ভারতীয় দলের স্পীড স্টার মহঃ সিরাজ শ্রীলঙ্কার বিরুধে আবার দুরন্ত বোলিং করলেন। বিশ্বকাপ 2023-এ এই ম্যাচে তার বোলিং সবাই কে মুগ্ধ করে দিয়েছে। ভারতে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টে তিনি বেশ কয়েকটি ম্যাচে ভাল বল করতে পারেন নি।
কিন্তু 2শে নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে খেলায় মোহাম্মদ সিরাজ দর্শকদের কাছে যে বোলিং উপহার দিলেন তা দীর্ঘদিন সবাই মনে রাখবে। তার পারফরম্যান্সের পেছনে গুরুত্বপূর্ণ অবদান ছিল প্রাক্তন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির।
এই নিবন্ধে সেই ব্যাপারটি জানাব –
বিরাটের পরামর্শে ২ উইকেট নেন মহঃ সিরাজ।
আসলে, একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে, যা প্রাক্তন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি এবং ফাস্ট বোলার মহম্মদ সিরাজের।
রোহিত শর্মাকে দ্বিতীয় ওভার বল করতে পাঠান মোহাম্মদ সিরাজকে।
বল করার আগে ভারেতের রান মেশিন বিরাট কোহলি মহম্মদ সিরাজকে বল নিদিষ্ট জায়গায় বার বার পিচ করতে বলেন, এবং ইঙ্গিত করে দেখিয়ে ও দেন । এরপরই ফাস্ট বোলার কে দেখা যায় তার দুরন্ত বল।এবং দিমুথ করুনারত্নের উইকেট নিয়ে এই ওভার শুরু করেন তিনি। এরপর দ্বিতীয় ওভারের চতুর্থ বলে সাদিরা সামারাবিক্রমাকে প্যাভিলিয়নে ফেরত পাঠান মোহাম্মদ সিরাজ । সিরাজের এই বোলিংয়ে কুশল মেন্ডিসের নেতৃত্বাধীন শ্রীলঙ্কা দল দুই রানে তিন উইকেট হারিয়ে ফেলে।
শুধু তাই নয়, চতুর্থ ওভারের প্রথম বলেই শ্রীলঙ্কার অধিনায়ক কুশল মেন্ডিসের উইকেটও নেন মোহাম্মদ সিরাজ। একইসঙ্গে মহম্মদ সিরাজের এমন বোলিং দেখে বলা হচ্ছে বিরাট কোহলির পরামর্শ তার জন্য খুবই কাজে লেগেছে।
তবে আপনারা নিশ্চই জানেন যে অভিজ্ঞ পেসার জসপ্রিত বুমরাহ শ্রীলঙ্কার ইনিংসের প্রথম ওভারেই প্রথম বলেই ব্যাটসম্যান পথুম নিসাঙ্কাকে আউট করেন।