You are currently viewing একাধিক নজির গড়ল রাহুল-যশস্বীর ওপেনিং জুটি, ১৯৮৬-র পর এমনটা ঘটল! – দেখে নিন কত  রেকর্ড  তৈরি হল

একাধিক নজির গড়ল রাহুল-যশস্বীর ওপেনিং জুটি, ১৯৮৬-র পর এমনটা ঘটল! – দেখে নিন কত রেকর্ড তৈরি হল

Rate this post

১৯৮৬-র পর এমনটা ঘটল! একাধিক নজির গড়ল রাহুল-যশস্বীর ওপেনিং জুটি – দেখে নিন কি কি রেকর্ড তৈরি হল –

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসে খারাপ ব্যাটিং পারফরম্যান্সের পর দারুণ প্রত্যাবর্তন করেছে ভারতীয় দলের ব্যাটাররা। কেএল রাহুল এবং যশস্বী জয়সওয়াল দ্বিতীয় ইনিংসে চমক দেখিয়েছেন। দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত দুজনেই হাফ সেঞ্চুরি করে অপরাজিত রয়েছেন। আসলে এই ম্যাচে দুই ব্যাটসম্যানই অনেক রেকর্ড গড়েছেন। ভিনু মানকড় এবং চান্দু সারওয়াতের রেকর্ড ভেঙে দিয়েছেন রাহুল এবং জয়সওয়াল। এই রেকর্ড ভিনু মানকড় এবং চান্দু সারওয়াত দুজনে মিলে ১৯৪৮ সালে করেছিলেন।

(responsive)

যশস্বী জয়সওয়াল এবং কেএল রাহুল দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত দুর্দান্ত ব্যাটিং করেছিলেন। দ্বিতীয় দিনের খেলা শেষে, দুজনেই প্রথম উইকেটে ১৭২ রানের জুটি গড়েন এবং ১৯৪৮ সালে অস্ট্রেলিয়ায় ওপেনার হিসেবে ভিনু মানকড় এবং চান্দু সারওয়াতের ১২৪ রানের জুটি গড়েছিলেন। সেই রেকর্ড ভেঙে দিয়েছেন রাহুল ও যশস্বী। এছাড়াও, উভয় খেলোয়াড় সুনীল গাভাসকর এবং চেতন চৌহানের পার্টনারশিপের রেকর্ডও ভেঙে দিয়েছেন। যেটি তারা দুজনে ১৯৮১ সালে অস্ট্রেলিয়ার মাটিতে করেছিলেন। অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ রানের জুটি গড়ার রেকর্ড গড়েছিলেন সুনীল গাভাসকর ও ক্রিস শ্রীকান্ত। দুজনে মিলে ১৯১ রানের জুটি গড়েছিলেন।

অস্ট্রেলিয়ায় ভারতীয় ওপেনিং জুটির গড়া সবচেয়ে বড় স্কোর-

১৯১ রান – সুনীল গাভাসকর এবং শ্রীকান্ত (১৯৮৬)

১৭২ রান – যশস্বী জয়সওয়াল এবং কেএল রাহুল (২০২৪)

১৬৫ রান- সুনীল গাভাসকর এবং চেতন চৌহান (১৯৮১)

১৪১ রান- আকাশ চোপড়া এবং বীরেন্দ্র সেহওয়াগ (২০০৩)

১২৪ রান- ভিনু মানকড় এবং চান্দু সারওয়াতে (১৯৪৮)

১২৩ রান- আকাশ চোপড়া এবং বীরেন্দ্র সেহওয়াগ (২০০২)

এছাড়া কেএল রাহুল এবং জয়সওয়াল ২০১০ সালের পর দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া (সেনা) দেশে প্রথম উইকেটে সর্বোচ্চ রানের জুটি গড়ার রেকর্ড গড়েছেন। এর আগে গত ১৪ বছরে, বীরেন্দ্র সেহওয়াগ এবং গৌতম গম্ভীর ২০১০ সালে সেঞ্চুরিয়ান মাঠে একসঙ্গে এই কৃতিত্ব অর্জন করেছিলেন। দুজনের জুটি ছিল ১৩৭ রানের।

SENA দেশগুলিতে ২০১০ সাল থেকে ভারতের জন্য সর্বোচ্চ রান ওপেনিং পার্টনারশিপ

১৭২* – যশস্বী জয়সওয়াল এবং কেএল রাহুল, ২০২৪ সালে পার্থ

১৩৭- গৌতম গম্ভীর এবং বীরেন্দ্র শেবাগ, ২০১০ সালে সেঞ্চুরিয়ান

১২৬– কেএল রাহুল এবং রোহিত শর্মা, ২০২১ সালে লর্ডস

৯৭– কেএল রাহুল এবং রোহিত শর্মা, ২০২১ সালে নটিংহাম

এছাড়াও আরও একটি নজির গড়েছেন যশস্বী জয়সওয়াল ও কেএল রাহুল

দুই ভারতীয় ওপেনিং ব্যাটারই অস্ট্রেলিয়ায় টেস্টে ৫০+ রান করেছেন

সুনীল গাভাসকর (৭০) এবং চেতন চৌহান (৮৫) মেলবোর্ন ১৯৮১

সুনীল গাভাস্কার (১৬৬*) এবং শ্রীকান্ত (৫১) অ্যাডিলেড ১৯৮৫

সুনীল গাভাস্কার (১৭২) এবং শ্রীকান্ত (১১৬) সিডনি ১৯৮৬

যশস্বী জয়সওয়াল (৬৮*) এবং কেএল রাহুল (৫০*) পার্থ ২০২৪

Whatsapp Group Join
Telegram channel Join

Leave a Reply