KKR ও DC ম্যাচ ঘিরে তুমুল উত্তেজনা ছিল আজ কে ভাইজাকে -এ , KKR ও DC দুই দলই এই ম্যাচ জিততে চেয়েছিল। কিন্তু KKR আজকের ম্যাচে যেন অঘটন ঘটিয়ে দিল, পুরো দিল্লী কে লন্ড ভন্ড করে ম্যচ জিতল বিশাল ব্যাবধানে।
বেঁচে গেল হায়দরবাদ। আইপিএলের ম্যাচে মাত্র ছয় রানের জন্য তাদের সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙতে পারল না কলকাতা। বুধবার আইপিএলের ম্যাচে দিল্লির বিরুদ্ধে ২৭২ রানে শেষ করল কলকাতা। তবে, বেঙ্গালুরুকে টপকে টুর্নামেন্টে দ্বিতীয় সর্বোচ্চ রান এখন কলকাতার ঝুলিতে। এই রেকর্ডের পাশাপাশি নিজেদের রেকর্ডও ভেঙেছে কলকাতা। এরআগে পঞ্জাবের বিরুদ্ধে ২৪৫ ছিল কলকাতার সর্বোচ্চ রান।
প্রথম পাওয়ার প্লেতেই ম্যাচে রং বদলে দেন নারিন। তাঁর ব্যাটেই ইঙ্গিত পাওয়া যায় দিল্লির বিরুদ্ধে বড় রানের পথে কলকাতা। ওভার যত গড়ায়, সৌরভদের উপর ততই চাপ বাড়ায় নারিনের বিধ্বংসী মেজাজ।
নরিন আউট হলেও দমানো যায়নি অঙ্গকৃষ এবং আন্দ্রে রাসেলকে। মাঝের ওভারে দিল্লি বোলারদের কার্যত ক্লাব স্তরে নামিয়ে আনেন কলকাতার এই দুই ব্যাটার। শেষ বেলায় ক্যামিও রিঙ্কুর। ৮ বলে ২৬ রান করেন তিনি।
ম্যাচের শেরা হন – সুনিল নারিন ।
ম্যাচ সামারি –