KKR মেন্টর গম্ভীরের নেতৃত্বে KKR একাডেমীতে শুরু হয়ে গেল প্র্যাকটিস, জেনে নিন প্রাকটিসে কারা যোগ দিলেন –

1/5 - (1 vote)

IPL এর দামামা বেজে গেছে , সমস্ত দল গুলি তাদের দল তৈরি করে ফেলেছে। বেশ কিছু দল প্র্যাকটিস শুরু করে দিয়েছে। আইপিএলে চাম্পিয়ন হওয়ার জন্য প্রতি বছর প্রতিটি ফ্রাঞ্চাইজি অপেক্ষা করে থাকে। তাই দলগুলি সারা বছর ধরে নিজেদের প্রস্তুতি চালিয়ে যায়। আর মাত্র ২ মাস পরেই শুরু IPL, এই বছর আইপিএল মার্চে শুরু হওয়ার কথা। এবার তার আগেই কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) গৌতম গম্ভীরের (Gautam Gambhir) পর্যবেক্ষণে প্রস্তুতি শুরু করে দিলো।

বলিউড তারকা শাহরুখ খানের সহ মালিকানাধীন কলকাতা নাইট রাইডার্স আইপিএলের অন্যতম একটি দল। তবে সাম্প্রতিক সময় তারা সেইভাবে সফলতা অর্জন করতে পারেনি। তাই নাইট কর্মকর্তা রা এবার গৌতম গম্ভীর কে মেন্টর করে নিয়ে এসেছেন। নাইট বাহিনী শেষ ২০১৪ সালে চাম্পিয়ন হয়। ভারতের প্রাক্তন ওপেনার গৌতম গম্ভীরের নেতৃত্বেই কলকাতা ২ বার আইপিএলের শিরোপা জয় করতে পেরেছিলো। গৌতম গম্ভীর কে নাইটদের সেরা অধিনায়ক বলা হয় । অন্যদিকে ২০২৪ আইপিএলের আগে তিনি আবার এই দলের মেন্টর হিসাবে ফিরে এসেছেন।

(responsive)

এবিপি আনন্দের একটি প্রতিবেদন অনুসারে এর মধ্যেই গম্ভীরের পর্যবেক্ষণে নাইট বাহিনী প্রস্তুতি শুরু করে দিয়েছে। তবে এই প্রস্তুতি ইডেন গার্ডেন্সে নয় মুম্বইয়ে কেকেআরের অ্যাকাডেমিতে অনুষ্ঠিত হচ্ছে। এবার নাইট দলে নতুন কোচ নিয়োগ করা হয়েছে । অভিষেক নায়ার এবারের নাইট দলের নতুন কোচ। এই গুরুত্বপূর্ণ কর্মসূচিতে গম্ভীরের সঙ্গে অন্যতম কোচ অভিষেক নায়ার (Abhishek Nayar) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। প্রস্তুতি শিবিরে বরুণ চক্রবর্তী (Varun Chakaravarthy), দিল্লির তরুণ স্পিনার সূয়াশ শর্মা (Suyash Sharma), বিহারের ডানহাতি ফাস্ট বোলার সাকিব (Sakib Hussain) হুসেনের মতো অংশগ্রহণ করেছেন বলে জানা গেছে।

কলকাতার এক কর্মকর্তা এই বিষয়ে জানান, “বরুণ চক্রবর্তী তামিলনাড়ুর হয়ে সৈয়দ মুস্তাক আলি ট্রফি ও বিজয় হাজারে ট্রফি খেললেও রঞ্জি দলে নেই। সূয়াশ শর্মাও সীমিত ওভারের ক্রিকেটে দিল্লির দলে থাকলেও রঞ্জিতে জায়গা পাননি। এই রকম ক্রিকেটারদের প্রশিক্ষণের মধ্যে রাখতেই এতো আগে প্রস্তুতি শিবির শুরু করে দেওয়া হয়েছে। আর সমস্ত বিষয়টি হচ্ছে গৌতম গম্ভীরের পরামর্শে।” উল্লেখ্য শ্রেয়াস আইয়ার (Shreyas Iyer), রিঙ্কু সিং (Rinku Singh), মিচেল স্টার্ক (Mitchell Starc), রহমানুল্লাহ গুরবাজের (Rahmanullah Gurbaz) মতো ক্রিকেটাররা আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত থাকায় এই প্রস্তুতি শিবিরে তারা যোগ দেননি।

Whatsapp Group Join
Telegram channel Join

Leave a Reply