You are currently viewing ম্যাচ হাইলাইটস: মুম্বাই-এর ওয়াংখেড় যেন ইংল্যান্ডের  বধ্যভূমি, আফ্রিকার সামনে ৫ ঘন্টা  চোখের জলে- নাকের জলে হয়ে  ইংরেজরা লজ্জাজনক 229 রানে হারল –

ম্যাচ হাইলাইটস: মুম্বাই-এর ওয়াংখেড় যেন ইংল্যান্ডের বধ্যভূমি, আফ্রিকার সামনে ৫ ঘন্টা চোখের জলে- নাকের জলে হয়ে ইংরেজরা লজ্জাজনক 229 রানে হারল –

Rate this post

বিশ্বকাপ 2023 দুরন্ত গতিতে এগিয়ে চলেছে, প্রতিদিন নতুন নতুন রেকর্ড ঘটে চলেছে। আজ বিশ্বকাপ 2023 -এর 20তম ম্যাচে ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা এর মধ্যে খেলা ছিল। ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা , মুম্বাইয়ের ওয়াংখেড়ে ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল।

আজকের টস ইংল্যান্ড অধিনায় জস বাটলার জিতে নেন, এবং আফ্রিকান দলকে প্রথমে ব্যাট করতে পাঠায়।

(responsive)

আজ দঃ আফ্রিকার হেনরিখ ক্লাসেনের দুরন্ত সেঞ্চুরির জন্য দক্ষিণ আফ্রিকা নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩৯৯ রান করে। ৪০০ রান সামনে রেখে খেলতে নেমে ইংল্যান্ড 22 ওভারে মাত্র 170 রান করে অলআউট হয়ে যায়, দক্ষিণ আফ্রিকা 229 রানে সহজে জয়ী হয়।

শুরু থেকেই দক্ষিণ আফ্রিকা বিস্ফোরক ব্যাটিং শুরু করে

ব্যাট করতে নেমেই দক্ষিণ আফ্রিকা দুর্দান্ত ভাবে সূচনা করে। তবে আজ দঃ আফ্রিকা দল খেলার শুরুতে প্রথম ওভারে মাত্র 4 রানে দুরন্ত প্লেয়ার কুইন্টন ডি ককের উইকেট হারায়। কিন্তু রিজা হেন্ড্রিক্স এবং রাসি ভ্যান ডের ডুসেনের জুটি পাওয়ারপ্লেতে আফ্রিকাকে দুরন্ত সুচনা এনে দেন এবং 59 রান করে।

রাসি ভ্যান ডের এর হাফ সেঞ্চুরি

তিন নম্বরে ব্যাট করে দুর্দান্ত পারফরম্যান্স দেখান রাসি ভ্যান ডের । রেজা হেনড্রিকসের সঙ্গে সেঞ্চুরি জুটি গড়েন তিনি। আদিল রশিদ বলে ৬০ রান করে রাসি ভ্যান ডের ডুসেনকে আউট হয়ে যান।

রিজা হেনড্রিকস আউত হন

২৬তম ওভারে রিজা হেনড্রিকসকে আদিল রশিদ ক্লিন বোল্ড করেন ।রিজা হেনড্রিকস মাত্র ৭৪ বলে ৮৫ রান করেন। এই ম্যাচে এটি ছিল আদিল রশিদের দ্বিতীয় উইকেট।

এইডেন মার্করামের ৪২ রানে আউট হন

এরপর দঃ আফ্রিকান আজকের অধিনায়ক এইডেন মার্করাম আউট হয়ে যান। তিনি আজ অল্পের জন্য ইংল্যান্ডের বিপক্ষে হাফ সেঞ্চুরি করতে পারেননি । ৪৪ বলে ৪২ রান করেন তিনি। 35 ওভার পরে স্কোর 233/4।

হেনরিক ক্লাসেনের দুরন্ত সেঞ্চুরি

পাঁচ নম্বরে ব্যাট করার সময় হেনরিখ ক্লাসেন আজ ঝড় তোলেন । তার দুর্দান্ত ব্যাটিং সব বোলার কে কচুকাটা করে দেয়, তিনি 67 বলে 109 রানের ইনিংস খেলেন। তার ইনিংসের কারণে দক্ষিণ আফ্রিকা দল বিশাল স্কোর তুলতে সক্ষম হয়।

দক্ষিণ আফ্রিকার বাকি ব্যাটসম্যানরা খুব একটা রান করতে পারে নি

প্রথমে ব্যাট করতে আসা দক্ষিণ আফ্রিকার হয়ে ঝড়ো ইনিংস খেলেন রিজা হেনড্রিকস, রাসি ভ্যান ডের ডুসেন, হেনরিখ ক্লাসেন এবং মার্কো জ্যানসেন। রিজা হেন্ড্রিক্স 85 রান, রাসি ভ্যান ডের ডুসেন 60 রান, হেনরিক ক্লাসেন 109 রান এবং মার্কো জ্যানসন 75 রান করেন।

রিস টপলে তিনটি এবং গুস অ্যাটকিনসন ও আদিল রশিদ দুটি করে উইকেট নিলেও , সমস্ত বোলাররা প্রচুর রান দেন। এবং দক্ষিণ আফ্রিকা ৩৯৯ রানের পাহাড় তৈরি করে ফেলে। এর মধ্য দিয়ে ইতিহাস গড়ল অ্যাডাম মার্করামের দল। কারণ ইংল্যান্ডের বিপক্ষে এটাই ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে বড় স্কোর।

ইংল্যান্ডের শুরুটা খারাপ

জবাবে ইনিংসে ব্যাট করতে আসা ইংল্যান্ড দলের শুরুটা ভালো হয়নি। প্রথম পাওয়ার প্লে-এর ভেতরেই চার উইকেট হারায় । এবং দলের মেরুদণ্ড ভেঙে পড়ে।

এ সময় জনি বেয়ারস্টো ১০ রান করে, জো রুট ২ রান করে, ডেভিড মালান ৬ রান করে এবং বেন স্টোকস ৫ রান করে আউট হন।

তবে এই ইংল্যান্ড দল দশ ওভারে ৬৭ রান করে রানের গতি কে ঠিক রেখেছিল।

ইংল্যান্ড দলকে সপ্তম ধাক্কা লাগে ৮৪ রানে। রিজা হেনড্রিকসের হাতে আদিল রশিদকে আউট করেন জেরাল্ড কাটজি। ১৪ বলে দশ রান করেন তিনি।

দক্ষিণ আফ্রিকা-এর দুরন্ত জয়

ইংল্যান্ড দল বেশিক্ষণ টিকতে পারেনি দক্ষিণ আফ্রিকার সামনে। মার্ক উড (৪৩) এবং গাস অ্যাটিনসন (৩৫) শেষ দিকে কিছু লড়াই করার চেষ্টা করেন কিন্তু তা জয়ের জন্য তা যথেষ্ট ছিল না। ইংল্যান্ড মাত্র ২২ ওভারে অলআউট হয়ে যায় । দক্ষিণ আফ্রিকার হয়ে তিন উইকেট নেন জেরাল্ড কাটজি। দুটি করে উইকেট নেন লুঙ্গিসানি এনগিদি ও মার্কো জানসেন। একটি করে সাফল্য পেয়েছেন কাগিসো রাবাদা ও কেশব মহারাজ।

বন্ধুরা পোস্টটিকে অবশ্যই কিন্তু একটা লাইক দেবেন, কোন মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করবেন।

Whatsapp Group Join
Telegram channel Join

Leave a Reply