বিশ্বকাপ ২০২৩ ভীষণ দুরন্ত জায়গায় পৌঁছে গেছে। বলতে বলতে বিশ্বকাপ ২০২৩ অর্ধেক রাস্তা অতিক্রম করে লিগ পর্যায়ের শেষের দিকে চলে এসেছে, বিশ্বকাপ এখন রুদ্ধশ্বাস যায়গায় এসেছে। প্রতিদিন এখন নতুন নতুন রেকর্ড তৈরি হচ্ছে। প্রতিদিন কোন না কোন অঘটন ঘটছে । প্রতিক্ষণে সমস্ত ক্রিকেট বিশ্ব তকিয়ে আছে পয়েন্ট টেবিলের দিকে। কোন ৪টি দল সেমিফাইনালে যাবে যাবে তার জন্য জমজমাট লড়াই চলছে। নীচের সারির দল গুলো ও ভীষণ লড়াই করছে, ৩ নং এবং ৪ নং স্থানের জন্য প্রায় প্রতিটি নীচের সারির দলই লড়াই করছে ।
পয়েন্ট টেবিলের প্রথম দিকের এক দুটি দল ছাড়া বাকি সমস্ত দলের পয়েন্টের ফারাক একবারেই কম। তাই যে কোন সময় যে কেউ উপর বা নীচের দিকে চলে আসতে পারে। কিন্তু আজকের লড়াই ছিল পয়েন্ট টেবিলের প্রথমের দিকের দলের।
আজকের এক ভীষণ গুরুত্বপূর্ণ ম্যাচে পাকিস্থান ও নিউজিল্যান্ড পরস্পরের মুখোমুখি হয়েছিল। ব্যাঙ্গালুরুর মাঠে পাকিস্থান দল আজকের খেলায় টসে জিতে প্রথমে বল করার সিধান্ত নেয়।
নিউজিল্যান্ড ব্যাট করতে নেমে দুরন্ত শুরু করেন, ডেভন কনওয়ে ৩৫ রানে আউট হয়ে গেলেও রচিন রবিন্দ্র ছিল দুরন্ত। এবং তার সাথে সমান তালে দুরত্ন ব্যাটিং করেন অধিনায়ক কেন উইলিয়ামসন ।
এই দুই প্লেয়ার পাক বোলারদের কচুকাটা করেন। প্রায় সমস্ত বোলাররা এদের হাতে প্রচুর মার খান।
রচিন রবিন্দ্র দুরন্ত সেঞ্চুরি করেন। তিনি ১০৮ রানে আউট হয়ে যান। এর পরে গ্লেন ফিলিপ্স ও মাইকেল স্ন্যাটার দুরন্ত বিধ্বংসী ইনিংস খেলেন।
নিউজিল্যান্ড ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৪০১ রান করে।
রচিন রবিন্দ্র করেন – ৯৪ বলে ১০৮ রান ।
উইলিয়ামসন – ৭৯ বলে ৯৫ রান।
গ্লেন ফিলিপ্স – ২৫ বলে ৪১ রান।
৪০১ সামনে নিয়ে খেলতে নেমে পাক দল আজ দুরন্ত ভাবে শুরু করেন। আবদুল শফিক ৪ রানে আউট হয়ে গেলেও ফকর জামান ও বাবর আজম ভাল ব্যাট করেন।
২০তম ওভারে ফখর জামান সেঞ্চুরি করেন । ৬৩ বলে শতরান পূর্ণ করেন তিনি। ওয়ানডে ক্রিকেট ক্যারিয়ারে এটি ছিল তার ১১তম সেঞ্চুরি। ফখর জামান ও বাবর এর মধ্যে দেড় শতাধিক রানের জুটি ছিল।
বৃষ্টির জন্য খেলা বন্ধ হয়ে যায় –
ফখর জামান সেঞ্চুরি করার পর ম্যাচ ব্যাহত হয় বৃষ্টির কারণে কিছুক্ষণের জন্য ম্যাচ বন্ধ রাখতে হয়। প্রায় এক ঘণ্টার জন্য ম্যাচ বন্ধ রাখা হয় এবং তারপর ওভার কে কমিয়ে দেওয়া হয়।
ডিএলএসের কারণে ২১ রানে জিতেছে পাকিস্তান
নিউজিল্যান্ডের দেওয়া টার্গেট তাড়া করতে গিয়ে ব্যাট করতে পারেনি পাকিস্তান দল। বৃষ্টির কারণে ম্যাচটি বাতিল হয়ে যায়। তবে ডিএলএস নিয়মে ম্যাচ জিতেছে পাকিস্তান। দুইবার বৃষ্টির কারণে ম্যাচটি বাতিল হয়। এর আগে ম্যাচ বন্ধ হলে ওভার কমিয়ে দেওয়া হয়।
ফলে ৪১ ওভারে ৩০২ রানের লক্ষ্য পায় পাকিস্তান। তবে এই বৃষ্টির পর আবারও বৃষ্টি শুরু হয় ও ম্যাচ বন্ধ হয়। ফখর জামান ১২৬ ও বাবর আজম ৬৬ রানে অপরাজিত থাকেন।
পাকিস্তান সেই সময় ২৫.৩ ওভারে ২০০ রান করেছিল এবং ১ উইকেটে এই রান করেছিল।
DLS পধতিতে পাক দল ২১ রানে ম্যাচ জিতে যায়।
বন্ধুরা অবশ্যই এই পোস্টটিকে লাইক দেবেন এবং যদি কোন মন্তব্য থাকে তো অবশ্যই কমেন্ট করবেন ও বন্ধুদের শেয়ার করবেন।
বন্ধুরা ক্রিকেটের সমস্ত খবর নিয়মিত পেতে –
বা Dream11 বা অন্য যেকোন ফ্যান্টাসি এপ (Fantasy APP) থেকে কিভাবে আয় করবেন তার সমস্ত খবর পেতে
অবশ্যই ডান পাশে বা নিচে “join WhatsApp Group” আইকনে ক্লিক করে WhatsApp গ্রুপে জুক্ত হয়ে যান।
এই গ্রুপে ক্রিকেটের সমস্ত খবর এবং ফ্যান্টাসি এপ (Fantasy APP) থেকে আয় -এর সমস্ত খবর পেতে থাকবেন।
নিচে ও পাশে দেওয়া লিঙ্ক থেকে আমাদের WhatsApp -এ গ্রুপে মেম্বার হতে পারেন।