You are currently viewing ‘ওম নমঃ শিবায়’ গাইছেন পাকিস্তান বধের নায়ক সৌরভ নেত্রভালকর – দেখে নিন গানের ভিডিও  আপনিও মুগ্ধ হয়ে যাবেন –

‘ওম নমঃ শিবায়’ গাইছেন পাকিস্তান বধের নায়ক সৌরভ নেত্রভালকর – দেখে নিন গানের ভিডিও আপনিও মুগ্ধ হয়ে যাবেন –

Rate this post

‘ওম নমঃ শিবায়’ গাইছেন পাকিস্তান বধের নায়ক সৌরভ নেত্রভালকর – দেখে নিন গানের ভিডিও আপনিও মুগ্ধ হয়ে যাবেন –

বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে সুপার ওভারে দারুণ বল করে আমেরিকাকে ঐতিহাসিক জয় এনে দিয়েছেন। আর তারপর সোশ্যাল মিডিয়ায় সৌরভের একটি গানের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। ওই ভিডিয়োয় সৌরভকে ছোট গিটারের মতো একটি বাদ্যযন্ত্র বাজিয়ে ‘ওম নমঃ শিবায়’ গাইতে শোনা গিয়েছে। আর তাতে মুগ্ধ হয়েছেন নেটিজেনরা। তাঁর কণ্ঠস্বরে মুগ্ধ হয়েছেন সকলে। যে সৌরভ আদতে মুম্বইয়ের ছেলে। ভারতের হয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও খেলেছেন। পরবর্তীতে আমেরিকার নাগরিকত্ব নেন। আবার কম্পিউটার টেকনোলজি সংস্থা ওরাকেলে উচ্চপদ কাজ করেন সৌরভ।

(responsive)

সৌরভের গানের ভিডিয়োটা দেখে নিন, আপনিও মুগ্ধ হয়ে যাবেন –

আর সেই সৌরভের গাওয়া ‘ওম নমঃ শিবায়’ গানের একটি ভিডিয়ো পোস্ট করে এক নেটিজেন লেখেন, ‘উনি হলেন সৌরভ নেত্রভালকর। যিনি পাকিস্তানের বিরুদ্ধে সুপার ওভারে আমেরিকাকে জিতিয়েছেন।’ ওই ভিডিয়োয় দেখা গিয়েছে যে ক্যামেরার সামনে বসেছেন সৌরভ। হাতজোড় করে নমস্কারের পরে ছোট গিটারের মতো বাদ্যযন্ত্র বাজিয়ে ‘ওম নমঃ শিবায়’ গাইতে শুরু করেন ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটার।

Whatsapp Group Join
Telegram channel Join

Leave a Reply