রিঙ্কু সিং (Rinku Singh), এটি বর্তমানে আর কোনো গরীব সভ্রান্ত পরিবার থেকে উঠে আসা ক্রিকেটারের নাম নয়। বর্তমানে ব্র্যান্ড তৈরী হয়েছেন তিনি। আইপিএল ২০২৩ (IPL 2023) ছিল তার জীবনের টার্নিং পয়েন্ট। তার দৌলতে আন্তর্জাতিক ক্রিকেটে আবির্ভাব ঘটে রিঙ্কুর। কয়েকমাসের মধ্যে আজ তিনি ভারতীয় ক্রিকেটপ্রেমীদের ভরসা হয়ে উঠেছেন।
আসন্ন টি-২০ বিশ্বকাপেও (ICC T20 World Cup 2024) তার জায়গা বলতে গেলে নিশ্চিত, এখন শুধু সময়ের অপেক্ষা। দিনে দিনে আরও কত ক্রিকেটপ্রেমী মানুষের মনে জায়গা করে নেবেন সেইটুকু নিশ্চিত। এই বয়সেই তিনি যা যা সম্ভব করেছেন, তা অনেক তরুণের কাছে স্বপ্ন হয়ে রয়েছে। গত বছরেই এশিয়ান গেমস (Asian Games 2023) ক্রিকেটেও স্বর্ণ জয় করেছিলেন উত্তরপ্রদেশের আলিগড়ের এই তরুণ।
সোমবার ছিল ইউপি দিবস (UP Diwas)। সেখানে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) থেকে শুরু করে সেই রাজ্যের অনেক নামীদামি মানুষ উপস্থিত হন। সেখানে এশিয়ান গেমসে স্বর্ণ জয়ের পুরস্কারস্বরূপ রিঙ্কুকে ৩ কোটি টাকা দেন উত্তরপ্রদেশের সরকার। এছাড়াও সম্মানের সহিত আরও অনেক কিছু দেওয়া হয় রিঙ্কুকে। এই বয়সেই রিঙ্কুর কাছে এটা একটি বিরাট প্রাপ্তির থেকে কম কিছু নয়।
আমরা জানি, রিঙ্কু বর্তমানে আইপিএল থেকে ৫৫ লক্ষ টাকা পান। তাতেই তিনি বাড়ির জন্য যা যা করেছেন, সেটা অনেক। এদিকে এই ৩ কোটি টাকাও তিনি তার পরিবারের প্রয়োজনেই ব্যয় করবেন এইটুকু নিশ্চিত। এর মধ্যেই অমর উজালা সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, শোনা যাচ্ছে রিঙ্কু তার বাবার কাজের সুবিধার জন্য একটি গাড়ি কিনতে চলেছেন। একজন ক্রিকেটারের পাশাপাশি এই যুগের যে একজন শ্রেষ্ঠ সন্তানও তিনি, সেটা কিছু বলতে বাকি রাখে না।