You are currently viewing “ম্যাচটি পাকিস্তান জিততো …… ” বাবর-এর পাশে দাঁড়ালো  হরভজন, নাটকীয় ম্যাচে হরভজন বললেন আম্পায়ারদের জন্য পাকিস্তান হেরেছে , তুলোধনা করলেন আই সি সি কে – পড়ে নিন পুরো রিপোর্ট –

“ম্যাচটি পাকিস্তান জিততো …… ” বাবর-এর পাশে দাঁড়ালো হরভজন, নাটকীয় ম্যাচে হরভজন বললেন আম্পায়ারদের জন্য পাকিস্তান হেরেছে , তুলোধনা করলেন আই সি সি কে – পড়ে নিন পুরো রিপোর্ট –

Rate this post

২৭ তারিখের ম্যাচ ছিল এই বিশ্বকাপের সবচেয়ে উত্তেজনাপূর্ণ নাটকীয় ম্যাচ , খেলার শেষ বল পর্যন্ত কোন দল জিতবে বোঝা মুশকিল ছিল অতিবড় ক্রিকেট বিশেষজ্ঞ-এর ও । গতকাল এই নাটকীয় ম্যাচের সাক্ষী থেকেছে পুরো ক্রিকেটবিশ্ব।

এই ম্যাচ ছিল পাক দলের জন্য মরণ বাচনের ম্যাচ , ম্যাচ হারলে সেমিতে যাওয়ার অঙ্ক অনেক কঠিন হয়ে যাবে পাক দলের এই অবস্থায় খেলতে নেমেছিল পাক দল।

(responsive)

কিন্তু এই ম্যাচ হেরে যায় পাক দল। পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করে মাত্র ১ উইকেটে জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা । তেব এই ম্যাচ নিয়ে বেশ বিতর্ক তৈরি হয়েছে । আম্পায়ারের একটি সিদ্ধান্ত নজর কেড়েছে সকলের, পাক ফাস্ট বোলার হ্যারিস রাউফের ওভারের একটি বল লাগে তাবরেজ সামসির প্যাডে। যার কারণে আম্পায়ারের সামনে আবেদন করে পাকিস্তানি দল। সেটিই ছিল দক্ষিণ আফ্রিকার শেষ উইকেট।

কিন্তু আম্পায়ার সেই আবেদন নাকচ করে দেন। এরপর রিভিউ নিতে দেখা যায়, বলটি উইকেটের কিছুটা ভাগ স্পর্শ করছে। কিন্তু আম্পায়ারস কলের জন্য সেই সিদ্ধান্তকেই সমর্থন করেন থার্ড আম্পায়ার। এটা আই সি সি এর নিয়মে এই ভাবেই করা আছে।এই বিষয়টি দক্ষিণ আফ্রিকা দলের জন্য দারুন খবর হলেও , পাকিস্তান দল এই কারনে ম্যাচ হেরে যায়। পাকিস্তানি সমর্থকরা এই সিদ্ধান্তটি নিয়ে খুবই ক্ষুব্ধ। এমনকি এই বিষয়টি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন প্রাক্তন ভারতীয় স্পিনার হরভজন সিংও ।

ম্যাচ শেষ হওয়ার পর ভারতীয় প্রাক্তন অফ স্পিনার হরভজন সিং পাক দলের হয়ে বেশ কিছু কথা বলেছেন । তিনি গতকাল আম্পায়ারিং নিয়ে ভীষণ অসন্তুষ্ট ।

প্রাক্তন ভারতীয় কিংবদন্তিকে স্পিনার বলেছেন –

“এই ম্যাচে পাকিস্তানকে খারাপ আম্পায়ারিং ও জঘন্য নিয়মের মাশুল দিতে হল। আইসিসির এই নিয়মটা শীঘ্রই বদলানো দরকার। যদি বল স্টাম্পে লাগে, তাহলে আম্পায়ারের সিদ্ধান্ত যাই হোক না কেন, (ডিআরএসে তৃতীয় আম্পায়ারের) আউট দেওয়া উচিত। তা না হলে প্রযুক্তি ব্যবহারের যৌক্তিকতা কোথায়?”

প্রাক্তন ভারতীয় স্পিনার হরভজন আন্তর্জাতিক ক্রিকেট সংস্থাকে (ICC) কেও দোষারোপ করেছেন –

তিনি বলেছেন খেলার মান উন্নত করার জন্য ‘আম্পায়ারস কল’ নিয়মটির আবার পুনর্মূল্যায়ন করার দরকার। তিনি আম্পায়ারস কল বিষয়টি কে সঠিক নয় বলে অভিহিত করেছেন। এছাড়া হরভজন দাবী করেছেন, আইসিসির নিয়ম যথাযথ হলে ম্যাচটি পাকিস্তান জিততো। শুধু এই প্রাক্তন ভারতীয় স্পিনার নন, এর আগেও আইসিসির এই নিয়মকে দুষেছেন অনেক ক্রিকেট বিশেষজ্ঞরা। ক্রিকেটে অনেক নিয়মের পরিবর্তন হয়েছে, কিন্তু এই নিয়মের পরিবর্তন কোথায়, এই বলেও অনেকে দাবী করেছেন আন্তর্জাতিক ক্রিকেট মঞ্চে।

বন্ধুরা অবশ্যই এই পোস্টটিকে লাইক দেবেন এবং যদি কোন মন্তব্য থাকে তো অবশ্যই কমেন্ট করবেন ও বন্ধুদের শেয়ার করবেন।

বন্ধুরা ক্রিকেটের সমস্ত খবর নিয়মিত পেতে

বা Dream11 বা অন্য যেকোন ফ্যান্টাসি এপ (Fantasy APP) থেকে কিভাবে আয় করবেন তার সমস্ত খবর পেতে

অবশ্যই ডান পাশে বা নিচে “join WhatsApp Group” আইকনে ক্লিক করে WhatsApp গ্রুপে জুক্ত হয়ে যান।

এই গ্রুপে ক্রিকেটের সমস্ত খবর এবং ফ্যান্টাসি এপ (Fantasy APP) থেকে আয় -এর সমস্ত খবর পেতে থাকবেন।

নিচে ও পাশে দেওয়া লিঙ্ক থেকে আমাদের  WhatsApp -এ গ্রুপে মেম্বার হতে পারেন।

Whatsapp Group Join
Telegram channel Join

Leave a Reply