You are currently viewing T20 বিশ্বকাপের দল ঘোষণা ভারতের, দল থেকে বাদ রিঙ্কু সিং,  গিল, লোকেশ , দেখে নিন পুরো দল –

T20 বিশ্বকাপের দল ঘোষণা ভারতের, দল থেকে বাদ রিঙ্কু সিং, গিল, লোকেশ , দেখে নিন পুরো দল –

Rate this post

ভারতীয় ক্রিকেট বোর্ড আসন্ন টি-২০ বিশ্বকাপের দল ঘোষণা করে দিল । ১৫ জনের মূল স্কোয়াডে দল ঘোষণা করা হয়েছে , এবং দল থেকে বেশ কয়েকজন তারকাকে বাদ দেওয়া হয়েছে।

এই বিশ্বকাপ দলে জায়গা হল না রিঙ্কু সিংয়ের। সুযোগ পেলেন না শুভমন গিলের মতো তারকা ওপেনার। বাদ পড়লেন অভিজ্ঞ লোকেশ রাহুল।

(responsive)

গিল ও রিঙ্কু মূল স্কোয়াডে জায়গা না পেলেও তাঁদের রিজার্ভ ক্রিকেটার হিসেবে বেছে রেখেছেন জাতীয় নির্বাচকরা। তবে লোকেশ রাহুল রিজার্ভ ক্রিকেটারদের তালিকাতেও নেই। অজিত আগরকররা মোট ৪ জন ক্রিকেটারকে রিভার্ভের তালিকায় জায়গা করে দিয়েছেন। গিল ও রিঙ্কু ছাড়া রিজার্ভে রেছেন দুই পেসার খলিল আহমেদ ও আবেশ খান।

প্রত্যাশা মতোই সরাসরি বিশ্বকাপের মঞ্চে জাতীয় দলে ফিরছেন ঋষভ পন্ত। তাঁর সঙ্গে দ্বিতীয় উইকেটকিপার হিসেবে ভারতীয় স্কোয়াডে জায়গা পেলেন সঞ্জু স্যামসন। হার্দিক পান্ডিয়া বিশ্বকাপে যাচ্ছেন টিম ইন্ডিয়ার ভাইস ক্যাপ্টেন হিসেবে। পেসার অল-রাউন্ডার হিসেবে বিশ্বকাপ স্কোয়াডে পান্ডিয়ার সঙ্গী হলেন শিবম দুবে।

আইপিএলে যে রকম দুরন্ত ফর্মে রয়েছেন, তাতে যুজবেন্দ্র চাহালকে বাদ দেওয়ার সাহস দেখাননি জাতীয় নির্বাচকরা। চাহাল চতুর্থ স্পিনার হিসেবে ১৫ জনের স্কোয়াডে জায়গা করে নেন। যুজবেন্দ্র ছাড়া ভারতের স্পিন বিভাগে রয়েছেন রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব ও অক্ষর প্যাটেল। আইপিএলে চমক দেখানো নতুন কোনও ক্রিকেটারই বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাননি।

টি-২০ বিশ্বকাপের জন্য ভারতের ১৫ জনের স্কোয়াড:-

রোহিত শর্মা (ক্যাপ্টেন), যশস্বী জসওয়াল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্ত (উইকেটকিপার), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া (ভাইস ক্যাপ্টেন), শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, আর্শদীপ সিং, জসপ্রীত বুমরাহ ও মহম্মদ সিরাজ। রিজার্ভ ক্রিকেটার- শুভমন গিল, রিঙ্কু সিং, খলিল আহমেদ ও আবেশ খান।

Whatsapp Group Join
Telegram channel Join

Leave a Reply