You are currently viewing মলদ্বীপে মধুচন্দ্রিমায় মজে আলিয়া, বরের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ছবি হল ভাইরাল- দেখে নিন ভিডিও

মলদ্বীপে মধুচন্দ্রিমায় মজে আলিয়া, বরের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ছবি হল ভাইরাল- দেখে নিন ভিডিও

Rate this post

অনুরাগ কাশ্যপ কন্যা আলিয়া গত ১১ই ডিসেম্বর দীর্ঘদিনের প্রেমিক শেন গ্রেগোয়ার গলায় মালা দিয়েছেন। মুম্বইয়ে ধুমধাম করে বিয়ের পর আপতত বিদেশি বরকে নিয়ে মধুচন্দ্রিমায় মজে আলিয়া। মলদ্বীপে হানিমুন কাটাচ্ছেন আলিয়া ও শেন। সোশ্যাল মিডিয়ায় তাঁরা তাঁদের মধুচন্দ্রিমার মায়াবী ছবি শেয়ার করে নিয়েছেন। নবদম্পতির ভালোবাসার মুহূর্ত ভাইরাল সোশ্যালে।

আলিয়া কাশ্যপের হানিমুন

সম্প্রতি তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেনের সাথে তার রোমান্টিক হানিমুনের বেশ কয়েকটি প্রেম-ভরা মুহুর্ত শেয়ার করেছেন আলিয়া। একটি ছবিতে, তাকে মনোরম সমুদ্র সৈকতে পোজ দিতে দেখা গিয়েছে, সূক্ষ্ম ব্লুপ্রিন্টের অফ-শোল্ডার সাদা পোশাকে পরিচালক কন্যা, তাঁর হাতের মেহেন্দি এখনও ফিকে হয়নি। আরেকটি হৃদয়গ্রাহী ছবিতে নবদম্পতিকে সমুদ্র উপকূলে হাতে হাত রেখে হাঁটতে দেখা গেল। 

একটি ছবিতে, আলিয়া একটি চটকদার গোলাপি ব্রালেটে ধরা দিয়েছেন এবং অন্য ছবিতে সুইমস্যুট পরে প্যাডেল বোটে মলদ্বীপের নীল জলে ভেসে বেড়াচ্ছেন । অন্যান্য ছবিতে মলদ্বীপের  বিলাসবহুল জীবন, প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরেছেন। এই প্রেম-সিক্ত মুহুর্তগুলি ভাগ করে, আলিয়া ক্যাপশন হিসাবে মধু এবং চাঁদের ইমোজি যোগ করেছেন।

ইন্টারনেটে ভাইরাল ছবি, প্রতিক্রিয়া খুশির

আলিয়ার এই হানিমুনের পোস্টে লাইক-কমেন্ট ভরপুর। আলিয়ার প্রিয় বান্ধবী খুশি কাপুর মন্তব্য করেছেন, ‘হানিমুন অ্যাভিনিউ’। কেউ লিখেছেন, ‘আনন্দ করো, খুব সুন্দর’। হানিমুনের অভিজ্ঞতা নিয়ে শেন লেখেন, ‘সেরা সময় কাটছে..’। 

বিদেশি জামাইয়ের সঙ্গে দারুণ বন্ডিং গ্যাংস অফ ওয়াসিপুর পরিচালকের। আলিয়া মণ্ডপের দিকে হেঁটে যাওয়ার সময় তাঁর বিদেশি বর শেনকে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। সেই নিয়ে শেনকে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ করেন অনেকেই। কেউ বলেন, ‘ছিঁচকাদুনি’, কেউ আবার বলে বসলেন- ভাইরাল হতেই নাকি অনুরাগ কশ্যপের জামাই এমনটা করেছেন। জামাইয়ের হয়ে ট্রোলের জবাব দিয়েছিলেন পরিচালক। জানিয়েছিলেন, ‘আমার জামাই সংবেদনশীল মানুষ এবং তিনি যেভাবে আমার মেয়েকে ভালবাসেন তা খুব বিশেষ।’

আলিয়া কাশ্যপ একজন কনটেন্ট ক্রিয়েটার এবং ইউটিউবার। অনুরাগ ও তাঁর প্রথম স্ত্রী আরতি বাজাজের একমাত্র মেয়ে তিনি। একটি ডেটিং সাইটে শেন গ্রেগোয়ারের সাথে আলাপ অনুরাগ-কন্যার এবং এই বছরের শুরুর দিকে মুম্বইয়ে এই দম্পতি বাগদান সেরেছিলেন। অবশেষে ১১ ডিসেম্বর গাঁটছড়া বাঁধেন দুজনে। তাদের বিবাহোত্তর সংবর্ধনায় নওয়াজউদ্দিন সিদ্দিকি, কালকি কোয়েচলিন, নাগা চৈতন্য-শোভিতা ধুলিপালা, সুহানা খান-সহ আরও অনেক বলিউড সেলিব্রিটি উপস্থিত ছিলেন।

Whatsapp Group Join
Telegram channel Join

Leave a Reply