে দুরন্ত সেঞ্চুরি করেন , এই ইশান কিষান ম্যাচে নট আউট ছিলেন।

মণিপুরের বিপক্ষে পরের খেলাতেই আবার সেঞ্চুরির ১১৩ রান করে অপরাজিত থাকেন।

আগস্ট 2019, 2019-20 দিলীপ ট্রফিতে ইশান কিষান ইন্ডিয়া রেডের দলের হয়ে সুযোগ পান ।

ফেব্রুয়ারি, 2021 – 2020-21 মরসুমে বিজয় হাজারে ট্রফির প্রথম ম্যাচেই ইশান কিষান মধ্যপ্রদেশের বিরুদ্ধে 173 রান করে দলকে 422 রানে পৌঁছে দেন যা এক রেকর্ড ছিল।

ইশান কিষান এক কেরিয়ার এক নজরে –

FORMATম্যাচইনিংসসংখ্যায়রানসবচেয়ে বেশীAveসা. রে.সেঞ্চুরি
ODI109047721053.00111.971
T20I212115898929.45129.160
FC46785280527338.4268.755
List A87835302621038.7994.445
T20145138103774113*29.48131.043

ইশান কিষান প্রথম একদিনের ম্যাচ খেলেন কবে –

ইশান কিষান July 18, 2021 শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলেন কলম্ব তে।

ইশান কিষান প্রথম টি২০ ম্যাচ খেলেন কবে –

ইশান কিষান March 07, 2014 ইংল্যান্ডের বিরুদ্ধে আমেদাবাদে।

Whatsapp Group Join
Telegram channel Join

Leave a Reply