You are currently viewing Video:35 বছর বয়সী কিং কোহলি  মানুষ হতে পারে, ও হল যন্ত্র মানব, এই অসম্ভব রান আউট কে কি করে করলেন সম্ভব , দেখে নিন ভিডিও

Video:35 বছর বয়সী কিং কোহলি মানুষ হতে পারে, ও হল যন্ত্র মানব, এই অসম্ভব রান আউট কে কি করে করলেন সম্ভব , দেখে নিন ভিডিও

Rate this post

Video:35 বছর বয়সী কিং কোহলি মানুষ হতে পারে, ও হল যন্ত্র মানব, এই অসম্ভব রান আউট কে কি করে করলেন সম্ভব , দেখে নিন ভিডিও

আইপিএলে শেষ দিকে ঘুরে দাঁঁড়িয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এক সময়ের লিগের লাস্ট বয় বেঙ্গালুরু এখন উঠে এসেছে সপ্তম স্থানে। ১২ ম্যাচে তাঁদের পয়েন্ট সংখ্যা ১০। বৃহস্পতিবার পঞ্জাব কিংসকে ৬০ রানে হারিয়ে দিয়েছে তাঁরা। আর দলের এই সাফল্যের প্রধান কারিগর আর কেউ নন বিরাট কোহলি। ব্যাট হাতে ওপেনিংয়ে নেমে করেছিলেন ৪৭ বলে ৯২ রান, স্ট্রাইক রেট প্রায় ২০০ ছুঁই ছঁই। মেরেছেন ৬টি ওভারবাউন্ডারি। স্যাম কারান, হার্ষাল প্যাটেল, অর্শদীপ সিংয়ের কেউই বাদ যাননি বিরাটের তাণ্ডব থেকে।

(responsive)

হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসিয়েশনের মাঠে উত্তাপ ছড়িয়ে দেন কোহলি। কিন্তু ব্যাট হাতে তাঁর ৯২ রানের ইনিংসের থেকেও দর্শকদের মন কেড়েছে বিরাটের করা রান আউট। ম্যাচের ১৪তম ওভারে বিরাট কোহলির করা রান আউটই ম্যাচের টার্নিং পয়েন্ট, বলছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। যে ভঙ্গিমায় বিরাট বাউন্ডারি লাইন থেকে ছুটে এসে রান আউটটি করেছেন এবং তা এসেছে এত মোক্ষম সময় যে পঞ্জাবের আর ঘুরে দাঁড়ানোর সুযোগ ছিল না আরসিবির বিপক্ষে।

ম্যাচের ১৪তম ওভারের চতুর্থ বলে মিড উইকেটের দিকে একটি শট খেলে দু রান নিতে যান অধিনায়ক স্যাম কারান। সেই সময় অপর এন্ডে থাকা শশাঙ্ক বেশ ভালোই ছন্দে খেলছিলেন। কিন্তু বিরাট কোহলির দিকে বল গেলে অনেক ভাবনা চিন্তা করে যে রান নিতে হয়, সেটা অনভিজ্ঞতার কারণে হয়ত জানতেন না শশাঙ্ক। সেটাই কাল হল তাঁর। স্যাম কারানের কল শুনে তিনি দ্বিতীয় রানের জন্য দৌড়ালেন, হলেন রান আউট। ফিরতে হল ১৯ বলে ৩৭ রান করে। তিনি উইকেটে থেকে গেলে এই ম্যাচ জিতেও যেতে পারত পঞ্জাব কিংস। বিরাটের রান আউট দেখে মুগ্ধ ক্রিকেটভক্তরা।

ম্যাচের অবস্থা তখন যথেষ্ট হাড্ডাহাড্ডি, পাল্লা সামান্য বেঙ্গালুরুর দিকে ভারী থাকলেও শশাঙ্ক এবং স্যাম কারান উইকেটে থাকায় কেউই বলতে পারছিলেন না কে জিতবে। এরই মধ্যে স্যাম কারান মিড উইকেটে শট খেলে দুরান নিতে গেলেন। কিন্তু বিরাট কোহলি দেখালেন ম্যাজিক। প্রায় ২৫গজ দুরত্ব চিতাবাঘের গতিতে দৌড়ে এসে, বল থ্রো করলেন উইকেটে। সোজা গিয়ে লাগল স্টাম্পে। ব্যাস, আউট হয়ে সাজঘরে ফিরলেন শশাঙ্ক সিং। পঞ্জাবের সব লড়াই শেষ হয়ে গেল বিরাটের মাস্টার ক্লাস ফিল্ডিংয়েই।

Whatsapp Group Join
Telegram channel Join

Leave a Reply