আইপিএল এর দামামা প্রায় বেজে গেছে , আর দুইমাস পরেই আইপিএল (IPL 2024 শুরু হবে। দেখতে দেখতেই ভক্তদের অপেক্ষার দিন এখন সামনে। আইপিএলের কথা ভেবে প্রত্যেকটি দল নিজেদের নিজেদের চিন্তাভাবনা করা শুরু করে দিয়েছে। এখন দেখার প্রত্যেকটি আইপিএল দলের প্রধান বোলারদের। যদি আসন্ন আইপিএলে কোনো দলের সুপার ওভার হয়, তাহলে সেই দলের হয়ে কাকে বোলিং করতে দেখা যাবে৷ দেখে নিন, এইরকম প্রত্যেকটি দলের সম্ভাব্য সুপার ওভারকারী বোলারকে। তবে সমস্ত দলই সুপার ওভারের জন্য প্রস্তুত।
কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders):
আইপিএল ২০২৪ এ যদি কেকেআরের কোনো ম্যাচ ড্র হয়, তাহলে নিঃসন্দেহে বল করতে দেখা যাবে অভিজ্ঞ অজি পেসার মিচেল স্টার্ককে (Mitchell Starc)। মিচেল স্টার্ককে ই কেকেআর এর সবচেয়ে বেস্ট বোলার . । এবছর আইপিএল নিলামে ২৪.৭৫ কোটি টাকায় দলে নিয়েছে কেকেআর। তাই দলের সব দায়িত্ব থাকবে স্টার্কের কাঁধে।
মুম্বাই ইন্ডিয়ান্সের
যদি মুম্বাই ইন্ডিয়ান্সের কোনো ম্যাচ ড্র হলে , তাদের খুব একটা অসুবিধা হবে না এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে । তাদের প্রথম পছন্দ হলেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এর আগেও আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে সুপার ওভারে বল করেছেন তিনি।
চেন্নাই সুপার কিংস
চেন্নাই সুপার কিংসের সাথে ম্যাচ ড্র হলে সুপার ওভারে মথিশা পথিরানাকে (Matheesha Pathirana) দেখা যেতে পারে। কারণ, ডেথ ওভারে খুব ভালো ইয়ার্কার বল করার ক্ষমতা রাখেন তিনি। তাই তার দিকেই যেতে পারেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore):
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সুপার ওভার হলে কিউয়ি পেসার লকি ফার্গুসনের (Lockie Ferguson) হাতে দায়িত্ব তুলে দিতে পারেন অধিনায়ক ফাফ ডু প্লেসিস (Faf du Plessis)। কারণ এই পেসারের অভিজ্ঞতা রয়েছে আগেও কেকেআরের হয়ে সুপার ওভারে বল করে ম্যাচ জেতানোর।
লখনউ সুপার জায়েন্টস (Lucknow Super Giants):
এলএসজির হয়ে সুপার ওভারে বল করতে দেখা যেতে পারে ভারতীয় স্পিনার রবি বিষ্ণোইকে (Ravi Bishnoi)। এক্ষেত্রে এলএসজির অনেক বাড়তি সুবিহধা পাবে। কারণ, গতকাল ভারতীয় দলের হয়ে সুপার ওভারে খুব ভালো বল করেছেন তিনি। এছাড়া তার স্পিনের সাথে সাথে বলের গতিও ব্যাটসম্যানদের বিপক্ষে ফেলবে।
গুজরাট টাইটান্স (Gujarat Titans):
গুজরাট টাইটান্সের হয়ে সুপার ওভারে দুইজন বোলারকে দেখা যেতে পারে। যদি পিচে স্পিনের সুবিধা থাকে তাহলে রাশিদ খানকে (Rashid Khan) দেখা যেতে পারে সুপার ওভারের দায়িত্বে এবং পিচে পেসারদের আধিপত্য থাকলে মহম্মদ শামিকে (Mohammed Shami) দেখা যাবে সুপার ওভারে বল করতে।
দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals):
দিল্লি ক্যাপিটালসের সুপার ওভার হলে, কোনোদিকে না তাকিয়ে অ্যানরিচ নকিয়াকে (Anrich Nortje) বল করতে দেখা যেতে পারে। কারণ, এই ধরনের দ্রুতগতি লাইনলেন্থ বিশিষ্ট বোলার দলে থাকতে অন্য কারোর দিকে যাবে না দিল্লি ক্যাপিটালস।
পাঞ্জাব কিংস (Punjab Kings):
পাঞ্জাব কিংসের সুপার ওভার হলে, কোনোদিকে না তাকিয়ে অর্শদীপ সিংয়ের (Arshdeep Singh) হাতে তুলে দেওয়া হবে বোলিংয়ের দায়িত্ব। বর্তমানে তিনি ভারতীয় দলের গেম-চেঞ্জার, তাই ওই দায়িত্বে তার থেকে ভালো বিকল্প পাবে না পাঞ্জাব।
রাজস্থান রয়্যালস (Rajasthan Royals):
রাজস্থান রয়্যালস দলের প্রধান পেসার হলেন কিউয়ি তারকা ট্রেন্ট বোল্ট (Trent Boult)। রাজস্থান রয়্যালসের কোনো ম্যাচ যদি ড্র হয়, তাহলে সুপার ওভারের দায়িত্বে দেখা যাবে এই বাঁ-হাতি বিশ্বমানের পেসারকে।
সানরাইজার্স হায়দ্রাবাদ (Sunrisers Hyderabad):
সানরাইজার্স হায়দ্রাবাদ এবছর আইপিএল নিলামে ২০.৫০ কোটি টাকায় অজি অধিনায়ক প্যাট কামিন্সকে (Pat Cummins) দলে নিয়েছে। প্যাট কামিন্সকে ছাড়া অন্য কাউকে চিন্তা করতে পারবে না। তাই দলের বোলিং লাইনআপের অনেক কিছুই দায়িত্ব থাকবে তার উপর। যদি সুপার ওভারের মতো পরিস্থিতি হয়, প্যাট কামিন্সই সুপার ওভারে বোলিং করবেন।