You are currently viewing ‘বিরাট কোহলি আমার একমাত্র অনুপ্রেরণা ……’,  ইংল্যান্ড হারিয়ে ঐতিহাসিক জয়ের আফগানিস্থানের গুরবাজ তার সমস্ত কৃতিত্ব দিলেন বিরাট কে – বললেন আরও অনেক কিছু –

‘বিরাট কোহলি আমার একমাত্র অনুপ্রেরণা ……’, ইংল্যান্ড হারিয়ে ঐতিহাসিক জয়ের আফগানিস্থানের গুরবাজ তার সমস্ত কৃতিত্ব দিলেন বিরাট কে – বললেন আরও অনেক কিছু –

2.2/5 - (13 votes)

বিশ্বকাপ ২০২৩ ভীষণ জমজমাট হয়ে উঠছে , নানা রকমের রকমের অঘটন ঘটে চলেছে এই বিশ্বকাপে। তবে এই বিশ্বকাপে সবচেয়ে বড়ো অঘটন ঘটিয়ে ফেলেছে আফগানিস্থান । ইংল্যান্ডের মতো শক্তিশালী দলকে হারিয়ে বিশ্বকাপের ইতিহাস এক নতুন নজির সৃষ্টি করে ফেলেছেন আফগানিস্তান । এবং এই জয়ের পর আফগান ক্রিকেটার রা তাদের ভক্তদের মধ্যে নতুন করে আশার সঞ্চার ঘটিয়েছে।

আফগানিস্তান – ইংল্যান্ড ম্যাচে আফগানিস্থানের ওপেনার রহমানুল্লাহ গুরবাজ দলের হয়ে সবচেয়ে ভাল খেলেছেন। তবে খেলার পর তার এই দুরন্ত পারফরম্যান্স কথা বলার সময় তিনি বিরাট কোহলির প্রসঙ্গ টেনে আনলেন।

(responsive)

আফগানিস্তান – ইংল্যান্ড ম্যাচ ছিল ভীষণ গুরুত্বপূর্ণ বিশেষ করে আফগানিস্তান এর জন্য , কারণ এর আগে আফগানিস্থান পর পর দুটি ম্যাচ হেরে গেছিল ।তাই প্রতিযোগিতায় টিকে থাকতে হলে এই ম্যাচ যেটা খুব দরকার ছিল আফগানিস্তান -এর জন্য।

বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে ইংল্যান্ড আফগানিস্তানের বিপক্ষে প্রথমে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয়। আফগানিস্তান -এর দুই ওপেনার দুরন্ত শুরু করেন। তার মধ্যে রহমানুল্লাহ গুরবাজ বিধ্বংসী ব্যাটিং শুরু করেন। তার ব্যাট থেকে ৫৭ বলে ৮ টি চার এবং ৪ টি ছয়ের মধ্যমে ৮০ রান আসে। আফগানিস্তান উইকেট কিপার ইকরাম আলীও দুরন্ত ব্যাটিং এর নমুনা দেন , তিনি ৫৮ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। ব্যাটিং-এর সঙ্গে বোলিং বিভগে ও আফগানিস্তান দুরন্ত খেলা তুলে ধরে।

মুজিব উর রহমান এবং রাশিদ খান ছিলনে এক কথায় দুরন্ত। এই দুই জনেই ইংল্যান্ডের কোমর ভেঙে দেন। তারা যথাক্রমে দুজনেই ৩ টি করে উইকেট সংগ্রহ করেন।

এরফলে আফগানিস্তান বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ৬৯ রানের ঐতিহাসিক জয় তুলে নেয়। অন্যদিকে ম্যাচ শেষে দুরন্ত পারফরম্যান্স করা রহমানুল্লাহ গুরবাজ বিরাট কোহলির বিষয়ে নিজের মতামত প্রকাশ করেন।

এক সাক্ষাৎকারে তিনি বলেন, – “বিরাট কোহলি বিশ্বের প্রতিটি তরুণ ক্রিকেটারদের জন্য অনুপ্রেরণা। ক্রিকেটাররা তার দিকে তাকিয়ে থাকে এবং উনি আমাকে ম্যাচের পরিকল্পনা, কীভাবে ইনিংস তৈরি করতে হয় এবং কীভাবে বড়ো রান করতে হয় সেই সম্পর্কে অনেক সাহায্য করেছেন।”

বিরাট কোহলি এই মুহূর্তে পৃথিবীর অন্যতম ক্রিকেট আইকন। তিনি এখনও পর্যন্ত এই বিশ্বকাপের ৩ ম্যাচে মোট ১৫৬ রান করেছেন। অন্যদিকে আফগানিস্তান পরবর্তী ম্যাচে ১৮ অক্টোবর নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে। আফগানরা এই ম্যাচেও জয় লাভ টুর্নামেন্টে অনেকটাই এগিয়ে যেতে চাইছে। তবে এই বিশ্বকাপের প্রথম দুটি ম্যাচে বাংলাদেশ এবং ভারতের বিরুদ্ধে তারা হারের সম্মুখীন হয়েছিলো।

বন্ধুরা অবশ্যই পোস্ট টি তে লাইক দিতে কিন্তু ভুলবেন না। মন্তব্য থাকলে অবশ্যই শেয়ার করবেন।

Whatsapp Group Join
Telegram channel Join

Leave a Reply