রেকর্ড গড়লেন কে এল রাহুল, বিশ্বকাপে সবচেয় কম বলে করলেন সেঞ্ছুরি- ভারতের ৪১০ রানের বিধ্বংসী ব্যাটিং –

5/5 - (1 vote)

বিশ্বকাপের লিগ পর্যায় শেষ পর্যায়ে এসে পৌঁচেছে । ১২ নভেম্বর, বিশ্বকাপের এক ভীষণ প্রায় শেষ ম্যাচে আজ খেলা ছিল ভারত ও নেদারল্যান্ড এর সঙ্গে। ব্যাঙ্গালোরের আইসিসি ক্রিকেট বিশ্বকাপ 2023-এর রবিবার এর এই ম্যাচে , ভারত -এর ব্যাটিং ছিল দুরন্ত । .

আজকের খেলায় ভারত টসে জিতে প্রথমে ব্যাট করার সিধান্ত নেয়।

(responsive)

ভারত ব্যাট করতে নেমে দুরন্ত শুরু করেন, অপেনার রোহিত ও শুভমান দুরন্ত শুরু করেন। তারা এমন ব্যাট শুরু করেন যেন বিধ্বংসী ব্যাটিং। কিন্তু সবচেয়ে দুরন্ত যে ব্যাটিং শুরু হয় তা শুরু করেন কে এল রাহুল । তিনি আজ ভারতীয় হিসাবে রেকর্ড করে ফেলেন। তার ব্যাটিং তাণ্ডবে নেদারল্যান্ডের সমস্ত বোলার চুরমার হয়ে যায়।

কে এল রাহুল বিশ্বকাপে ভারতীয় ব্যাটার হিসাবে সবচেয়ে কম বলে সেঞ্ছুরি করেন।

বিশেষজ্ঞদের মতে কোন ভারতীয় ব্যাটার কে এমন ব্যাটিং করতে বিশ্বকাপের আসরে দেখা যায় নি। আজ ভারতীয় এই উইকেট কিপার ৬৪ বলে ১০২ রান করেন। তার এই ১০২ রানের মধ্যে ছিল ১১টি চার এবং ৪ টি ছয়।

তিনি আজ কোন নেদারল্যান্ড বোলার কে রেয়াত করেন নি। তবে সবচেয়ে বেশী আক্রমণ করেন লোগান কে ।

তিনি ১০ ওভারে ১০৭ রান দেন।

শ্রেয়াস আইয়ার ছিলেন আজ দুরন্ত তিনি ৯৪ বলে করেন ১২৮ রান।

ভারতীয় দল ৫০ ওভারে ৪১১ রান করেন।

বন্ধুরা অবশ্যই এই পোস্টটিকে লাইক দেবেন এবং যদি কোন মন্তব্য থাকে তো অবশ্যই কমেন্ট করবেন ও বন্ধুদের শেয়ার করবেন।

বন্ধুরা ক্রিকেটের সমস্ত খবর নিয়মিত পেতে

বা Dream11 বা অন্য যেকোন ফ্যান্টাসি এপ (Fantasy APP) থেকে কিভাবে আয় করবেন তার সমস্ত খবর পেতে

অবশ্যই ডান পাশে বা নিচে “join WhatsApp Group” আইকনে ক্লিক করে WhatsApp গ্রুপে জুক্ত হয়ে যান।

এই গ্রুপে ক্রিকেটের সমস্ত খবর এবং ফ্যান্টাসি এপ (Fantasy APP) থেকে আয় -এর সমস্ত খবর পেতে থাকবেন।

নিচে ও পাশে দেওয়া লিঙ্ক থেকে আমাদের  WhatsApp -এ গ্রুপে মেম্বার হতে পারেন।

Whatsapp Group Join
Telegram channel Join

Leave a Reply